Watch Video: বিমান হয়ে উঠলেন বাদোনি! অনেকটা যেন হার্দিক পান্ডিয়ার মতো…

Oct 22, 2024 | 12:58 PM

India A vs UAE: ভারতীয় ক্রিকেটারদের ফিল্ডিং এখন যে কোনও দেশকেই টেক্কা দেবে। জুনিয়রদের মধ্যেও এই ভালো 'ভাইরাস' ছড়িয়ে গিয়েছে। আইপিএলে এমন অনেক চোখ ধাঁধানো ক্যাচ দেখা যায়। ভারত এ দলের দ্বিতীয় ম্যাচে এমনই এক দুর্দান্ত ক্যাচ নিলেন আইপিএল তারকা আয়ুষ বাদোনি।

Watch Video: বিমান হয়ে উঠলেন বাদোনি! অনেকটা যেন হার্দিক পান্ডিয়ার মতো...
Image Credit source: ACC/Screen Grab

Follow Us

ক্যাচই জেতায় ম্যাচ। তেমনই সবসময়ই বলা হয়ে থাকে, ক্যাচ মিস তো ম্যাচ মিস। আন্তর্জাতিক ক্রিকেট হোক বা ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ। ভারতীয় ক্রিকেটারদের ফিল্ডিং এখন যে কোনও দেশকেই টেক্কা দেবে। জুনিয়রদের মধ্যেও এই ভালো ‘ভাইরাস’ ছড়িয়ে গিয়েছে। আইপিএলে এমন অনেক চোখ ধাঁধানো ক্যাচ দেখা যায়। এ বার এমার্জিং এশিয়া কাপ হচ্ছে টি-টোয়েন্টি ফরম্যাটে। ভারত-এ দল বেছে নেওয়ার ক্ষেত্রে গুরুত্ব দেওয়া হয়েছে আইপিএলকে। ভারত এ দলের দ্বিতীয় ম্যাচে এমনই এক দুর্দান্ত ক্যাচ নিলেন আইপিএল তারকা আয়ুষ বাদোনি।

পাকিস্তানের বিরুদ্ধে বড় জয় দিয়ে এমার্জিং এশিয়া কাপে অভিযান শুরু করেছিল ভারত এ দল। তিলক ভার্মার নেতৃত্বে দ্বিতীয় ম্যাচে আরব আমির শাহির বিরুদ্ধেও জয়। বোলিং-ব্যাটিংয়ে ভারতকে টেক্কা দিয়েইছে। কিন্তু ক্যাচিং আরও একটা বিষয়। বিশেষ করে বলতে হয় আয়ুষ বাদোনির ক্যাচটা। টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল আরব আমির শাহি। তাদের দ্রুত অলআউট করাই ছিল ভারতের লক্ষ্য। বোলাররা সেটাই চেষ্টা করেছেন। সহযোগিতা করেছেন ফিল্ডাররা। মাত্র ১০৭ রানেই প্রতিপক্ষকে অলআউট করে ভারত। শেষ উইকেটটি ‘ফিল্ডারের’।

এই খবরটিও পড়ুন

অনেক ক্ষেত্রেই কিছু ক্যাচের ক্ষেত্রে বলা হয়ে থাকে, এটি ফিল্ডারের উইকেট। আরব আমির শাহির বিরুদ্ধে জোড়া উইকেট নেন কেকেআরের অলরাউন্ডার রমনদীপ সিং। ইনিংসের ১৫তম আর আমির শাহির জওয়াদুল্লা লং অন বাউন্ডারিতে বড় শট খেলেছিলেন। বেশ কিছুটা দৌড়, ডান দিকে ঝাঁপিয়ে ফ্লাইং ক্যাচ আয়ুষ বাদোনির। কিছুটা যেন হার্দিক পান্ডিয়ার মতো। বাংলাদেশের বিরুদ্ধে ২৭ মিটার কভার করে ফ্লাইং ক্যাচ নিয়েছিলেন হার্দিক। আয়ুষ বাদোনিকে এতটা দৌড়তে না হলেও দুর্দান্ত রিফ্লেক্সের পরিচয় দিয়েছেন।

Next Article