Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Babar Azam: মেজাজ হারিয়ে সতীর্থর দিকে ব্যাট তুললেন বাবর, কিন্তু কেন?

Pakistan Team: বিশ্বকাপ শেষ হতেই অধিনায়ক পদ থেকে ইস্তফা দিয়েছেন বাবর আজম (Babar Azam)। তাঁর পরিবর্তে টেস্ট দলের দায়িত্ব পেয়েছেন শান মাসুদ ও টি-টোয়েন্টির দায়িত্ব দেওয়া হয়েছে শাহিন আফ্রিদিকে। পাকিস্তান বোর্ডেও একাধিক পরিবর্তন আনা হয়েছে। বিশ্বকাপের অন্ধকার অতীত ভুলে এ আলোয় ফেরার লক্ষ্যে গ্রিন আর্মি। বাবরদের পরবর্তী লক্ষ্য অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজ। তার আগে জোরকদমে চলেছে অনুশীলন। এই অনুশীলনের ভিডিয়ো ইতিমধ্য়েই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

Babar Azam: মেজাজ হারিয়ে সতীর্থর দিকে ব্যাট তুললেন বাবর, কিন্তু কেন?
বাবর আজম ও মহম্মদ রিজওয়ানImage Credit source: ছবি: X
Follow Us:
| Edited By: | Updated on: Nov 27, 2023 | 8:33 PM

নয়াদিল্লি: বিশ্বকাপে (ICC ODI World Cup 2023) ভরাডুবি। একরাশ হতাশা নিয়ে দেশে ফিরেছে পাকিস্তান দল। বিশ্বকাপ শেষ হতেই অধিনায়ক পদ থেকে ইস্তফা দিয়েছেন বাবর আজম (Babar Azam)। তাঁর পরিবর্তে টেস্ট দলের দায়িত্ব পেয়েছেন শান মাসুদ ও টি-টোয়েন্টির দায়িত্ব দেওয়া হয়েছে শাহিন আফ্রিদিকে। পাকিস্তান বোর্ডেও একাধিক পরিবর্তন আনা হয়েছে। বিশ্বকাপের অন্ধকার অতীত ভুলে এ আলোয় ফেরার লক্ষ্যে গ্রিন আর্মি। বাবরদের পরবর্তী লক্ষ্য অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজ। তার আগে জোরকদমে চলেছে অনুশীলন। এই অনুশীলনের ভিডিয়ো ইতিমধ্য়েই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। যাতে দেখা যাচ্ছে ব্যাট হাতে মহাম্মদ রিজওয়ানের পিছনে দৌড়াচ্ছেন বাবর। কিন্তু কী কারণ? কেন এমন করছেন বাবর? বিস্তারিত জেনে নিন TV9 Bangla Sports-এর এই প্রতিবেদনে।

ভাইারাল ভিডিয়োতে দেখা যাচ্ছে, একটি বল খেলে বাবর ক্রিজ ছেড়ে কিছুটা এগিয়ে আসছেন। বলটি যদিও তাঁর ব্যাটে লাগেনি। কিপিং করছিলেন রিজওয়ান। বল চলে যায় সোজা রিজওয়ানের কাছে। বাবর ক্রিজ ছেড়ে বেরিয়ে যেতেই বল ছুড়ে উইকেট ভেঙে দেন তিনি। সঙ্গে সঙ্গে আউটের আবেদনও করেন। এর পরেই দেখা যায় রিজওয়ানের দিকে ব্যাট হাতে তাড়া করেন বাবর। তবে পুরো ব্যাপারটাই যে ঘটেছে মজার ছলে তা বোঝাই যাচ্ছে। সদ্য বিশ্বকাপ শেষ করে একরাশ হতাশা নিয়ে দেশে ফিরেছে বাবররা। সেই ক্ষত এখনও তাজা। এর আগে বিশ্বকাপে পাকিস্তানের এমন দুর্দশা দেখেনি ক্রিকেটবিশ্ব। ফলে বোঝাইন যাচ্ছে বিশ্বকাপের ক্ষত এখনও তাজা। এ বার নিজেদের মধ্যে হাসি-ঠাট্টা করেই দুঃখ ভুলতে চাইছে পাকিস্তান ব্রিগেড।