Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Pakistan Cricket: বিশ্বের এক নম্বর ওডিআই টিম হিসেবে বাবরের পাকিস্তানের এশিয়া কাপে খেলার সুযোগ

বর্তমানে আইসিসি ওডিআই টিম ব়্যাঙ্কিংয়ের শীর্ষে রয়েছে অস্ট্রেলিয়া। এবং দ্বিতীয় স্থানে রয়েছে গ্রিন আর্মি, অর্থাৎ পাকিস্তান। কিন্তু এশিয়া কাপের আগে বাবর আজমের পাকিস্তান আইসিসি ওডিআই ব়্যাঙ্কিয়ের শীর্ষস্থান দখল করে নিতে পারে।

Pakistan Cricket: বিশ্বের এক নম্বর ওডিআই টিম হিসেবে বাবরের পাকিস্তানের এশিয়া কাপে খেলার সুযোগ
Pakistan Cricket: বিশ্বের এক নম্বর ওডিআই টিম হিসেবে বাবরের পাকিস্তানের এশিয়া কাপে খেলার সুযোগ Image Credit source: Twitter
Follow Us:
| Edited By: | Updated on: Aug 15, 2023 | 9:06 AM

নয়াদিল্লি: মেন ইন ব্লু আসন্ন এশিয়া কাপে (Asia Cup) তাদের সফর শুরু করতে পারে বিশ্বের এক নম্বর ওডিআই (ODI) টিম পাকিস্তানের (Pakistan) বিরুদ্ধে। বর্তমানে আইসিসি ওডিআই টিম ব়্যাঙ্কিংয়ের শীর্ষে রয়েছে অস্ট্রেলিয়া। এবং দ্বিতীয় স্থানে রয়েছে গ্রিন আর্মি, অর্থাৎ পাকিস্তান। কিন্তু এশিয়া কাপের আগে বাবর আজমের পাকিস্তান আইসিসি ওডিআই ব়্যাঙ্কিয়ের শীর্ষস্থান দখল করে নিতে পারে। কিন্তু কী ভাবে? বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।

কী ভাবে এশিয়া কাপের আগে আইসিসির সেরা ওডিআই টিম হতে পারে পাকিস্তান?

আসলে এশিয়া কাপের আগে ২২ অগস্ট থেকে আফগানিস্তানের বিরুদ্ধে তিন ম্যাচের ওডিআই সিরিজে খেলার কথা বাবর আজমের পাকিস্তানের। সেই সিরিজে পাকিস্তান যদি ৩-০ ব্যবধানে জিততে পারে, তা হলে অজিদের সরিয়ে আইসিসি ওডিআই ব়্যাঙ্কিংয়ের শীর্ষে পৌঁছে যেতে পারে পাকিস্তান। কিন্তু আফগানিস্তানের বিরুদ্ধে পাকিস্তান যদি ২-১ ব্যবধানে আসন্ন ওডিআই সিরিজ জেতে, তা হলে অস্ট্রেলিয়াই আইসিসি ওডিআই ব়্যাঙ্কিংয়ের শীর্ষে থাকবে। এবং ভারত দুই নম্বরে পৌঁছে যাবে।

চলতি বছরের মে মাসে পাকিস্তান ৫ ম্যাচের ওডিআই সিরিজে নিউজিল্যান্ডকে ৪-০ ব্যবধানে হারাতেই আইসিসি ওডিআই ব়্যাঙ্কিংয়ের শীর্ষে পৌঁছে গিয়েছিল। যদিও বাবর আজমের পাকিস্তানের সেরা ওডিআই টিম হয়ে বেশিক্ষণ থাকা হয়নি। কিউয়িদের বিরুদ্ধে ওই ওডিআই সিরিজের শেষ ম্যাচে পাকিস্তান হারতেই তারা আইসিসি ব়্যাঙ্কিংয়ের দুই নম্বরে নেমে যায়। এ ছাড়া ২০০৭ সালে পাকিস্তান নম্বর তিন ওডিআই টিম হয়েছিল।

উল্লেখ্য, ২৩ ম্যাচে ২৭১৪ পয়েন্ট নিয়ে এবং ১১৮ রেটিং পয়েন্ট নিয়ে আইসিসি ওডিআই ব়্যাঙ্কিংয়ের শীর্ষে রয়েছে অস্ট্রেলিয়া। ২০ ম্যাচে ২৩১৬ পয়েন্ট নিয়ে এবং ১১৬ রেটিং পয়েন্ট নিয়ে আইসিসি ওডিআই ব়্যাঙ্কিংয়ের ২ নম্বরে রয়েছে পাকিস্তান। ৩৩ ম্যাচে ৩৮০৭ পয়েন্ট নিয়ে এবং ১১৫ রেটিং পয়েন্ট নিয়ে আইসিসি ওডিআই ব়্যাঙ্কিংয়ের তিন নম্বরে রয়েছে ভারত।

এশিয়া কাপের আগে পাকিস্তান বনাম আফগানিস্তানের তিন ম্যাচের ওডিআই সিরিজের সূচি —

১. পাকিস্তান বনাম আফগানিস্তান – ২২ অগস্ট (মঙ্গলবার) – দুপুর ১.৩০ মিনিট

২. পাকিস্তান বনাম আফগানিস্তান – ২৪ অগস্ট (বৃহস্পতিবার) – দুপুর ১.৩০ মিনিট

৩. পাকিস্তান বনাম আফগানিস্তান – ২৬ অগস্ট (শনিবার) – দুপুর ১.৩০ মিনিট