
কলকাতা: মরসুমটা একদমই ভালো যাচ্ছে না রাজস্থান রয়্যালসের। বারবার দলের অধিনায়ক বদল। প্রভাব ফেলছে খেলায়। এই মরসুমের শুরু থেকে দলের অধিনায়ক সঞ্জু স্যামসন চোটের কারণে অধিনায়কত্ব করতে পারেননি প্রথম ৩ ম্যাচে। পরে চোট সারিয়ে অধিনায়কত্বের দায়িত্বে ফিরলেও, ফের চোটের কারণে মাঠের বাইরে চলে যান। একাধিক সমস্যা দলের বিভিন্ন জায়গায়। এবার রাজস্থান দলের প্লেয়িং স্টাইল ও দলের পরিকল্পনা নিয়ে প্রশ্ন তুললেন সুনীল গাভাসকর।
বৃহস্পতিবার চিন্নাস্বামীতে আরসিবির কাছে আর একবার হারের মুখ দেখতে হল রয়্যালসদের। এই নিয়ে পরপর পাঁচটা ম্যাচে হেরে বিপদে পিংক আর্মি। ভারতের কিংবদন্তি খেলোয়াড় সুনীল গাভাসকর বড় প্রশ্ন তুলে দিয়েছেন রাহিল দ্রাবিড়ের টিমের খেলা নিয়ে।
সানি বলেছেন , “রাজস্থান রয়্যালসের আগের ম্যাচগুলোয় আমি মাঠে ছিলাম না। তবে টিভিতে দেখেছি। তাই ওই সময় মাঠে কী ঘটছে, বুঝে উঠতে পারিনি। কিন্তু এই ম্যাচে আমি মাঠে ছিলাম। এবং আপনারা সবাই দেখতে পেলেন যে কী ধরনের ক্রিকেট খেলা হচ্ছিল। আর রাহুল দ্রাবিড়ের মতো একজন কোচ দলে থাকা সত্ত্বেও এই খেলা বেশ বিভ্রান্তিকর লাগছিল। একদম পরিকল্পনাহীন ক্রিকেট। দ্রাবিড় সবসময়ই নিজের চিন্তা-ভাবনায় নির্ভুল থাকে। আমি ভাবতাম রাজস্থানের কিছু ব্যাটসম্যানের মধ্যেও ওর দৃষ্টিভঙ্গি ঢুকে পড়েছে।”
রাহুলের কোচিং পদ্ধতি নিয়ে প্রশ্ন করতেই গাভাসকর বলেন, “এখানে ওর চিন্তাভাবনার ছাপ কোথায়? অনভিজ্ঞ খেলোয়াড়রা সবসময় সঠিক সিদ্ধান্ত নেবে, আশা করা যায় না। এটা একটা ভিন্ন ধরনের ক্রিকেট। সেটাও ভুলে গেলে চলবে না” টিমের পরফরম্যান্সের জন্য রাহুল সমালোচনার মুখে পড়েছেন ঠিকই, কিন্তু তিনিও চোট নিয়ে কোচিং করাচ্ছেন। হুইলচেয়ারে বসেই প্রায় কেটেছে প্রি-সিজন ও অর্ধেক মরসুম। অবশ্য টিমের ব্যর্থতার দায় এড়িয়ে যেতে পারবেন না দ্রাবিড়।