BPL 2022: বাংলাদেশ প্রিমিয়ার লিগে উইকেট নিয়ে ‘পুষ্পা’ সেলিব্রেশন নাজমুলের, দেখুন ভিডিও
দক্ষিণী জনপ্রিয় অভিনেতা আল্লু অর্জুনের (Allu Arjun) সিনেমা 'পুষ্পা' (Pushpa)-তে মজেছে যেন গোটা দুনিয়া! এ বার বাংলাদেশ প্রিমিয়ার (BPL) লিগে পুষ্পা সেলিব্রেশনে মাতলেন বাংলাদেশের বাঁ হাতি স্পিনার নাজমুল ইসলাম অপু (Nazmul Islam Apu)।
ঢাকা: দক্ষিণী জনপ্রিয় অভিনেতা আল্লু অর্জুনের (Allu Arjun) সিনেমা ‘পুষ্পা’ (Pushpa)-তে মজেছে যেন গোটা দুনিয়া! এ বার বাংলাদেশ প্রিমিয়ার (BPL) লিগে পুষ্পা সেলিব্রেশনে মাতলেন বাংলাদেশের বাঁ হাতি স্পিনার নাজমুল ইসলাম অপু (Nazmul Islam Apu)। উইকেট নেওয়ার পর, সেঞ্চুরি করলে ক্রিকেটারদের বিভিন্ন ভাবে সেলিব্রেশন করতে দেখা যায়। বিপিএলের এক ম্যাচে উইকেট নিয়ে পুষ্পা সেলিব্রেশন করেন নাজমুল।
তবে এই প্রথম বার সিনেমা আর ক্রিকেটমাঠকে মেলালেন না অপু। তিনি এর আগে নাগিন ডান্স করে রীতিমতো ভাইরাল হয়েছিলেন। আল্লু অর্জুনের সিনেমা পুষ্পার সিগনেচার স্টাইলই ছিল, সিনেমার মুখ্য চরিত্র পুষ্পা নিজের দাঁড়ির নিচে বাম হাত বোলাতে থাকেন এক বিশেষ চাহনি দিয়ে। নাজিমুল বাংলাদেশ প্রিমিয়ার লিগে কুমিল্লা ভিক্টোরিয়ানসের বিরুদ্ধে সিলেট সানরাইজার্সের জার্সিতে খেলতে নেমেছিলেন। এবং ৪ ওভার বল করে মাত্র ১৭রানে তিনটি উইকেট তুলে নেন তিনি। এবং প্রত্যেকবার উইকেট নেওয়ার সময় পুষ্পা স্টাইলে সেলিব্রেশন করতে দেখা যায় তাঁকে।
Hype is Real…..@alluarjun ??
Craze beyond boundaries means this only …..Bangladesh Premier leagueCelebration of a Player by taking a wicket….#ThaggedheLe #PushpaRaj #PushpaTheRise pic.twitter.com/nWLOk8XWfI
— Censor Buzz (@CensorBuz) January 22, 2022
তবে নাজিমুল প্রথম ক্রিকেটার নন, যিনি পুষ্পাতে মজলেন। হ্যাঁ এটা ঠিক তিনি প্রথম ক্রিকেটার যিনি ২২ গজেও পুষ্পার ছাপ তৈরি করলেন। তবে এর আগে অজি ক্রিকেটার ডেভিড ওয়ার্নারকে একাধিকবার পুষ্পা সিনেমার বিভিন্ন ডায়লগ বা গানের তালে পা মেলাতে দেখা গেছে। ভারতীয় তারকা ক্রিকেটার রবীন্দ্র জাডেজা, সূর্যকুমার যাদবদেরও দেখা গেছে আল্লু অর্জুনের সিনেমা পুষ্পার ডায়লগ বা গানের তালে পা মেলাতে। সব মিলিয়ে বক্স অফিসে পুষ্পা যেমন ছাপ ফেলেছে, দর্শকরাও দারুণ সাড়া দিয়েছে এই সিনেমায়।
আরও পড়ুন: আল্লু অর্জুনের ‘পুষ্পা’ লুকে আগুন ঝরালেন রবীন্দ্র জাডেজা