বাংলাদেশ ক্রিকেটে অনাকাঙ্খিত রেকর্ড বুকে নাম লেখালেন ওপেনার জাকির হাসান। চেন্নাই টেস্টে ভারতের কাছে ২৮০ রানের বিশাল ব্যবধানে হেরেছে বাংলাদেশ। যদিও দ্বিতীয় ইনিংসে অনবদ্য ব্য়াটিং করেছে তারা। বিশেষ করে বলতে হয় দুই ওপেনারের কথা। ধৈর্য দেখিয়েছেন দুই ওপেনার জাকির হাসান ও শাদমান ইসলাম। কানপুর টেস্টেও শুরুটা দুর্দান্ত হয়েছিল। টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। গত ম্যাচের থেকে আত্মবিশ্বাস নিয়ে দুর্দান্ত ডিফেন্স করছিলেন জাকিরও। কিন্তু আকাশ দীপের বোলিংয়ে গালিতে যশস্বী জয়সওয়ালের ক্যাচে ফেরেন তিনি। আর এতেই বাংলাদেশের ব্যাটারদের মধ্যে সর্বকালের লজ্জার রেকর্ড।
দীর্ঘ সময় ক্রিজে কাটালেও রানের খাতা খুলতে পারেননি বাংলাদেশ ওপেনার জাকির। ২৪ বলে শূন্য রানে ফেরেন। বাংলাদেশ ব্যাটারদের মধ্যে যা রেকর্ড। বাংলাদেশের টপ থ্রি ব্যাটারদের মধ্যে সবচেয়ে বেশি ডেলিভারি খেলে শূন্য রানের রেকর্ড ছিল প্রাক্তন ওপেনার ইমরুল কায়েসের। জিম্বাবোয়ের বিরুদ্ধে ১৬ বল খেলে শূন্যতে ফিরেছিলেন ইমরুল। তাঁর রেকর্ড ভেঙে গেল জাকিরের সৌজন্যে। তিনি ২৪ বল খেলে শূন্যতে ফিরলেন।
ব্যাটিং পজিশন বাদ দিলে, বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি বল খেলে টেস্টে শূন্য রানে ফেরার রেকর্ডে চারে রয়েছেন জাকির। ২০০২ সালে শ্রীলঙ্কার বিরুদ্ধে ৪১ বলে শূন্যতে ফিরেছিলেন মঞ্জুরুল ইসলাম। তারপরই রয়েছেন রাজেন সালেহ। তিনি ২৯ বলে শূন্যতে ফিরেছিলেন। আফতাব হোসেন নিউজিল্যান্ডের বিরুদ্ধে ২৫ বলে শূন্যতে আউট হয়েছিলেন। এই তালিকায় নাম উঠল জাকিরেরও।