Shakib Al Hasan: টানা ৪ হারে অথৈ জলে টিম, হঠাৎ বাংলাদেশে ফিরে গেলেন সাকিব আল হাসান
ICC World Cup 2023: ভারতের মাটিতে চলতি ওডিআই বিশ্বকাপে টানা ৪ ম্যাচ হেরেছে বাংলাদেশ। বিশ্বকাপের পয়েন্ট টেবলের সবচেয়ে নীচে রয়েছে বাংলাদেশ (Bangladesh)। এই পরিস্থিতিতে হঠাৎ দলকে ছেড়ে দেশে ফিরে গেলেন বাংলাদেশের অধিনায়ক, তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান (Shakib Al Hasan)। টাইগার্সদের পরবর্তী ম্যাচ ২৮ অক্টোবর। ওই ম্যাচ রয়েছে ইডেন গার্ডেন্সে।
ঢাকা: দলের যখন কঠিন পরিস্থিতিতে, চাপের মুখে সেই সময় অধিনায়ক পাশে থাকেন। এটাই স্বাভাবিক। কিন্তু বাংলাদেশ শিবিরে ঘটল অন্য কাণ্ড। ভারতের মাটিতে চলতি ওডিআই বিশ্বকাপে (ICC ODI World Cup) এই নিয়ে টানা ৪ ম্যাচ হেরেছে বাংলাদেশ। বিশ্বকাপের পয়েন্ট টেবলের সবচেয়ে নীচে রয়েছে সাকিব আল হাসানের বাংলাদেশ (Bangladesh)। এই পরিস্থিতিতে হঠাৎ দলকে ছেড়ে নিজের দেশে ফিরে গেলেন বাংলাদেশের অধিনায়ক, তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান (Shakib Al Hasan)। কিন্তু কেন হঠাৎ বাংলাদেশে চলে গেলেন সাকিব? বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।
টাইগার্সদের পরবর্তী ম্যাচ ২৮ অক্টোবর। ওই ম্যাচ রয়েছে ইডেন গার্ডেন্সে। তার আগে হঠাৎ নিজের দেশে কেন ফিরে গেলেন সাকিব আল হাসান? বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এক সূত্র জানিয়েছে, বুধবার সকালেই বাংলাদেশ ফিরে গিয়েছেন দলের অধিনায়ক সাকিব আল হাসান। দুপুরে তিনি মিরপুরে শের ই বাংলা স্টেডিয়ামেও যান। সেখানে তিনি তাঁর ছেলেবেলার কোচ নাজমুল আবেদিনের তত্ত্বাবধানে অনুশীলনও করেন। আসলে নিজের চেনা ছন্দে নেই সাকিব। তাই ছন্দ ফিরে পেতে, বিশ্বকাপের মাঝে ছেলেবেলার কোচের স্মরণাপন্ন হয়েছেন সাকিব।
এ বারের বিশ্বকাপে ৪টি ম্যাচ খেলেছেন সাকিব। তাতে সাকিবের ব্যাটে এসেছে মোট ৫৬ রান। এবং তিনি নিয়েছেন ৬টি উইকেট। সাকিবের নামের প্রতি এই পারফরম্যান্স সুবিচার করছে না। তাই নিজেকে বিশ্বকাপের বাকি ম্যাচগুলিতে ছন্দে দেখতে চান সাকিব। চলতি বিশ্বকাপে ৫টি ম্যাচ খেলা হয়ে গিয়েছে বাংলাদেশের। আর বাকি ৪টি ম্যাচ। দক্ষিণ আফ্রিকার কাছে হারার পর সাকিবকে আগামী ম্যাচগুলি নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘বিশ্বকাপ থেকে আমাদের অনেক কিছু শিখতে হবে। এখনও এই টুর্নামেন্ট থেকে অর্জনের অনেক কিছু রয়েছে। এখনও টুর্নামেন্ট শেষ হয়নি। যে কোনও কিছু ঘটতে পারে। সেমিফাইনাল যেতে না পারলে, পাঁচে অথবা ছয়ে থেকে শেষ করতে হবে। আমি এখনও আশাবাদী এখান থেকে ঘুরে দাঁড়িয়ে আমরা ভালোভাবে টুর্নামেন্ট শেষ করতে পারব।’