AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Pakistan Cricket: আওয়াজ তুললেই সরিয়ে দেওয়া হবে, পাক ক্রিকেটে এটাই দস্তুর! বিস্ফোরক প্রাক্তনী

রবিবার পাকিস্তানের সীমিত ওভারের ফর্ম্যাটের নতুন অধিনায়ক হিসেবে উইকেটকিপার ব্যাটার মহম্মদ রিজওয়ানের নাম ঘোষণা হয়েছে। তার ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই আজ, সোমবার গ্যারি কার্স্টেন (Gary Kirsten) পাকিস্তানের টি-২০ ও ওডিআই টিমের কোচের দায়িত্ব ছেড়েছেন।

Pakistan Cricket: আওয়াজ তুললেই সরিয়ে দেওয়া হবে, পাক ক্রিকেটে এটাই দস্তুর! বিস্ফোরক প্রাক্তনী
Pakistan Cricket: আওয়াজ তুললেই সরিয়ে দেওয়া হবে, পাক ক্রিকেটে এটাই দস্তুর! বিস্ফোরক প্রাক্তনীImage Credit: X
| Updated on: Oct 28, 2024 | 7:23 PM
Share

কলকাতা: পাকিস্তান ক্রিকেটের (Pakistan Cricket) হাঁড়ির খবর একে একে সব প্রকাশ্যে। রবিবার পাকিস্তানের সীমিত ওভারের ফর্ম্যাটের নতুন অধিনায়ক হিসেবে উইকেটকিপার ব্যাটার মহম্মদ রিজওয়ানের নাম ঘোষণা হয়েছে। তার ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই আজ, সোমবার গ্যারি কার্স্টেন (Gary Kirsten) পাকিস্তানের টি-২০ ও ওডিআই টিমের কোচের দায়িত্ব ছেড়েছেন। সূত্রের খবর, পাক বোর্ডের সঙ্গে তাঁর মত মিলছিল না। এরপরই শুরু হয় ঝামেলা। এই পরিস্থিতিতে পাকিস্তানের এক প্রাক্তন ক্রিকেটার জানিয়েছেন, সেখানে সুর চড়ালেই সরানো হবে। পাক ক্রিকেটের দস্তুর এটাই। এমন বিস্ফোরক মন্তব্য করলেন কে?

পাক টিমের কোচের দায়িত্ব নেওয়ার ৬ মাসের মধ্যে পদত্যাগ করলেন গ্যারি কার্স্টেন। পিসিবি তাঁর পদত্যাগপত্র স্বীকারও করেছে। এই পরিস্থিতিতে পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার বসিত আলি নিজের ইউটিউব চ্যানেলে বলেছেন, ‘মহসিন নকভি অত্যন্ত ক্ষমতাবান। কোচ, নির্বাচক, ম্যানেজারদের সরিয়ে দেওয়া হচ্ছে। এর আগে সময়ে সময়ে চেয়ারম্যান বদলাত। আর এখন যে আওয়াজ তুলছে, তাঁকেই সরিয়ে দেওয়া হচ্ছে।’

বাবর আজম বনাম মহম্মদ রিজওয়ান, পাক ক্রিকেটের এই দ্বন্দ্ব মাঝে মাঝে প্রকাশ্যে এসেছে। সেটা পছন্দ ছিল না গ্যারি কার্স্টেনের। তিনি নাকি অন্য ক্রিকেটারকে পাকিস্তানের সাদা বলের ক্যাপ্টেন হিসেবে দেখতে চেয়েছিলেন। এমনটাই বলছেন বসিত আলি। তাঁর কথায়, ‘এই পুরো গল্পটা শুরু হয়েছে যখন পাকিস্তানের সাদা বলের নতুন অধিনায়ক হিসেবে মহম্মদ রিজওয়ানের নাম ঘোষণা হয়েছে। কার্স্টেন অন্য ক্যাপ্টেন চেয়েছিলেন। এবং তিনি দলে অন্য প্লেয়ারদেরও চেয়েছিলেন। তিনি হয়তো ভেবেছিলেন তাঁর হাতে পূর্ণ অধিকার রয়েছে দল বাছাইয়ে। কিন্তু তিনি জানেন না, পাকিস্তানে পিসিবি চেয়ারম্যান রাতারাতি বদলে যেতে পারেন।’