জাতীয় দলে ব্রাত্য। ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক ভালো খেলে চলেছেন। কিন্তু টি-টোয়েন্টি ক্রিকেটে! অনেকে তাঁকে যেন অচল ধরে নিয়েছিলেন। কথা হচ্ছে অজিঙ্ক রাহানেকে নিয়ে। গত মরসুমে চেন্নাই সুপার কিংসে ছিলেন। এ বার তাঁকে রিটেন করা হয়নি। আইপিএলের মেগা অকশনে অজিঙ্ক রাহানেকে নিয়ে কোনও ফ্র্যাঞ্চাইজিই আগ্রহ দেখায়নি। নিলামের একেবারে শেষ দিকে অজিঙ্ক রাহানের জন্য ঝাঁপায় কলকাতা নাইট রাইডার্স। যদিও লড়াই করতে হয়নি। বেস প্রাইসেই তাঁকে নিয়েছে কেকেআর। এ বার কি নেতৃত্ব পাওয়ারও পথে?
নিলামের প্রথম দিন ভেঙ্কটেশ আইয়ারকে ২৩.৭৫ কোটিতে নিয়েছিল কলকাতা নাইট রাইডার্স। আগে মনে হয়েছিল, রিঙ্কু সিংয়ের কাঁধে নেতৃত্বের দায়িত্ব দেওয়া হতে পারে। তবে ভেঙ্কির জন্য যে ভাবে কেকেআর ঝাঁপিয়েছিল, সে সময় কার্যত নিশ্চিত হয়ে যায় তাঁকেই ক্যাপ্টেন করার লক্ষ্যে এগচ্ছে নাইট রাইডার্স। পরিস্থিতি বদলে গিয়েছে অজিঙ্ক রাহানেকে নেওয়ার পর। অতীতেও কলকাতা নাইট রাইডার্সে খেলেছেন। আবারও প্রত্যাবর্তন হতে চলেছে। তার আগে ক্যাপ্টেন্সি নিয়েও যেন ভেঙ্কটেশ আইয়ারকে চ্যালেঞ্জ দিয়ে যাচ্ছেন।
সৈয়দ মুস্তাক আলি টি-টোয়েন্টিতে বিধ্বংসী ফর্মে রয়েছেন ভেঙ্কটেশ আইয়ার। কোয়ার্টার ফাইনালে ম্যাচ জেতানো পারফরম্যান্স ভেঙ্কির। তেমনই চতুর্থ কোয়ার্টার ফাইনালে বিদর্ভের বিরুদ্ধে রান তাড়ায় বিধ্বংসী রাহানে। মুম্বইকে ২২২ রানের বিশাল টার্গেট দিয়েছিল বিদর্ভ। ১৯.২ ওভারেই ৪ উইকেট হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করে মুম্বই। ওপেনার অজিঙ্ক রাহানে ৪৫ বলে ৮৪ রানের ইনিংসে জয়ের দরজায় পৌঁছে দেন। ১০টি বাউন্ডারি এবং তিনটি ওভার বাউন্ডারি। ম্যাচের সেরাও অজিঙ্ক রাহানে।