IPL 2025 Champion RCB: ‘অতীতেও সেলিব্রেশন হয়েছে…’, বেঙ্গালুরুর পদপিষ্টের ঘটনায় মুখ খুলল বোর্ড

Royal Challengers Bengaluru Victory Celebration: এই দুর্ঘটনার পরও আরসিবির বিজয় উৎসব হয় চিন্নাস্বামী স্টেডিয়ামে। দুর্ঘটনা নিয়ে এ বার মুখ খুললেন ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিব দেবজিৎ সইকিয়া এবং সহ সভাপতি রাজীব শুক্লা।

IPL 2025 Champion RCB: অতীতেও সেলিব্রেশন হয়েছে..., বেঙ্গালুরুর পদপিষ্টের ঘটনায় মুখ খুলল বোর্ড
Image Credit source: PTI

Jun 04, 2025 | 8:27 PM

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে প্রথম বার চ্যাম্পিয়ন হয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। স্বাভাবিক ভাবে প্লেয়ারদের পাশাপাশি সমর্থকদের কাছেও দারুণ গর্বের বিষয়। কিন্তু আনন্দ বদলে গেল বিষাদে। আরসিবি টিমের তরফে জানানো হয়েছিল, বাস প্যারেড হবে। এরপর আরসিবির হোমগ্রাউন্ড অর্থাৎ বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে একটি বিজয় উৎসবও হবে। কিন্তু পুলিশের তরফে প্যারেডের কথা উল্লেখ করা হয়নি। চিন্নাস্বামী স্টেডিয়ামের বাইরে চূড়ান্ত অব্যবস্থা। এখনও অবধি যা খবর, পদপিষ্টের ঘটনায় মৃত্যু হয়েছে অন্তত ১১ জনের। ৫০-এর বেশি সমর্থক আহত। এই দুর্ঘটনার পরও আরসিবির বিজয় উৎসব হয় চিন্নাস্বামী স্টেডিয়ামে। দুর্ঘটনা নিয়ে এ বার মুখ খুললেন ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিব দেবজিৎ সইকিয়া এবং সহ সভাপতি রাজীব শুক্লা।

ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিব দেবজিৎ সইকিয়া সংবাদসংস্থা পিটিআইকে বলেন, ‘খুবই দুর্ভাগ্যজনক ঘটনা। জনপ্রিয়তার নেতিবাচক দিক। সমর্থকরা ক্রিকেটারদের নিয়ে পাগলামি করে। যারা এর আয়োজক, আরও ভালো ভাবে এর পরিকল্পনা করা উচিত ছিল। নিহতদের পরিবারের প্রতি আমার সমবেদনা। যারা আহত, আশা করব সকলেই দ্রুত সুস্থ হয়ে উঠবে।’

বোর্ড সচিব আরও বলেন, ‘এমন ধরনের বিজয় মিছিল এবং উৎসবের জন্য পর্যাপ্ত সুরক্ষা এবং নিরাপত্তা থাকা প্রয়োজন। এখানে কিছু না কিছু ঘাটতি ছিল। দুর্দান্ত একটা আইপিএল মরসুম শেষে এমন ঘটনা পুরো আনন্দই বিষাদে পরিণত করেছে।’ ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের উৎসবকে উদাহরণ হিসেবে তুলে ধরেন বোর্ড সচিব। পাশাপাশি গত মরসুমে কেকেআর আইপিএল চ্যাম্পিয়ন হওয়ার বিষয়টির সম্পর্কেও বলেন। বোর্ড সচিব যোগ করেন, ‘অতীতেও আইপিএল জয়ের সেলিব্রেশন হয়েছে। গতবার কেকেআর চ্যাম্পিয়ন হয়েছিল। সেখানেও এমন কিছু হয়নি। আর টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের সেলিব্রেশনের কথাই ধরা যাক। মুম্বইতে জনসমুদ্র তৈরি হয়েছিল। পুলিশ এবং স্থানীয় প্রশাসন খুব মসৃণ ভাবে বিষয়টা পূরণ করেছিল। এমনকি গত কাল আইপিএল ফাইনালেও স্টেডিয়ামে লক্ষাধিক ক্রিকেট প্রেমী ছিলেন। বোর্ড এর জন্য আগে থেকেই পরিকল্পনা এবং পর্যাপ্ত ব্যবস্থা রাখে।’

ভারতীয় ক্রিকেট বোর্ডের সহ সভাপতি রাজীব শুক্লা এই দুর্ঘটনা প্রসঙ্গে সংবাদসংস্থা এএনআইকে বলেন, ‘এমন দুর্ঘটনা যে কোনও রাজ্যেই ঘটতে পারত। কাউকে দোষারোপ করা বা এর মধ্যে রাজনীতি আনা ঠিক নয়। বিশাল জনতা ছিল। আরসিবি ফ্র্যাঞ্চাইজির সঙ্গেও কথা হয়েছে। ওরাই প্রত্যাশা করেনি, এতটা ভিড় হতে পারে। হঠাৎই এই ঘটনা ঘটেছে। সরকার এই ভয়েই রোড শো বন্ধ করেছিল। কিন্তু স্টেডিয়ামের বাইরেই এমন হবে, কেউ প্রত্যাশা করেনি। এখন মিলেমিশে কাজ করতে হবে।’