দুবাই: মরুশহরে সুপারহিট আইপিএল (IPL)। গত বছর কোভিড পরিস্থিতিতে সংযুক্ত আরব আমিরশাহিতেই হয়েছিল আইপিএল। এ বছর দেশের মাঠে দর্শকশূন্য গ্যালারিতে আইপিএল আয়োজন করেও সফল হয়নি সৌরভের বোর্ড (BCCI)। বায়ো বাবলে করোনা প্রবেশ করার পর বাধ্য হয়েই আইপিএল মাঝপথে স্থগিত করে দেয় বোর্ড। আইপিএল চোদ্দর বাকি ৩১ ম্যাচ অনুষ্ঠিত হয় সংযুক্ত আরব আমিরশাহিতে। সুষ্ঠুভাবেই শেষ হল আইপিএল। এমনকি টি-২০ বিশ্বকাপও আয়োজিত হবে আমিরশাহি আর ওমানে। কিন্তু আয়োজকের দায়িত্বে থাকছে ভারতীয় ক্রিকেট বোর্ডই। পরের আইপিএল কি ভারতে হবে? আশাবাদী বোর্ড প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)।
এক সাক্ষাত্কারে সৌরভ বলেন, ‘আশা করি পরের বছর আইপিএল ভারতেই হবে। কারণ এটা ভারতেরই টুর্নামেন্ট। দুবাইয়ের পরিবেশ ভালো হলেও ভারত সম্পূর্ণ আলাদা। ভারতে ক্রিকেটে উন্মাদনাই আলাদা। প্রতিটা ম্যাচে হাউসফুল গ্যালারি থাকে। ভারতে নিয়ে যেতে পারলে আমাদের চেয়ে খুশি আর কেউ হবে না। আমি নিশ্চিত আগামী ৭-৮ মাস কোভিড পরিস্থিতি সম্পূর্ণ আলাদা হয়ে যাবে। ভারতে দর্শকভর্তি গ্যালারির সামনে সফল ভাবে আইপিএল আয়োজন করতে চাই।’
আইপিএলে অধিকাংশ ম্যাচই লো স্কোরিং হয়েছে। বিশ্বকাপেও কি তেমনটা হবে? সৌরভের উত্তর, ‘আমি তা মনে করি না। শারজায় হতে পারে। কারণ ওখানকার উইকেটের চরিত্রই সে রকম। তবে দুবাইয়ের উইকেট সম্পূর্ণ আলাদা। আবু ধাবির পিচও ব্যাটিংয়ের জন্য আদর্শ। বিশ্বকাপেও সেই ঝলক দেখতে পারব।’
আরও পড়ুন: T20 World Cup 2021: বিশ্বকাপে নেই ফাফ, ক্ষুব্ধ ডেল স্টেইন