লাহোর: বিরাট কোহলির (Virat Kohli) সঙ্গে এটা কি ঠিক করল বিসিসিআই (BCCI)? রোহিত শর্মা ভারতীয় দলের নেতা নির্বাচিত হওয়ার পর এমনই প্রশ্ন তুলছেন প্রাক্তন পাক বোলার দানিশ কানেরিয়া (Danish Kaneria)। কেন বিরাটকে একদিনের দলের অধিনায়ক পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে? সেই প্রশ্নর উত্তর দিয়েছেন ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। কানেরিয়ার মতে বর্তমানে বিশ্ব ক্রিকেটে দু’জন তারকা আছে। একজন বিরাট কোহলি ও আর এক জন বাবর আজম (Babar Azam)। ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড তার সুপারস্টারকে যোগ্য সম্মান দেয়নি বলেই অভিযোগ কানেরিয়ার। কোহলিকে ভারতের একদিনের দলের অধিনায়ক পদ থেকে সরিয়ে দেওয়া একেবারেই মেনে নিতে পারছেন না তিনি। নিজের যুক্তির সমর্থনে কানেরিয়া বলছেন, বিসিসিআই সভআপতি সৌরভ গঙ্গোপাধ্যায় উচিত ছিল কোহলির সঙ্গে কথা বলা। আর এই উক্তি দেখেই হাসছেন ভারতীয় ক্রিকেট ভক্তরা। তাঁরা বলছেন, সৌরভ তো কোহলির সঙ্গে কথা বলেছেন। কথা বলেছেন ভারতীয় নির্বাচক কমিটির প্রধান চেতন শর্মাও। সেটা বোধহয় জানেন না কানেরিয়া।
বিরাটকে অধিনায়ক পদ থেকে সরিয়ে দেওয়া নিয়ে গোটা বিশ্বে এমনকি ভারতীয় ক্রিকেটেও একাধিক মত। কারও মতে, সঠিক সিদ্ধান্ত নিয়েছে বোর্ড। কেউ আবার বলছেন, সিদ্ধান্ত ঠিক নয়। কানেরিয়া বলছেন, “কোহলির সঙ্গে সঠিক কাজ করেনি বিসিসিআই। ওকে যোগ্য সম্মান দেওয়া হয়নি। ভারতকে অধিনায়ক হিসেবে ৬৫টি ম্যাচ জিতিয়েছে ও। ভারতের অধিনায়কদের হিসেবে চতুর্থ সর্বোচ্চ। ওর রেকর্ডের দিকে তাকিয়েই অনেক সম্মান পাওয়া উচিত। জানি আইসিসি ট্রফি জিততে পারেনি বিরাট। কিন্তু যে ভাবে ও এতদিন দলকে নেতৃত্ব দিয়েছে সেটা দারুণ। অধিনায়কত্ব থেকে বাদ পরার একটা কারণ হতে পারে অনেকদিন বড় রান না পাওয়া। ”
একটা সময় পাকিস্তানের বোলিং অ্যাটাকের অন্যতম ভরসা ছিলেন দানিশ কানেরিয়া। উইকেটের ঝুলিও কম ভারী নয়। কিন্তু এখন হারিয়ে গিয়েছেন। ক্রিকেট মহলের মতে, বিরাটকে অধিনায়কত্ব থেকে সরিয়ে দেওয়া নিয়ে ক্রিকেট মহলে অনেক কথা চলছে। এই বাজারে উক্তি তাঁকে আবার খবরে নিয়ে আসতে পারে। তাই বিরাটক কোহলি প্রসঙ্গে আসরে নেমেছেন কানেরিয়া। বিরাটের অধিনায়কত্ব নিয়ে নানা মত থাকলেও প্রাক্তন পাক স্পিনারের মন্তব্যকে গুরুত্ব দিতে নারাজ ভারতীয় ক্রিকেট মহল।
আরও পড়ুন: India Tour of South Africa: প্রোটিয়া সফরের আগেই ঘাম ঝরালেন রাহানে-পূজারা
লাহোর: বিরাট কোহলির (Virat Kohli) সঙ্গে এটা কি ঠিক করল বিসিসিআই (BCCI)? রোহিত শর্মা ভারতীয় দলের নেতা নির্বাচিত হওয়ার পর এমনই প্রশ্ন তুলছেন প্রাক্তন পাক বোলার দানিশ কানেরিয়া (Danish Kaneria)। কেন বিরাটকে একদিনের দলের অধিনায়ক পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে? সেই প্রশ্নর উত্তর দিয়েছেন ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। কানেরিয়ার মতে বর্তমানে বিশ্ব ক্রিকেটে দু’জন তারকা আছে। একজন বিরাট কোহলি ও আর এক জন বাবর আজম (Babar Azam)। ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড তার সুপারস্টারকে যোগ্য সম্মান দেয়নি বলেই অভিযোগ কানেরিয়ার। কোহলিকে ভারতের একদিনের দলের অধিনায়ক পদ থেকে সরিয়ে দেওয়া একেবারেই মেনে নিতে পারছেন না তিনি। নিজের যুক্তির সমর্থনে কানেরিয়া বলছেন, বিসিসিআই সভআপতি সৌরভ গঙ্গোপাধ্যায় উচিত ছিল কোহলির সঙ্গে কথা বলা। আর এই উক্তি দেখেই হাসছেন ভারতীয় ক্রিকেট ভক্তরা। তাঁরা বলছেন, সৌরভ তো কোহলির সঙ্গে কথা বলেছেন। কথা বলেছেন ভারতীয় নির্বাচক কমিটির প্রধান চেতন শর্মাও। সেটা বোধহয় জানেন না কানেরিয়া।
বিরাটকে অধিনায়ক পদ থেকে সরিয়ে দেওয়া নিয়ে গোটা বিশ্বে এমনকি ভারতীয় ক্রিকেটেও একাধিক মত। কারও মতে, সঠিক সিদ্ধান্ত নিয়েছে বোর্ড। কেউ আবার বলছেন, সিদ্ধান্ত ঠিক নয়। কানেরিয়া বলছেন, “কোহলির সঙ্গে সঠিক কাজ করেনি বিসিসিআই। ওকে যোগ্য সম্মান দেওয়া হয়নি। ভারতকে অধিনায়ক হিসেবে ৬৫টি ম্যাচ জিতিয়েছে ও। ভারতের অধিনায়কদের হিসেবে চতুর্থ সর্বোচ্চ। ওর রেকর্ডের দিকে তাকিয়েই অনেক সম্মান পাওয়া উচিত। জানি আইসিসি ট্রফি জিততে পারেনি বিরাট। কিন্তু যে ভাবে ও এতদিন দলকে নেতৃত্ব দিয়েছে সেটা দারুণ। অধিনায়কত্ব থেকে বাদ পরার একটা কারণ হতে পারে অনেকদিন বড় রান না পাওয়া। ”
একটা সময় পাকিস্তানের বোলিং অ্যাটাকের অন্যতম ভরসা ছিলেন দানিশ কানেরিয়া। উইকেটের ঝুলিও কম ভারী নয়। কিন্তু এখন হারিয়ে গিয়েছেন। ক্রিকেট মহলের মতে, বিরাটকে অধিনায়কত্ব থেকে সরিয়ে দেওয়া নিয়ে ক্রিকেট মহলে অনেক কথা চলছে। এই বাজারে উক্তি তাঁকে আবার খবরে নিয়ে আসতে পারে। তাই বিরাটক কোহলি প্রসঙ্গে আসরে নেমেছেন কানেরিয়া। বিরাটের অধিনায়কত্ব নিয়ে নানা মত থাকলেও প্রাক্তন পাক স্পিনারের মন্তব্যকে গুরুত্ব দিতে নারাজ ভারতীয় ক্রিকেট মহল।
আরও পড়ুন: India Tour of South Africa: প্রোটিয়া সফরের আগেই ঘাম ঝরালেন রাহানে-পূজারা