India Tour of South Africa: প্রোটিয়া সফরের আগেই ঘাম ঝরালেন রাহানে-পূজারা

দক্ষিণ আফ্রিকা (South Africa) উড়ে যাওয়ার আগে নেট সেশনে ঘাম ঝরাতে শুরু করে দিলেন অজিঙ্কা রাহানে। আসন্ন প্রোটিয়া সফরই হয়তো তাঁর কাছে অ্যাসিড টেস্ট। রান না পেলে দল থেকে বাদ পড়তে পারেন। নেট সেশনে ব্যাটিং করার ভিডিও নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে পোস্ট করেন রাহানে। ২০১৯ সালে ৮ ম্যাচে ৬৪২ রান করেছিলেন তিনি। ব্যাটিং গড় ৭১.৩৩। তার পরের ৪ ম্যাচেই ব্যাটিং গড় নেমে যায় ৩৮.৮৫-এ।

India Tour of South Africa: প্রোটিয়া সফরের আগেই ঘাম ঝরালেন রাহানে-পূজারা
রাহানে ও পূজারা। ছবি: টুইটার
Follow Us:
| Edited By: | Updated on: Dec 11, 2021 | 4:33 PM

মুম্বই: তারকার ভিড় নয়। নিজেকে প্রমাণ করো। তাহলেই দলে টিকে থাকতে পারবে। রাহুল দ্রাবিড়ের (Rahul Dravid) ভারতীয় দলে এখন এটাই ক্যাচলাইন। তাই আসন্ন প্রোটিয়া সফরে ছন্দে ফিরতে আগে থেকেই ঘাম ঝরাতে শুরু করে দিলেন ভারতের ২ সিনিয়র ক্রিকেটার, রাহানে ও পূজারা। সময়টা একেবারেই ভালো যাচ্ছে না অজিঙ্কা রাহানের (Ajinkya Rahane)। দীর্ঘদিন রানের মধ্যে নেই। চূড়ান্ত অফ ফর্মে থাকা রাহানে শেষ বার রান পেয়েছিলেন অস্ট্রেলিয়া সফরে। সেই শতরানের পর রানের খরার মধ্যে দিয়েই যাচ্ছেন তিনি। কানপুর টেস্টের পর হ্যামস্ট্রিংয়ের চোটের জন্য মুম্বই টেস্টে দল থেকে বাদ পড়েছিলেন। দক্ষিণ আফ্রিকা সফরে যাওয়া নিয়েও তৈরি হয়েছিল সংশয়। কেড়ে নেওয়া হয়েছে সহ অধিনায়কের পদও। প্রোটিয়া সফরে রানে ফিরতে মরিয়া রাহানে।

দক্ষিণ আফ্রিকা (South Africa) উড়ে যাওয়ার আগে নেট সেশনে ঘাম ঝরাতে শুরু করে দিলেন অজিঙ্কা রাহানে। আসন্ন প্রোটিয়া সফরই হয়তো তাঁর কাছে অ্যাসিড টেস্ট। রান না পেলে দল থেকে বাদ পড়তে পারেন। নেট সেশনে ব্যাটিং করার ভিডিও নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে পোস্ট করেন রাহানে। ২০১৯ সালে ৮ ম্যাচে ৬৪২ রান করেছিলেন তিনি। ব্যাটিং গড় ৭১.৩৩। তার পরের ৪ ম্যাচেই ব্যাটিং গড় নেমে যায় ৩৮.৮৫-এ। এ বছর ১২ ম্যাচে এখনও অবধি তাঁর সংগ্রহ ৪১১ রান। ব্যাটিং গড় ১৯.৫৭। শেষ ১০ ইনিংসে মাত্র দু’বার ২০-এর উপর রান করেছেন। দেশের হয়ে ৭৯ টেস্ট খেলা ফেলা রাহানের কাছে প্রোটিয়া সফর যে চ্যালেঞ্জিং হতে চলেছে তা বলার অপেক্ষা রাখে না।

অন্যদিকে দক্ষিণ আফ্রিকা সফরের জন্য অনুশীলন শুরু চেতেশ্বর পূজারার (Cheteshwar Pujara)। মাঠে ঘাম ঝরানোর ভিডিও পোস্ট পূজারার। রাহানের মতো তিনিও দীর্ঘদিন রানের মধ্যে নেই। দক্ষিণ আফ্রিকা সফর তাঁর কাছেও অন্যতম চ্যালেঞ্জিং হতে চলেছে। ইংল্যান্ড সফরে ২টো হাফসেঞ্চুরি ছাড়া সাম্প্রতিক অতীতে বলার মতো রান আসেনি তাঁর ব্যাট থেকে। ২০১৯-এর জানুয়ারির পর আর সেঞ্চুরির মুখ দেখেননি। শ্রেয়স আইয়ার, সূর্যকুমার যাদবরা লাইনে দাঁড়িয়ে আছেন। ব্যর্থ হলেই, দল থেকে বাদ পড়তে পারেন যে কেউই।

আরও পড়ুন: IOA Elections: অলিম্পিক সংস্থার নির্বাচনে লড়তে পারেন রাজনাথ সিংয়ের ছেলে