মুম্বই: ইংল্যান্ড (England) সফর থেকে টানা বায়ো-বাবলে (Bio Bubble) বিরাট-বুমরা-সামিরা। কোভিড পরিস্থিতির জন্য বলয়ে থেকেই টানা খেলতে হচ্ছে রোহিতদের। ইংল্যান্ড সফরের পর আইপিএল, তারপর বিশ্বকাপ। বিরাট কোহলি (Virat Kohli), জসপ্রীত বুমরা (Jasprit Bumrah) থেকে বোলিং কোচ ভরত অরুণ (Bharat Arun), সবার মুখেই বাবল ক্লান্তির কথা।
টানা বাবলে থাকার ফলেই কি বিশ্বকাপে (T20 World Cup) ভারতীয় দলের এই খারাপ পারফরম্যান্স? প্রশ্ন উঠছে অনেকদিন ধরেই। গতকাল বোলিং কোচ ভরত অরুণ (Bharat Arun) তো বলেই দেন, আইপিএল আর বিশ্বকাপের মাঝে কিছুদিনের বিশ্রামের প্রয়োজন ছিল ক্রিকেটারদের। এ বিষয়টিকে মোটেই ভালো ভাবে নেয়নি ভারতীয় ক্রিকেট বোর্ড। বোর্ডের এক কর্তার জবাব, ‘আইপিএল (IPL) খেলার জন্য কেউ জোরাজুরি করেনি বিরাট-বুমরাদের। বিশ্বকাপের কথা ভেবে আইপিএল থেকে নিজেদের সরে দাঁড়ানো উচিত ছিল তাদের। বোর্ড তাদের সবরকম ভাবে সহযোগিতা করেছে। এমনকি পরিবারের সদস্যদেরও ক্রিকেটারদের সঙ্গে রাখার বন্দোবস্ত করেছে। কোভিডের জন্যই এ রকম পরিস্থিতির শিকার হয়েছি আমরা সবাই।’
ভারত-নামিবিয়া ম্যাচের আগে বোলিং কোচ ভরত অরুণ (Bharat Arun) বলেন, ‘প্রায় ৬ মাস ধরে বাড়ির বাইরে ক্রিকেটাররা। এমন কি আইপিএল মাঝপথে স্থগিত হয়ে যাওয়ার সময়ও বাড়িতে যেতে পারেনি তারা। প্রায় ৬ মাস ধরে বাবলেই রয়েছে ক্রিকেটাররা। এটা সত্যিই খুব ক্লান্তির। আইপিএল আর বিশ্বকাপের মাঝে কিছুদিনের বিরতি দিলে ক্রিকেটারদের জন্য ভালো হত।’
কোভিডের জন্যই সেপ্টেম্বর-অক্টোবরে মরুশহরে আইপিএল অনুষ্ঠিত হয়। সৌরভের বোর্ড চেয়েছিল বিশ্বকাপের আগে আইপিএল খেলে যাতে প্রস্তুতি সেরে ফেলতে পারেন বিরাট-রোহিতরা। কিন্তু টানা বাবলে থাকায় মানসিক ভাবে ক্লান্ত জসপ্রীত বুমরা (Jasprit Bumrah), লোকেশ রাহুলরা (KL Rahul)। ক্রিকেটাররা আঙুল তুলছেন বোর্ডের দিকে। বোর্ড দোষারোপ করছে ক্রিকেটারদের। ব্যর্থতার দায় আসলে ঠিক কার সেই উত্তরই খুঁজছে দেশের ক্রিকেটমহল।
আরও পড়ুন: T20 World Cup 2021: নিয়মরক্ষার ম্যাচে জিতে কাপ অভিযান শেষ করতে চায় কোহলিব্রিগেড