T20 World Cup 2021: নিয়মরক্ষার ম্যাচে জিতে কাপ অভিযান শেষ করতে চায় কোহলিব্রিগেড

রবিবার ভারত মাঠে নামেনি। নিউজিল্যান্ড-আফগানিস্তান ম্যাচের ওপরই নির্ভর করছিল ভারতের সেমিফাইনাল ভাগ্য। সেই ম্যাচে আফগানদের হারিয়ে বিরাটদের স্বপ্ন ভেঙে চুরমার করে দিল কিউয়িরা। আজ ভারত-নামিবিয়া ম্যাচটা শুধুই নিয়মরক্ষার।

T20 World Cup 2021: নিয়মরক্ষার ম্যাচে জিতে কাপ অভিযান শেষ করতে চায় কোহলিব্রিগেড
T20 World Cup 2021: নিয়মরক্ষার ম্যাচে জিতে কাপ অভিযান শেষ করতে চায় কোহলিব্রিগেড
Follow Us:
| Edited By: | Updated on: Nov 08, 2021 | 9:01 AM

দুবাই: টি-২০ বিশ্বকাপ (T20 World Cup) অভিযান শুরু করার আগেই ভারত অধিনায়ক বিরাট কোহলি (Virat Kohli) ঘোষণা করেছিলেন, এই বিশ্বকাপেই তিনি শেষ বার ভারতকে (India) টি-২০ (T-20) ফর্ম্যাটে নেতৃত্ব দেবেন। আইসিসির (ICC) টুর্নামেন্টের কোনও ট্রফি ভারতকে এনে দিতে পারেনি ক্যাপ্টেন কোহলি। এ বারের বিশ্বকাপ শুরুর আগে দেশ-বিদেশের নানা প্রাক্তন ক্রিকেটাররা ভারতকে ফেভারিট ধরেছিল। সেই ভারত চিরশত্রু পাকিস্তানের কাছে হেরে কাপ যাত্রা শুরু করেছিল। তারপর নিউজিল্যান্ডের বিরুদ্ধেও জুটেছিল হার। দুটো ম্যাচে হেরে সেমিফাইনালে অঙ্ক জটিল করে ফেলে টিম ইন্ডিয়া। তারপর দুটো ম্যাচে জিতলেও ভারতের ভাগ্য ঝুলঝিল কিউয়িদের হাতে। ২০১৯ বিশ্বকাপের সেমিফাইনাল। ২০২১ সালে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল। এ বার ২০২১ টি-২০ বিশ্বকাপ। এক নিউজিল্যান্ডে বারবার মাত টিম ইন্ডিয়া। রবিবার ভারত মাঠে নামেনি। নিউজিল্যান্ড-আফগানিস্তান ম্যাচের ওপরই নির্ভর করছিল ভারতের সেমিফাইনাল ভাগ্য। গোটা ভারত একটাই ফলাফল চাইছিল, কিউয়িদের হার ও আফগানদের জয়। ক্রিকেটের হিসেবে যেটা কিন্তু অঘটন। তবে সে সুযোগ দিল না উইলিয়ামসনের দল। আফগানিস্তানকে ৮ উইকেটে হারিয়ে শেষ চারে চলে গেল নিউজিল্যান্ড। এবং ভারতের সেমিফাইনালে পৌঁছনোর স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গেল। আজ ভারত-নামিবিয়া ম্যাচটা শুধুই নিয়মরক্ষার।

বিশ্বকাপের গ্রুপ পর্বের প্রথম দুটো ম্যাচে পাকিস্তান ও নিউজিল্যান্ডের কাছে হেরে ব্যাক ফুটে চলে গিয়েছিলেন কোহলির দল। এর পর আফগানিস্তান ও স্কটল্যান্ডকে হারিয়ে রানরেটের হিসেবটা পরিস্কার রেখেছিলেন রোহিতরা। কিন্তু সেই হিসেবে যে সেমিফাইনালের টিকিট পাওয়া গেল না। আট পয়েন্ট নিয়ে শেষ চারে পৌঁছে গিয়েছে জিমি নিসমরা। ভারত সুপার-১২ এ নিজেদের শেষ ম্যাচে হারিয়ে কাপ যাত্রা শেষ করতে চায়। নামিবিয়া এই টুর্নামেন্টের গ্রুপ পর্বের ৪টি ম্যাচে খেলেছে। যার মধ্যে ট্র্যাম্পেলম্যানদের জয় মাত্র একটি ম্যাচে। ৪ ম্যাচের একটিতে জিতে লিগ টেবলের পাঁচ নম্বরে রয়েছে নামিবিয়া। নেট রান রেটে কিউয়িদের থেকে এগিয়ে রয়েছে ভারত। নিউজিল্যান্ডের নেট রান রেট +১.১৬২। এবং ভারতের নেট রান রেট +১.৬১৯। কিন্তু রোহিতদের কপাল পুড়েছে ম্যাচ পয়েন্টে।

টি-২০ বিশ্বকাপে এর আগে কোনও দিন ভারত-নামিবিয়ার সাক্ষাৎ হয়নি। তবে ২০০৩ সালের ৫০ ওভারের বিশ্বকাপে মুখোমুখি হয়েছিল ভারত ও নামিবিয়া। সেই ম্যাচে বড় ব্যবধানে জিতেছিল সৌরভ গঙ্গোপাধ্যায়ের ভারত। ১৮টি চার দিয়ে ১৫২ রানের দুরন্ত ইনিংস সাজিয়েছিলেন সচিন তেন্ডুলকর। ওই সময়ের ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় ১১২ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়েন। এ বারের টি-২০ বিশ্বকাপে প্রথম বার বিরাট কোহলির ভারতের বিরুদ্ধে খেলতে নামবে নামিবিয়া। ঈগলসদের বিরুদ্ধে আন্তর্জাতিক ক্রিকেটের ক্ষুদ্রতম ফর্ম্যাটে ক্যাপ্টেন হিসেবে শেষ বার মাঠে নামতে চলেছেন বিরাট কোহলি। কাপ স্বপ্ন শেষ হলেও শেষ ম্যাচে জেতাই একমাত্র লক্ষ্য কোহলিদের।