IPL 2022: উদ্বোধনী অনুষ্ঠান নেই, সোশ্যাল মিডিয়ায় ক্ষোভের মুখে বোর্ড-ব্রডকাস্টার চ্যানেল

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Mar 25, 2022 | 5:00 PM

গত তিন বছর আইপিএলে শুরুর আগে কোনও উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়নি। এমনকি জানা গিয়েছে, এ বারও কেকেআর বনাম সিএসকে উদ্বোধনী ম্যাচের আগে হবে না ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের উদ্বোধনী অনুষ্ঠান। আর তাতেই চটেছে নেটনাগরিকরা।

IPL 2022: উদ্বোধনী অনুষ্ঠান নেই, সোশ্যাল মিডিয়ায় ক্ষোভের মুখে বোর্ড-ব্রডকাস্টার চ্যানেল
জানা গিয়েছে এ বছরও হবে না আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠান
Image Credit source: Twitter

Follow Us

কলকাতা: করোনা (COVID 19) আবহেই শুরু হতে চলেছে ভারতের কোটিপতি লিগ। মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে গত বারের চ্যাম্পিয়ন ও রানার্স দল মুখোমুখি হতে চলেছে। কিন্তু তার আগেই নেটদুনিয়ায় সরব আইপিএলপ্রেমীরা। তাদের আঙুল উঠছে বিসিসিআইয়ের (BCCI) দিকে এবং ব্রডকাস্টার চ্যানেলের দিকেও। কিন্তু কারণ কী? আসল ঘটনা হল, আইপিএল (IPL 2022) মানেই টানটান উত্তেজনা। জাকজমকে পরিপূর্ণ। ২০০৮ সাল থেকে ধারাবাহিকভাবে ক্রিকেট আর গ্ল্যামারের সংমিশ্রণ দেখিয়েছে আইপিএলের মতো ফ্র্যাঞ্চাইজি লিগ। একাধিক দলের মালিকানার সঙ্গে যুক্ত রয়েছেন বলিউডের সুপারস্টাররাও। আইপিএল শুরু হওয়ার আগে বর্নাঢ্য অনুষ্ঠান করার রীতি ছিল। কিন্তু গত তিন বছর আইপিএলে শুরুর আগে কোনও উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়নি। এমনকি জানা গিয়েছে, এ বারও কেকেআর বনাম সিএসকে উদ্বোধনী ম্যাচের আগে হবে না ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের উদ্বোধনী অনুষ্ঠান। আর তাতেই চটেছে নেটনাগরিকরা।

এর আগে ২০১৯ সালে পুলওয়ামা হামলাতে ভারতীয় সেনাদের মৃত্যুর কারণে বন্ধ রাখা হয়েছিল আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠান। সেই অনুষ্ঠান আয়োজন করার অর্থ তুলে দেওয়া হয়েছিল নিহতদের পরিবারের হাতে। এর পর গত দু’বছর করোনার কারণে আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করেনি বোর্ড। কিন্তু এ বার দেশের মাঠে ফিরছে আইপিএল। এবং ম্যাচ দেখার সুযোগও পাবে ২৫% দর্শকরা। তা সত্ত্বেও আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠান বাতিল করায় ফ্যানেরা ক্ষোভ উগরে দিয়েছে বিসিসিআই ও ব্রডকাস্টারের প্রতি।

আইপিএল ২০২২ এর উদ্বোধনী অনুষ্ঠান বাতিল করার বিষয়ে ফ্যানেদের প্রতিক্রিয়া দেখুন…

ক্রিকেটপ্রেমীদের মতে, একটা বাড়তি পাওনা হত আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠান। তাদের বিনোদনে কেন কোপ বসিয়েছে বিসিসিআই। এমনকি এক টুইটারেত্তি তো জানতে চাইছেন, টাকা বাঁচিয়ে কী করতে চলেছে বোর্ড?

আইপিএলের পুরনো সংস্করণের উদ্বোধনী অনুষ্ঠানের ঝলক তুলে ধরেও একাধিক টুইটারেত্তিরা প্রশ্ন তুলে দিয়েছে সৌরভ গঙ্গোপাধ্যায়ের বোর্ডের দিকে।

কেউ কেউ আবার আইপিএলের বর্তমান সম্প্রচারকারী চ্যানেলকেও তুলোধনা করতে ছাড়েননি। পাশাপাশি ব্রডকাস্টার চ্যানেলের বিজ্ঞাপনের মান, থিম সং নিয়েও প্রশ্ন তুলেছেন টুইটারেত্তিরা।

আরও পড়ুন: IPL 2022: মুম্বই পল্টনকে তাতাতে টিম হোটেলে পৌঁছে কী সারপ্রাইজ পেলেন সচিন তেন্ডুলকর?

আরও পড়ুন: KKR IPL 2022 Live Updates: জানুন দিনভর নাইটদের খুঁটিনাটি খবর

আরও পড়ুন: IPL 2022: আইপিএলের কোন দলের জার্সি রাখবেন আপনার কালেকশনে, দেখুন ছবিতে

Next Article