মুম্বই: কোভিড (COVID-19) সংক্রমণে প্রতিদিন নতুন রেকর্ড গড়ছে দেশ। শনিবার ১ লক্ষ ৪৫ হাজারের বেশি মানুষ নতুন করে করোনায় সংক্রমিত হয়েছেন। এই অবস্থায় শুরু হয়েছে আইপিএল (IPL)। মাঠে দর্শক প্রবেশে নো এন্ট্রি। আইপিএল ঘোষণার সময় বোর্ড (BCCI) জানিয়েছিল প্রথম পর্বে মাঠে ঢুকতে পারবেন না দর্শকরা। দ্বিতীয় পর্বে অবস্থা বুঝে সিদ্ধান্ত। কিন্তু বর্তমানে যা পরিস্থিতি তাতে দ্বিতীয় পর্বেও মাঠে দর্শকরা কোনও অবস্থাতেই ঢুকতে পারবেন না।
তবে নো এন্ট্রি শুধু দর্শকদের জন্য়ই নয়, ফ্রাঞ্চাইজি কর্তাদেরও মাঠে ঢোকার ওপরও পড়তে চলেছে নিয়মের জাল। ওয়াংখেড়ে স্টেডিয়ামে (Wankhede Stadium) ফ্রাঞ্চাইজি কর্তাদের ঢুকতেও দেখাতে হবে কোভিড নেগেটিভ রিপোর্ট। সেই রিপোর্ট হতে হবে ৪৮ ঘন্টা আগের। পাশাপাশি র্যাপিড টেস্টর রিপোর্ট হলে চলবে না, দেখাতে হবে আরটিপিসিআর (RT-PCR) পরীক্ষার রিপোর্ট। যারা ভ্যাকসিন নিয়েছেন তাদেরও দেখাতে হবে নেগেটিভ রিপোর্ট।
আরও পড়ুন: IPL 2021: বিরাটের টিমে এখনও সম্পদ এবিডি
আইপিএলের বায়ো বাবলেও হানা দিয়েছে কোভিড ১৯। দলগুলির অনুশীলন পর্ব শুরু করার পর থেকেই একে একে সংক্রমণের খবর পাওয়া যায়। নাইটদের নীতিশ রানা, দিল্লির অক্ষর প্যাটেল, আরসিবির দেবদত্ত পাড়িক্কল, ড্যানিয়েল স্যামস, মুম্বই ইন্ডিয়ান্সের উইকেট কিপিং কনসালটেন্ট কিরণ মোরে সহ ওয়াংখেড়ে স্টেডিয়ামের প্রায় ১৫ জন কর্মী করোনা আক্রান্ত হয়েছেন। কিছুটা হলেও আতঙ্ক সঙ্গে নিয়েই শুক্রবার শুরু হয়েছে আইপিএল ১৪। টুর্নামেন্ট কোভিড নিরাপত্তায় মুড়ে ফেলতে মরিয়া বোর্ড।