কলকাতা: ভারতের দক্ষিণ আফ্রিকা (South Africa) সফর ঘিরে এখনও চূড়ান্ত কোনও সিদ্ধান্ত হয়নি। ১৭ ডিসেম্বর থেকে ভারত (India)-দক্ষিণ আফ্রিকা (South Africa) সিরিজ। আগামী ৫-৬ দিনের মধ্যেই প্রোটিয়া সফরে উড়ে যাওয়ার কথা বিরাট কোহলিদের (Virat Kohli)। শোনা যাচ্ছে, এক সপ্তাহ পিছিয়ে যেতে পারে ভারতের প্রোটিয়া সফর। কমতে পারে টেস্ট সিরিজের সংখ্যাও। তবে অধিকাংশ ক্রিকেটারই ওমিক্রন (Omicron) আতঙ্কে দক্ষিণ আফ্রিকায় যেতে চাইছেন না। স্বীকার করে নিলেন বোর্ডের এক কর্তাও।
আগামিকাল শহরে বোর্ডের (BCCI) বার্ষিক সাধারণ সভা (AGM)। সেই সভাতেই হয়তো ভারতের প্রোটিয়া সফর ঘিরে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে। ৯ ডিসেম্বর দক্ষিণ আফ্রিকা উড়ে যাওয়ার কথা ভারতীয় ক্রিকেটারদের। তবে প্রোটিয়া সফরের জন্য এখনও ভারতীয় দল ঘোষণা হয়নি। বোর্ডের এক কর্তা বলেন, ‘এটা ঠিক, বেশ কয়েকজন ক্রিকেটারই দক্ষিণ আফ্রিকায় খেলতে চাইছে না। বোর্ডও ক্রিকেটারদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে। প্রোটিয়া সফর ঘিরে দেশের স্বাস্থ্যমন্ত্রকের সঙ্গেও কথা বলছে বিসিসিআই। দু-একদিনের মধ্যেই হয়তো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।’
গতকালই ভারত অধিনায়ক বিরাট কোহলি বলেন, ‘আমরা সাধারণ সময়ে ক্রিকেট খেলছি না। একটা সিরিজের আগে অনেক রকম পরিকল্পনা তৈরি করতে হয়। অনেক প্রস্তুতি নিতে হয়। এমন অনেক ক্রিকেটাররা আছেন, যারা এই মুহূর্তে দলের সঙ্গে নেই কিন্তু দক্ষিণ আফ্রিকা সফরের আগে দলের সঙ্গে যোগ দেবে। একসঙ্গে বাবলে থাকবে। বোর্ডের কাছ থেকে পরিষ্কার বার্তা চাই। এখনও আমাদের কাছে স্পষ্ট কোনও বার্তা আসেনি। দলের সিনিয়র ক্রিকেটাররাও আলোচনা করছি। কোচও আমাদের সঙ্গে এ বিষয়ে কথা বলছে।’
ভারতের প্রোটিয়া সফর ঘিরে অনিশ্চয়তা তৈরি হলেও দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ডের তরফ থেকে সম্পূর্ণ সুরক্ষার আশ্বাস দেওয়া হয়েছে। সে দেশের ক্রিকেট বোর্ডের সঙ্গে যোগাযোগ রাখছে বিসিসিআইও (BCCI)। ভারতের প্রোটিয়া সফর বাতিল আর্থিক ক্ষতির মুখে পড়বে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ডও।
আরও পড়ুন: India vs New Zealand: কিউয়ি শিবিরে বড়সড় ধাক্কা, কুনুইয়ের চোটে ২য় টেস্ট থেকে ছিটকে গেলেন উইলিয়ামসন