Hardik Pandya: পুরোদমে চলছে রিহ্যাব পর্ব, জানা গেল ২২ গজে কবে ফিরছেন হার্দিক পান্ডিয়া
Hardik Pandya Health Update: দেশের মাটিতে হওয়া ওডিআই বিশ্বকাপে বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচে চোট পেয়েছিলেন হার্দিক পান্ডিয়া। তারপর থেকে তিনি মাঠের বাইরে। বিশ্বকাপের পর ভারতীয় দল ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-২০ সিরিজে খেলেছে। সেখানেও খেলতে পারেননি হার্দিক। ২০২২ সালের টি-২০ বিশ্বকাপের পর থেকে ভারতীয় দলের টি-২০ ফর্ম্যাটে নেতা হিসেবে হার্দিককেই দেখা গিয়েছে। আপাতত চোটের কারণে মাঠের বাইরে তিনি।

মুম্বই: ভারতীয় ক্রিকেট প্রেমীদের জন্য সুখবর। নতুন বছরেই ২২ গজে ফিরতে চলেছেন দলের তারকা অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া (Hardik Pandya)। এই সুখবর শোনালেন বিসিসিআই (BCCI) সচিব জয় শাহ। দেশের মাটিতে হওয়া ওডিআই বিশ্বকাপে বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচে চোট পেয়েছিলেন হার্দিক পান্ডিয়া। তারপর থেকে তিনি মাঠের বাইরে। বিশ্বকাপের পর ভারতীয় দল ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-২০ সিরিজে খেলেছে। সেখানেও খেলতে পারেননি হার্দিক। ২০২২ সালের টি-২০ বিশ্বকাপের পর থেকে ভারতীয় দলের (Team India) টি-২০ ফর্ম্যাটে নেতা হিসেবে হার্দিককেই দেখা গিয়েছে। কিন্তু বিশ্বকাপের পর হওয়া অজি সিরিজে তাঁর বদলে সূর্যকুমার যাদবকে অধিনায়ক হিসেবে দেখা গিয়েছে। বর্তমানে পুরোদমে রিহ্যাব করছেন হার্দিক। এরই মাঝে তাঁর অনুরাগী এবং ভারতীয় ক্রিকেট প্রেমীদের ‘খুশ-খবর’ শোনালেন জয় শাহ। ঠিক কবে বাইশ গজে প্রত্যাবর্তন হবে হার্দিকের? বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।
বিশ্বকাপের পর দেশের মাটিতে হওয়া অস্ট্রেলিয়া সিরিজ ছাড়াও হার্দিক দক্ষিণ আফ্রিকা সফরেও যেতে পারেননি। বর্তমানে তিনি রিহ্যাব পর্ব কাটাচ্ছেন। তাঁর অনুরাগীদের মনে একটাই প্রশ্ন, প্রিয় তারকা কবে মাঠে ফিরছেন। এ বার সেই প্রশ্নের উত্তর দিলেন বিসিসিআই সেক্রেটারি জয় শাহ। মুম্বইয়ে হওয়া ডব্লিউপিএলের নিলামে জয় শাহ সংবাদ সংস্থা পিটিআইয়ের সঙ্গে কথা বলার সময় জানান, আগামী বছরের শুরুতেই বাইশ গজে প্রত্যাবর্তন হতে চলেছে। ২০২৪ সালের জানুয়ারিতে আফগানিস্তানের বিরুদ্ধে টি-২০ সিরিজ রয়েছে ভারতের। তার আগেই জাতীয় দলে হার্দিকের ফেরার কথা জানিয়েছেন বোর্ড সচিব।
জয় শাহ বলেন, ‘হার্দিক পান্ডিয়ার শারীরিক অবস্থা আমরা নিয়মিত পর্যবেক্ষণ করছি। ও এখন এনসিএতে রয়েছে। কঠোর পরিশ্রম করছে। পুরোপুরি ফিট হয়ে গেলে সকলকে জানিয়ে দেওয়া হবে। তবে আমরা আশা করছি ও আফগানিস্তানের বিরুদ্ধে সিরিজের আগেই ফিট হয়ে উঠবে।’
হার্দিকের অনুপস্থিতিতে ভারতের টি-২০ ফর্ম্যাটের দায়িত্ব বর্তেছে সূর্যকুমার যাদবের উপর। বিশ্বকাপের শেষে অস্ট্রেলিয়া সিরিজে নেতৃত্ব দেওয়ার পর তিনি প্রোটিয়া সফরেও গিয়েছেন ভারতের টি-২০ ফর্ম্যাটের নেতা হয়ে। আজ সুপার সানডের সন্ধেয় সুদূর দক্ষিণ আফ্রিকায় এইডেন মার্কব়্যামের দলের বিরুদ্ধে অ্যাকশনে দেখা যাবে সূর্যকুমার যাদবের ভারতকে।





