AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

India vs Bangladesh: বাংলাদেশের প্রস্তাব প্রত্যাখান, দ্বিপাক্ষিক সিরিজ ও বিশ্বকাপের পরিস্থিতি জানালেন বোর্ড সচিব জয় শাহ

ভারতের মাটিতে বাংলাদেশ সিরিজ নিয়ে পরিস্থিতি জানালেন বোর্ড সচিব জয় শাহ (Jay Shah)। শুধু তাই নয়, অক্টোবরে বাংলাদেশে হওয়ার কথা মহিলাদের টি-টোয়েন্টি বিশ্বকাপ। ভারতের কাছে তা আয়োজনের প্রস্তাব নিয়ে এসেছিল বাংলাদেশ। কী উত্তর দিয়েছে বোর্ড?

India vs Bangladesh: বাংলাদেশের প্রস্তাব প্রত্যাখান, দ্বিপাক্ষিক সিরিজ ও বিশ্বকাপের পরিস্থিতি জানালেন বোর্ড সচিব জয় শাহ
India vs Bangladesh: বাংলাদেশ সিরিজ, টি-টোয়েন্টি বিশ্বকাপ; পরিস্থিতি জানালেন বোর্ড সচিব জয় শাহ
| Updated on: Aug 15, 2024 | 3:30 PM
Share

কলকাতা: আর ঠিক মাসখানেক পর শুরু দেশের মাটিতে রয়েছে ভারত-বাংলাদেশ (India vs Bangladesh) টেস্ট সিরিজ। খাতায়-কলমে দেখলে বাকি আর ৩৪ দিন। কারণ ১৯ সেপ্টেম্বর ভারত-বাংলাদেশ প্রথম টেস্টের শুভারম্ভ। গত কয়েকদিন ধরে বাংলাদেশের পরিস্থিতি উত্তাল। হাসিনা সরকারের পতন হয়েছে। সে দেশে নতুন অন্তর্বতীকালীন সরকার গঠন হয়েছে। যার আঁচ ক্রীড়াক্ষেত্রেও যে লাগতে পারে, এমন আশঙ্কা করা হচ্ছে ক্রিকেট মহলে। এ বার ভারতের মাটিতে বাংলাদেশ সিরিজ নিয়ে পরিস্থিতি জানালেন বোর্ড সচিব জয় শাহ (Jay Shah)। শুধু তাই নয়, অক্টোবরে বাংলাদেশে হওয়ার কথা মহিলাদের টি-টোয়েন্টি বিশ্বকাপ। ভারতের কাছে তা আয়োজনের প্রস্তাব নিয়ে এসেছিল বাংলাদেশ। কী উত্তর গিয়েছে বিসিসিআইয়ের পক্ষ থেকে?

সর্বভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে নানা বিষয়ে কথা বলেছেন বোর্ড সেক্রেটারি। সেখানে তাঁর সামনে প্রশ্ন রাখা হয় বাংলাদেশ সিরিজ নিয়ে উদ্বেগ করার মতো পরিস্থিতি কি তৈরি হয়েছে? উত্তরে বিসিসিআই সেক্রেটারি জয় শাহ বলেন, ‘না এখনও পর্যন্ত তেমন কিছু হয়নি। সেখানে সদ্য নতুন সরকার গঠিত হয়েছে। কোনও সমস্যা থাকলে ওরা নিশ্চয়ই আমাদের সঙ্গে যোগাযোগ করবে। যদি ওরা সেটা না করে, আমি অবশ্যই ওদের সঙ্গে বিষয়টা নিয়ে আলোচনা করব। আমাদের জন্য বাংলাদেশ সিরিজ খুবই গুরুত্বপূর্ণ। আমরা তা আয়োজনের যথাসাধ্য চেষ্টা করব।’

অক্টোবরে বাংলাদেশের মাটিতে মেয়েদের টি-২০ বিশ্বকাপ অনুষ্ঠিত হওয়ার কথা। সে দেশে নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। ভারত কি মহিলাদের বিশ্বকাপ আয়োজনের কথা ভাবছে? এই প্রশ্নের উত্তরে জয় শাহ বলেন, ‘ওরা বিসিসিআইকে এই বিষয়ে জিজ্ঞাসা করেছিল। আমরা বিশ্বকাপ আয়োজন করতে পারি কিনা? কিন্তু আমি স্পষ্ট ভাবে সেই প্রস্তাব প্রত্যাখান করেছি। এখানে বর্ষার মরসুম থাকবে। এবং পরের বছর আমরা মহিলাদের ওডিআই বিশ্বকাপ আয়োজন করব। আমি এমন আভাস দিতে চাই না, যাতে মনে হয় আমরা টানা বিশ্বকাপ আয়োজন করতে চাই।’