Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Rohit Sharma: কুড়ি-বিশের বিশ্বকাপে নেতা রোহিতে কি আস্থা রাখবে ভারত? জয় শাহ দিলেন বড় আপডেট

T20 World Cup 2024: রোহিত শর্মার (Rohit Sharma) নেতৃত্বে ভারতীয় টিম ওডিআই বিশ্বকাপে চমৎকার পারফর্ম করেছিল। টানা ১০ ম্যাচ জিতে টুর্নামেন্টের ফাইনালে উঠেছিল মেন ইন ব্লু। কিন্তু বিশ্বকাপ জেতা হয়নি টিম ইন্ডিয়ার। ২০২৪ সালে আরও একটা বিশ্বকাপ। এ বার টি-২০ বিশ্বকাপ (T20 World Cup)। সেই বিশ্বকাপে কি রোহিত শর্মাকে অধিনায়কের ভূমিকায় দেখা যাবে?

Rohit Sharma: কুড়ি-বিশের বিশ্বকাপে নেতা রোহিতে কি আস্থা রাখবে ভারত? জয় শাহ দিলেন বড় আপডেট
২০২৪ টি-২০ বিশ্বকাপে রোহিতই কি ভারতের অধিনায়ক?
Follow Us:
| Edited By: | Updated on: Dec 10, 2023 | 12:06 PM

মুম্বই: রোহিত শর্মার (Rohit Sharma) নেতৃত্বে ভারতীয় টিম ওডিআই বিশ্বকাপে চমৎকার পারফর্ম করেছিল। টানা ১০ ম্যাচ জিতে টুর্নামেন্টের ফাইনালে উঠেছিল মেন ইন ব্লু। কিন্তু বিশ্বকাপ জেতা হয়নি টিম ইন্ডিয়ার। ২০২৪ সালে আরও একটা বিশ্বকাপ। এ বার টি-২০ বিশ্বকাপ (T20 World Cup)। সেই বিশ্বকাপে কি রোহিত শর্মাকে অধিনায়কের ভূমিকায় দেখা যাবে? তা নিয়ে বিস্তর আলোচনা চলছে। আগামী বিশ্বকাপ শুরু হতে ছয় মাস মতো দেরি রয়েছে। কিন্তু নেতা রোহিতে ভারতীয় টিম ম্যানেজমেন্ট আস্থা রাখবে কিনা, তা নিয়ে আলোচনা উত্তোরত্তর বাড়ছেই। এই পরিস্থিতিতে ভারতীয় বোর্ডের সভাপতি জয় শাহ দিলেন বড় আপডেট। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।

কয়েকদিন আগে হিন্দি সংবাদপত্র দৈনিক জাগরন জানিয়েছিল, দক্ষিণ আফ্রিকা সফরে যাওয়ার আগে বিসিসিআইয়ের সঙ্গে ম্যারাথন মিটিংয়ে যোগ দিয়েছিলেন রোহিত শর্মা। সেখানে রোহিত বোর্ড কর্তা ও নির্বাচকদের নাকি সরাসরি জানতে চেয়েছিলেন, তাঁকে কি আগামী টি-২০ বিশ্বকাপের জন্য ভাবা হচ্ছে? চলতি বছরে রোহিত শর্মা এবং বিরাট কোহলি একটিও আন্তর্জাতিক টি-২০ ম্যাচ খেলেননি। শেষ তাঁরা দু’জন ২০২২ সালের টি-২০ বিশ্বকাপে খেলেছিলেন। আজ, রবিবার শুরু হচ্ছে ভারত-দক্ষিণ আফ্রিকা টি-২০ সিরিজ। এই সিরিজ থেকে বিশ্রাম নিয়েছেন বিরাট ও রোহিত।

শনিবার মুম্বইয়ে বসেছিল উইমেন্স প্রিমিয়ার লিগের নিলাম। সেই নিলামের ফাঁকে আগামী টি-২০ বিশ্বকাপে ভারতের অধিনায়ক কে হবে, এই প্রসঙ্গে বিসিসিআই সচিব জয় শাহ বলেন, ‘এখনই স্বচ্ছতার কী দরকার? টি-টোয়েন্টি বিশ্বকাপ জুনে শুরু হবে। তার আগে আইপিএল এবং আফগানিস্তানের বিরুদ্ধে সিরিজ রয়েছে। আমরা তার আগে একটি ঠিকঠাক সিদ্ধান্তই নেব।’ জয় শাহর এই কথা থেকেই পরিষ্কার, এখনই আগামী টি-২০ বিশ্বকাপের জন্য রোহিত শর্মাকে এখন থেকেই নেতা হিসেবে দেখছে না বোর্ড।  তবে রোহিত যে চব্বিশের বিশ্বকাপে নেতৃত্বের ব্যাটন পাবেন না, তাও সরাসরি বললেন না বিসিসিআই সেক্রেটারি। সরাসরি উত্তর না দিলেও জয় ইঙ্গিত দিয়েছেন, এমনটা হতেই পারে রোহিতের জায়গায় আগামী বিশ্বকাপে অন্য কোনও ক্রিকেটারকে অধিনায়ক হিসেবে দেখা যেতেই পারে।