IND vs PAK: পাকিস্তানের বিরুদ্ধে আর খেলবে না ভারত? বড় বার্তা বিসিসিআইয়ের…

২০১২-১৩ সালের পর থেকে ভারত ও পাকিস্তান এখনও পর্যন্ত কোনও দ্বিপাক্ষিক সিরিজ খেলেনি। ভারত শেষবার ২০০৮ সালে পাকিস্তান সফরে গিয়েছিল। সম্প্রতিতে এই দুই দলই কেবল আন্তর্জাতিক প্রতিযোগিতার সময় মুখোমুখি হয়।

IND vs PAK: পাকিস্তানের বিরুদ্ধে আর খেলবে না ভারত? বড় বার্তা বিসিসিআইয়ের...
পাকিস্তানের বিরুদ্ধে আর খেলবে না ভারত? বড় বার্তা বিসিসিআইয়ের...Image Credit source: PTI

Apr 24, 2025 | 8:00 PM

কলকাতা: কাশ্মীরের পহেলগাঁওয়তে সন্ত্রাস হামলার পরে ভারত ও পাকিস্তানের ক্রিকেট ভবিষৎ এখন বড় প্রশ্নের মুখে। এই ঘটনার পরে বড় পদক্ষেপ নিতে চলেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। বিসিসিআইয়ের সহ-সভাপতি রাজীব শুক্লা জানিয়েছেন যে, কাশ্মীরের পহেলগাঁওয়ে যে সন্ত্রাস হামলা হয়েছে, এর পর ভারত পাকিস্তানের বিরুদ্ধে আর কোনও দ্বিপাক্ষিক সিরিজ খেলবে না।

বোর্ড সদস্য রাজীব শুক্লা বলেছেন, “আমরা ক্ষতিগ্রস্তদের সঙ্গে আছি এবং আমরা এই ঘটনার প্রতি তীব্র নিন্দা করছি। আমাদের সরকার যা বলবে, সেই পথেই হাঁটব। সরকারের নির্দেশের কারণে আমরা পাকিস্তানের সঙ্গে সিরিজ খেলি না। এবং ভবিষ্যতে আমরা পাকিস্তানের সঙ্গে কোনও সিরিজ খেলব না। কিন্তু যখন আইসিসি ইভেন্টের কথা আসে তখন আমরা আইসিসির অনুরোধে খেলতে হয়।”

বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়াও এই হামলায় শোক প্রকাশ করেছেন। তিনি বলেন, “পহেলগাঁওতে ভয়াবহ জঙ্গি হামলায় নিরীহ প্রাণহানির ঘটনায় ক্রিকেট জগৎ গভীর ভাবে মর্মাহত। বিসিসিআইয়ের পক্ষ থেকে এই ভয়াবহ কাজের প্রতি তীব্র নিন্দা জানাচ্ছি। আমি নিহতদের পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছি এবং নিহতদের আত্মার শান্তি কামনা করি।”

২০১২-১৩ সালের পর থেকে ভারত ও পাকিস্তান এখনও পর্যন্ত কোনও দ্বিপাক্ষিক সিরিজ খেলেনি। ভারত শেষবার ২০০৮ সালে পাকিস্তান সফরে গিয়েছিল। সম্প্রতিতে এই দুই দলই কেবল আন্তর্জাতিক প্রতিযোগিতার সময় মুখোমুখি হয়। পাকিস্তান ক্রিকেট দল শেষবার ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপের সময় ভারতে এসেছিল। কয়েক মাস আগেও পাকিস্তানে অনুষ্ঠিত চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচেও খেলতে যায়নি ভারতীয় দল। গতকাল আইপিএলের ম্যাচের আগেও শোকের ছায়া দেখা যায় স্টেডিয়ামে। মুম্বাই ইন্ডিয়ান্স এবং সানরাইজার্স হায়দরাবাদ উভয় দলের খেলোয়াড়রা ম্যাচ শুরুর আগে এক মিনিট নীরবতা পালন করেন এবং কালো আর্মব্যান্ড পরে মাঠে নামেন।