মুম্বই: ইংল্যান্ড ক্রিকেট বোর্ডকে অনুসরণ করার ভাবনা ভারতীয় ক্রিকেট বোর্ডের (BCCI)। কোভিড পরবর্তী সময়ে ক্রিকেটে অনেক বদল এসেছে। তার অন্যতম প্রধান কারণ বায়ো-বাবল। জৈব সুরক্ষা বলয়ে থেকেই টানা ম্যাচ খেলতে হচ্ছে ক্রিকেটারদের। বাবলে বিরক্ত হয়ে পড়ছেন ক্রিকেটাররা। টি-টোয়েন্টি বিশ্বকাপ (T-20 World Cup) চলাকালীনও সেই বাবল বিরক্তির কথা শোনা যায় বিরাট (Virat Kohli)-বুমরাদের (Jasprit Bumrah) মুখে।
বাবল ক্লান্তি থেকে ক্রিকেটারদের রেহাই দিতেই ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের রাস্তায় হাঁটছে বিসিসিআই। ইসিবির মতোই রোটেশনাল পলিসি (Rotational Policy) চালু করছে বোর্ড। নিউজিল্যান্ডের বিরুদ্ধে হোম সিরিজ থেকেই যা কার্যকর হতে চলেছে। বোর্ডের এক কর্তা বলেন, ‘ক্রিকেটারদের বাবল ক্লান্তির দিকে আমাদের নজর দেওয়া উচিত। টানা বলয়ে (Bio Bubble) থেকে ক্রিকেট খেলা অনেকটাই কঠিন। তাই রোটেশনাল পলিসির মাধ্যমেই সমস্ত ক্রিকেটারদের ঘুরিয়ে ফিরিয়ে খেলানোর রাস্তায় হাঁটছি আমরা। নিউজিল্যান্ড সিরিজ থেকেই যা শুরু হচ্ছে। এতে অনেক নতুন ক্রিকেটাররাও উঠে আসবে। টি-টোয়েন্টিতে অনেক ক্রিকেটারদের খেলানোর সুযোগ পাওয়া যাবে। যেখানে টেস্টের জন্য শুধুমাত্র একটা কোর টিম থাকবে।’
পরের বছর অস্ট্রেলিয়ার মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপ। দু’ বছর বাদে দেশের মাঠে ৫০ ওভারের ক্রিকেট বিশ্বকাপ। বাবল ক্লান্তি থেকে ক্রিকেটারদের মুক্তি দিতে এখন থেকেই পরিকল্পনা সাজাচ্ছে বোর্ড। নিউজিল্যান্ড সিরিজের পরই রয়েছে দক্ষিণ আফ্রিকা সফর। সেই সফরকে গুরুত্ব দিতেই নিউজিল্যান্ড সিরিজে অনেক সিনিয়র ক্রিকেটারদের বিশ্রাম দেওয়া হয়েছে। দক্ষিণ আফ্রিকা সফরে ‘এ’ দলের বিরুদ্ধে খেলতে দেবদত্ত পাড়িক্কল, প্রিয়ঙ্ক পাঞ্চাল, কৃষ্ণাপ্পা গৌতমদের পাঠাচ্ছে বোর্ড। এটাও দল তৈরির প্ল্যান ‘বি’।
হনুমা বিহারীর পরিবর্তে শ্রেয়স আইয়ারকে দলে নেওয়া নিয়ে অনেক সমালোচনা চলছে। বোর্ডের এক কর্তা এ প্রসঙ্গে বলেন, ‘ভবিষ্যতের প্রজেক্ট হিসেবেই শ্রেয়সকে দলে নেওয়া হয়েছে। রাহানে-পূজারা এখন আগের মতো তরুণ নেই। ওদের বাবল ক্লান্তির দিকেও নজর দিতে হবে। এমনকি স্পিনাররাও টানা ম্যাচ খেলে আসছে। তাদেরও বিশ্রাম দরকার। তাই জয়ন্ত যাদবকে ব্যাক আপ স্পিনার হিসেবে রাখা হয়েছে।’
আরও পড়ুন: World Cup Qualifiers 2022: ডি মারিয়ার গোলে সুয়ারেজদের হারাল আর্জেন্টিনা