World Cup Qualifiers 2022: ডি মারিয়ার গোলে সুয়ারেজদের হারাল আর্জেন্টিনা

খেলার ৭৬ মিনিটে লিওনেল মেসিকে মাঠে নামান কোচ স্কালোনি। মিনিট পনেরো এলএম টেনকে দেখে নেন তিনি। হাঁটু আর হ্যামস্ট্রিংয়ের চোট সারিয়ে সদ্য ফিট হয়েছেন মেসি। তাই তাঁকে শুরু থেকে খেলিয়ে ঝুঁকি নিতে চাননি।

World Cup Qualifiers 2022: ডি মারিয়ার গোলে সুয়ারেজদের হারাল আর্জেন্টিনা
অ্যাঞ্জেল ডি মারিয়া। ছবি: টুইটার
Follow Us:
| Edited By: | Updated on: Nov 13, 2021 | 1:17 PM

কারাসকো: গতকালই কাতার বিশ্বকাপের (FIFA World Cup) টিকিট নিশ্চিত করে ফেলে ব্রাজিল (Brazil)। দক্ষিণ আমেরিকা অঞ্চল থেকে কাতার বিশ্বকাপের টিকিট জোগাড় করতে মাত্র কয়েক ধাপ দূরে আর্জেন্টিনাও (Argentina)। অ্যাওয়ে ম্যাচে উরুগুয়েকে ১-০ গোলে হারাল কোপা চ্যাম্পিয়নরা।

দলনায়ক লিওনেল মেসিকে (Lionel Messi) বেঞ্চে রেখেই এ দিন দল সাজান কোচ স্কালোনি (Lionel Scaloni)। মেসির জায়গায় শুরু থেকে খেলেন পাওলো দিবালা। খেলার ৭ মিনিটে আর্জেন্টিনার হয়ে জয়সূচক গোল অ্যাঞ্জেল ডি মারিয়ার (Angel Di Maria)। বিপক্ষের বক্সে ঢুকে দুরূহ কোণ থেকে অনবদ্য গোল করে যান আর্জেন্টিনার এই তারকা ফুটবলার। এরপর দুই দুই দল খেলায় অনেক আক্রমণ চালালেও ম্যাচের ফলাফলে আর কোনও পরিবর্তন হয়নি। বরং বেশ কয়েকবার গোল করার মতো জায়গায় চলে যায় উরুগুয়ে। কিন্তু সুয়ারেজ-আলভারেজরা গোল করতে ব্যর্থ হন। আর্জেন্টিনার গোলকিপার এমিলিয়ানো মার্টিনেজও তিন কাঠির নীচে অপ্রতিরোধ্য হয়ে দাঁড়ান। খেলার ৩০ মিনিটে সুয়ারেজের শট পোস্টে লাগে। আলভারেজের শটও লক্ষ্যভ্রষ্ট হয়।

খেলার ৭৬ মিনিটে লিওনেল মেসিকে মাঠে নামান কোচ স্কালোনি। মিনিট পনেরো এলএম টেনকে দেখে নেন তিনি। হাঁটু আর হ্যামস্ট্রিংয়ের চোট সারিয়ে সদ্য ফিট হয়েছেন মেসি। তাই তাঁকে শুরু থেকে খেলিয়ে ঝুঁকি নিতে চাননি।

টানা ২৬ ম্যাচ অপরাজিত আর্জেন্টিনা। ১২ ম্যাচে ২৮ পয়েন্ট সংগ্রহ করে দ্বিতীয় স্থানে মেসিরা। ১৩ ম্যাচে ২০ পয়েন্ট সংগ্রহ করে তিন নম্বরে আছে ইকুয়েডর। সমসংখ্যক ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে আছে চিলি। গোল পার্থক্যে পিছিয়ে থাকায় পাঁচে কলম্বিয়া। দক্ষিণ আমেরিকার অঞ্চল থেকে প্রথম চারে শেষ করা দলই সরাসরি পৌঁছবে বিশ্বকাপে। পঞ্চম স্থানে থাকা দল খেলবে প্লে অফ। ১৩ ম্যাচে ১৬ পয়েন্ট উরুগুয়ের। কিন্তু গোল পার্থক্যে চিলি আর কলম্বিয়ার থেকে অনেকটা পিছনে সুয়ারেজরা। বাকি আর ৫টা ম্যাচ। প্রথম চারে শেষ করতে না পারলে কাতার বিশ্বকাপের টিকিটই অর্জন করতে পারবেন না সুয়ারেজরা। নিদেনপক্ষে পাঁচ নম্বরে থাকলেও প্লে অফ খেলার সুযোগ থাকবে উরুগুয়ের। এ দিকে বুধবার ভোরে ঘরের মাঠে ব্রাজিলের মুখোমুখি হবে আর্জেন্টিনা।

আরও পড়ুন: Manika Batra: সর্বভারতীয় টেবল টেনিস ফেডারেশনের টার্গেটে মনিকা, অসন্তোষ প্রকাশ হাইকোর্টের