IND VS AUS: বোর্ডের রোষে চার ‘সুপার সিনিয়র’, ঘরের মাঠে শেষ টেস্ট খেলে ফেলেছেন!

Border-Gavaskar Trophy: বেশ কিছু সিনিয়রের পারফরম্যান্স, টিম সিলেকশন নিয়েও পর্যালোচনাও হতে পারে। পাশাপাশি চার সুপার সিনিয়রকে 'ডেডলাইন'ও দেওয়া হতে পারে। ঘরের মাঠে ক্লিনসুইপের পর খেলার ধরন নিয়ে আপশোস নেই, পরিষ্কার বলে দিয়েছেন ক্যাপ্টেন রোহিত শর্মা। গৌতম গম্ভীরের কোচিং নিয়েও উঠছে প্রশ্ন।

IND VS AUS: বোর্ডের রোষে চার 'সুপার সিনিয়র', ঘরের মাঠে শেষ টেস্ট খেলে ফেলেছেন!
Image Credit source: PTI
Follow Us:
| Updated on: Nov 03, 2024 | 10:04 PM

ঘরের মাঠে নিউজিল্যান্ডের কাছে হার। রোহিত শর্মা, বিরাট কোহলির মতো সিনিয়র ব্যাটারদের ফর্ম প্রশ্নের মুখে। বোলিংয়ে তেমনই অশ্বিনের মতো সিনিয়র। সামনেই অস্ট্রেলিয়া সফর। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের অঙ্ক জটিল হয়েছে ভারতের। টিম অস্ট্রেলিয়ায় যাওয়ার আগে আলোচনায় বসতে চলেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। এমনটাই খবর। সেখানে বেশ কিছু সিনিয়রের পারফরম্যান্স, টিম সিলেকশন নিয়েও পর্যালোচনাও হতে পারে। পাশাপাশি চার সুপার সিনিয়রকে ‘ডেডলাইন’ও দেওয়া হতে পারে। ঘরের মাঠে ক্লিনসুইপের পর খেলার ধরন নিয়ে আপশোস নেই, পরিষ্কার বলে দিয়েছেন ক্যাপ্টেন রোহিত শর্মা। গৌতম গম্ভীরের কোচিং নিয়েও উঠছে প্রশ্ন।

ঘরের মাঠে সিরিজ হারের পর নড়েচড়ে বসেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। রেজাল্টই শুধু নয়, বেঙ্গালুরু টেস্টের প্রথম ইনিংসে ৪৬ রানে অলআউট হওয়া, পুরো সিরিজেই সিনিয়রদের পারফরম্যান্স প্রশ্নের মুখে। রোহিত, বিরাট, জাডেজা, অশ্বিনের মতো প্লেয়াররা আন্তর্জাতিক কেরিয়ারের সায়াহ্নে। ১০ নভেম্বর অস্ট্রেলিয়া যাবে ভারতীয় ক্রিকেট দল। তার আগেই এই বিশেষ বৈঠক হতে চলেছে, সংবাদ সংস্থা পিটিআই সূত্রে এমনই খবর।

নাম প্রকাশে অনিচ্ছুক বোর্ডের এক কর্তা সংবাদসংস্থা পিটিআইকে বলেন, ‘১০ নভেম্বর অস্ট্রেলিয়া চলে যাবে টিম। তার আগে আলোচনা হবে। নিউজিল্যান্ড সিরিজ বড় বিপর্যয়। অস্ট্রেলিয়া সিরিজের স্কোয়াড ইতিমধ্যেই ঘোষণা হয়ে গিয়েছে। স্কোয়াডে হয়তো বদল হবে না, তবে পর্যালোচনা হতে পারে।’ চার ক্রিকেটার যে বোর্ডের রোষে, তাও পরিষ্কার করে দিয়েছেন সংশ্লিষ্ট বোর্ড কর্তা।

এই খবরটিও পড়ুন

সুপার সিনিয়রদের প্রসঙ্গে বলেন, ‘ভারত যদি বিশ্ব চ্যাম্পিয়নশিপ ফাইনালে যোগ্যতা অর্জন করতে না পারে, তা হলে একটা বিষয় নিশ্চিত করা যায়, ঘরের মাঠে চার সুপার সিনিয়র শেষ টেস্ট খেলে ফেলেছে। এমনকি ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের সুযোগের সম্ভাবনাও নেই।’ আগামী জুনে ইংল্যান্ডে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ রয়েছে ভারতের।