Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Ben Stokes : LOL! অবসর ভেঙে প্রত্যাবর্তনের পর ‘বিগ বেন’-র প্রতিক্রিয়া

তিন অক্ষরের টুইট করে ইংল্যান্ডের ওডিআই টিমে প্রত্যাবর্তনের প্রতিক্রিয়া দিয়েছেন বেন স্টোকস। শুধু লিখেছেন LOL।

Ben Stokes : LOL! অবসর ভেঙে প্রত্যাবর্তনের পর 'বিগ বেন'-র প্রতিক্রিয়া
Follow Us:
| Edited By: | Updated on: Aug 17, 2023 | 10:02 AM

লন্ডন : ‘লাফিং আউট লাউড’। পেট ধরে উচ্চস্বরে হাসছেন বেন স্টোকস (Ben Stokes)। অবসর ভেঙে ইংল্যান্ডের হয়ে ওডিআই দলে প্রত্যাবর্তনের পর বেন স্টোকসের এমনই প্রতিক্রিয়া। নাহ, তাঁকে কেউ হাসতে দেখেননি। নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওডিআই সিরিজের জন্য ইংল্যান্ডের স্কোয়াড ঘোষণা করা হয় বুধবার। স্কোয়াডে জ্বলজ্বল করছে স্টোকসের নাম। ওডিআই বিশ্বকাপের (Cricket World Cup 2023) জন্য তাঁকে ফেরানোর চেষ্টা চালাচ্ছিল ইসিবি। ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের প্রচেষ্টা যে সফল হয়েছে তা স্কোয়াড দেখেই বোঝা যায়। তারপরই টুইটারে তিন অক্ষরের একটি টুইট করেন স্টোকস। অবসর ভেঙে ৫০ ওভারের ফরম্যাটে প্রত্যাবর্তনের পর বেন লিখলেন, LOL। বিস্তারিত জেনে নিন TV9 Bangla Sports এর এই প্রতিবেদনে।

বিশ্বকাপ ধরে রাখতে দলে বেন স্টোকসকে চাই-ই চাই। ইংল্যান্ড ক্রিকেট বোর্ড এই লক্ষ্য নিয়ে নেমে পড়েছিল। অ্যাসেজে মঈন আলির অবসর ভেঙে ফেরার ঘটনা ছিল হাতেগরম উদাহরণ। টেস্ট ফরম্যাটের ক্যাপ্টেন বেন স্টোকসের অনুরোধেই চার টেস্টের জন্য ফিরেছিলেন মঈন। অ্যাসেজে অবদান রেখে ফের অবসরের গ্রহে ফিরেছেন। গতবছর ওডিআই ফরম্যাট থেকে অবসর ঘোষণা করা স্টোকস কি অনুরোধ ফেলতে পারবেন? সত্যিই পারলেন না। সীমিত ওভারের ক্যাপ্টেন জস বাটলারের সঙ্গে তাঁর কী কথোপকথন হয়েছে তা কেউ জানে না। কিন্তু স্টোকস-মঈনের বার্তালাপ সকলেরই জানা। জ্যাক লিচের চোটের পর মঈনকে অ্যাসেজের জন্য ফেরার অনুরোধ করতেই এমনই LOL প্রতিক্রিয়া দিয়েছিলেন অলরাউন্ডার। পরে বিষয়টির গুরুত্ব বোঝেন। মঈনের কায়দাতেই ওডিআই অবসর ভেঙে ফেরার প্রতিক্রিয়া দিলেন স্টোকস।

গত ফেব্রুয়ারি মাস থেকে হাঁটুর চোটে ভুগছেন স্টোকস। ২০২৩ আইপিএলে চেন্নাই সুপার কিংসের হয়ে খেলতে পারেননি। অ্যাসেজে সব মিলিয়ে করেছেন ২৯ ওভার বল। ইংল্যান্ডে সীমিত ওভারের ক্যাপ্টেন ম্যাথু মট জানিয়েছিলেন, শুধু ব্যাটার হিসেবে হলেও স্টোকসকে চাই তাঁদের। তাঁকে নিয়ে এত প্রত্যাশায় জল ঢেলে দেননি। ২০১৯ সালের বিশ্বকাপ ফাইনালের নায়ক ফিরছেন শীঘ্রই।