U19 Cricket World Cup 2022: রঞ্জির ক্যাম্পেই এল সুখবর, গিলক্রিস্ট ভক্ত অভিষেকের ফোকাসে বিশ্বকাপ

TV9 Bangla Digital | Edited By: কৌস্তভ গঙ্গোপাধ্যায়

Jan 21, 2022 | 6:56 PM

অ্যাডাম গিলক্রিস্টের ভক্ত অভিষেক প্রথম বার জাতীয় দলে খেলার ডাক পেলেন। আর সেটাও বিশ্বকাপের মতো আসরে। কোচবিহার ট্রফিতে এবার দুরন্ত পারফর্ম করেন অভিষেক। বাংলার অধিনায়কের চওড়া ব্যাট নজর কাড়ে নির্বাচকদের। কোচবিহার ট্রফিতে ৩টে সেঞ্চুরি আছে তাঁর ঝুলিতে। উত্তরাখণ্ডের বিরুদ্ধে ১৪৪, ত্রিপুরার ১০২, হায়দরাবাদের বিরুদ্ধে ১০৪ ও ৮৫ রানের ইনিংস আছে তাঁর ব্যাটে। বিহারের বিরুদ্ধে ৭১ রান করেন বাংলার অধিনায়ক। অন্ধ্রপ্রদেশের বিরুদ্ধে দুই ইনিংসে ৭৬ ও ৯০।

U19 Cricket World Cup 2022: রঞ্জির ক্যাম্পেই এল সুখবর, গিলক্রিস্ট ভক্ত অভিষেকের ফোকাসে বিশ্বকাপ
অভিষেক পোড়েল। ছবি: টুইটার

Follow Us

কৌস্তভ গঙ্গোপাধ্যায়

 

এমনটা হবে কোনও দিন ভাবতেই পারেননি। শুক্রবারের সকাল আচমকাই এক সুখবর এনে দিল চন্দননগরের পোড়েল পরিবারে। সুদূর ওয়েস্ট ইন্ডিজ থেকে টিম ম্যানেজারের ফোন। ‘অনূর্ধ্ব-১৯ ভারতীয় দলে (U19 Indian Cricket Team) স্বাগত। বিশ্বকাপের আসরে দেখা হচ্ছে। অনেক শুভেচ্ছা।’ এমন ফোনে শুরুতে হকচকিয়েই যান ১৯ বছরের বাঙালি উইকেটকিপার। তারপর বুঝতে পারেন দেশের হয়ে বিশ্বকাপ খেলার ডাক এসে গিয়েছে। যখন ফোন আসে, তখন বাংলা দলের (Bengal Ranji Team) হয়ে রঞ্জি টিমের ক্যাম্পে অভিষেক। অনূর্ধ্ব-১৯ ভারতীয় দলের ৫ ক্রিকেটার কোভিড পজিটিভ। সেই তালিকায় আছেন অধিনায়ক যশ ধুলও (Yash Dhull)। সহ অধিনায়ক শেখ রশিদও কোভিড পজিটিভ। আরও ৩ ক্রিকেটার করোনা সংক্রমিত। তার মধ্যেই বিশ্বকাপের ম্যাচ খেলে জিতেছে ভারতের অনূর্ধ্ব-১৯ দল। কোভিড আতঙ্কে জেরবার টিম। তাই ৫ ক্রিকেটারকে রিজার্ভ হিসেবে তড়িঘড়ি ওয়েস্ট ইন্ডিজ পাঠানোর সিদ্ধান্ত বোর্ডের। আর সেই তালিকাতেই বাংলার বাঁ-হাতি উইকেটকিপার ব্যাটার অভিষেক পোড়েল (Abhishek Porel)।

 

অ্যাডাম গিলক্রিস্টের ভক্ত অভিষেক প্রথম বার জাতীয় দলে খেলার ডাক পেলেন। আর সেটাও বিশ্বকাপের মতো আসরে। কোচবিহার ট্রফিতে এবার দুরন্ত পারফর্ম করেন অভিষেক। বাংলার অধিনায়কের চওড়া ব্যাট নজর কাড়ে নির্বাচকদের। কোচবিহার ট্রফিতে ৩টে সেঞ্চুরি আছে তাঁর ঝুলিতে। উত্তরাখণ্ডের বিরুদ্ধে ১৪৪, ত্রিপুরার ১০২, হায়দরাবাদের বিরুদ্ধে ১০৪ ও ৮৫ রানের ইনিংস আছে তাঁর ব্যাটে। বিহারের বিরুদ্ধে ৭১ রান করেন বাংলার অধিনায়ক। অন্ধ্রপ্রদেশের বিরুদ্ধে দুই ইনিংসে ৭৬ ও ৯০।

চন্দননগরের ন্যাশনাল স্পোর্টিং ক্লাব থেকেই ক্রিকেটে হাতেখড়ি অভিষেকের। সম্পর্কে ঈশান পোড়েলের খুড়তুতো ভাই। ওয়েস্ট ইন্ডিজ উড়ে যাওয়ার দাদার থেকেও মূল্যবান টিপস নিচ্ছেন অভিষেক। যদি খেলার সুযোগ পান, তাহলে ব্যাট হাতে নিজেকে প্রমাণ করে দেখাতে চান। একই সঙ্গে কিপিংয়েও দলকে ভরসা জোগাতে চান। রিফ্লেক্স বাড়াতে বিশেষ অনুশীলনও করেন অভিষেক। আইপিএলে নিলামের জন্য নামও রেজিস্ট্রেশন করিয়েছেন। তবে আপাতত ফোকাসে বিশ্বকাপ। লক্ষ্য উঁচু রেখে এগিয়ে যাওয়াই লক্ষ্য চন্দননগরের বঙ্গতনয়ের।

 

 

আরও পড়ুন: কোহলির অধিনায়কত্ব ছাড়ায় অবাক নন, রোহিতকেই টেস্ট নেতা দেখতে চান পিটারসেন

 

Next Article