Vijay Hazare Trophy 2021-22: বাংলা দলের মাথাব্যথার ওষুধ অনুষ্টুপ

TV9 Bangla Digital | Edited By: কৌস্তভ গঙ্গোপাধ্যায়

Dec 12, 2021 | 6:56 PM

তিরুবন্তপুরম থেকে বাংলার ক্রাইসিস ম্যানেজার বলেন, 'এর আগেও অনেক বার বাদ পড়েছি। অভ্যাস হয়ে গিয়েছে। আমি আমার খেলার নিয়েই ভাবি। তাই বাদ পড়ার পরও নিজের খেলাতেই মনঃসংযোগ করতাম। দলের প্রয়োজনে সবসময় নিজের সেরাটা দিতে চাই। অবশ্যই ভালো লাগছে সুযোগ পেয়ে সেঞ্চুরি করে। বৃষ্টির কোপে পুদুচেরি ম্যাচটা দল না হারলে হয়তো ভালো জায়গায় থাকতাম। কর্ণাটকের বিরুদ্ধে ডু অর ডাই ম্যাচেও রান করে বাংলাকে জেতাতে চাই।'

Vijay Hazare Trophy 2021-22: বাংলা দলের মাথাব্যথার ওষুধ অনুষ্টুপ
অনুষ্টুপ মজুমদার। ছবি: টুইটার

Follow Us

তিরুবন্তপুরম: বাংলা (Bengal Cricket Team) যখনই বিপদে পড়ে, তখনই দলকে উদ্ধার করেন অনুষ্টুপ মজুমদার (Anustup Majumder)। বঙ্গ ক্রিকেটের ক্রাইসিস ম্যানেজার। যখনই তাঁকে প্রয়োজন, তখনই নিঃশব্দে নিজের দায়িত্ব পালন করেছেন। পুদুচেরি আর তামিলনাড়ুর কাছে হেরে বিজয় হাজারে ট্রফিতে বিপাকে বাংলা। কিন্তু দলকে উদ্ধার করতে মাঠে নেমে পড়েছেন অনুষ্টুপ। মুস্তাক আলি ট্রফিতে (Mustaq Ali Trophy) তাঁকে দলেই রাখেননি নির্বাচকরা। সঙ্গী থেকেছে ব্যর্থতা। বিজয় হাজারে ট্রফিতে (Vijay Hazare Trophy) দলের সঙ্গে গেলেও আঙুলের চোট তাঁকে ভোগাচ্ছিল। গতকালের ম্যাচের আগেও ব্যাট ধরতে কিছুটা অসুবিধে হচ্ছিল। কিন্তু দলের প্রয়োজনে নিজের ব্যথা নিয়ে আর ভাবেননি অনুষ্টুপ।

 

বাংলার জার্সিতে মরসুমের প্রথম ম্যাচে মাঠে নেমেই সেঞ্চুরি অনুষ্টুপ মজুমদারের। বিজয় হাজারে ট্রফিতে টিকে থাকতে হলে মুম্বইয়ের বিরুদ্ধে জিততেই হত বাংলাকে। আজও শুরুতে অধিনায়ক সুদীপ চট্টোপাধ্যায় (Sudip Chatterjee) আর ওপেনার অভিষেক দাসের উইকেট হারিয়ে চাপে পড়ে যায় বাংলা। প্যাভলিয়নে ফিরে যান ঋত্বিক রায়চৌধুরীও (Ritwik Roy Chowdhury)। কিন্তু ক্রিজে যখন অনুষ্টুপ ছিলেন, তখন বাংলা দলের আর চিন্তা কিসের! যন্ত্রণা ভুলেই দলের হয়ে দুরন্ত ইনিংস অনুষ্টুপের। ১১০ রানের নায়কোচিত ইনিংস। গত মরসুমে নেতৃত্বের দায়িত্ব দেওয়া হলেও, এ মরসুমে সাদা বলের ক্রিকেটে ক্যাপ্টেন করা হয় সুদীপকে। দলের বিপদে অনুষ্টুপের এই সেঞ্চুরি রঞ্জি ট্রফির আগে আবার নতুন করে ভাবাবে নির্বাচকদের। তাঁকে যোগ্য সঙ্গত দিলেন শাহবাজ আহমেদ (Shahbaz Ahmed)। ১০৬ রান করেন শাহবাজ।

 

অনুষ্টুপের ১১০ রানের ইনিংসে সাজানো ১৪টা বাউন্ডারি। তিরুবন্তপুরম থেকে বাংলার ক্রাইসিস ম্যানেজার বলেন, ‘এর আগেও অনেক বার বাদ পড়েছি। অভ্যাস হয়ে গিয়েছে। আমি আমার খেলার নিয়েই ভাবি। তাই বাদ পড়ার পরও নিজের খেলাতেই মনঃসংযোগ করতাম। দলের প্রয়োজনে সবসময় নিজের সেরাটা দিতে চাই। অবশ্যই ভালো লাগছে সুযোগ পেয়ে সেঞ্চুরি করে। বৃষ্টির কোপে পুদুচেরি ম্যাচটা দল না হারলে হয়তো ভালো জায়গায় থাকতাম। কর্ণাটকের বিরুদ্ধে ডু অর ডাই ম্যাচেও রান করে বাংলাকে জেতাতে চাই।’

 

খারাপ ফর্মের জন্য শ্রীবত্‍স গোস্বামীকে এ দিন বাইরে রাখে বাংলার টিম ম্যানেজম্যান্ট। বিজয় হাজারে ট্রফিতে সিনিয়র ক্রিকেটারদের জঘন্য পারফরম্যান্স মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছিল অরুণ লালদের। সেই মাথাব্যথার ওষুধের নাম অনুষ্টুপ মজুমদার। ম্যাচের পর কোচ অরুণ লাল বলেন, ‘ওর মধ্যে ২ বছর আগের ছায়া দেখছি। অসাধারণ খেলল। অনুষ্টুপ আর শাহবাজের পার্টনারশিপ আমাদের আজ জেতাল। শাহবাজকে রানে ফিরতে দেখেও ভালো লাগছে। বোলিং বিভাগে আজ প্রদীপ্তর পারফরম্যান্সেও বেশ খুশি আমি।’

 

 

 

বাংলা প্রথমে ব্যাট করে ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ৩১৮ রান তোলে। শাহবাজের ১০৬ রানের ইনিংসে সাজানো ৪টে ছয় আর ৮টা চার। মুম্বই ব্যাট করতে নামার সময় বৃষ্টি খেলায় থাবা বসায়। ৪১ ওভারে মুম্বইয়ের টার্গেট দাঁড়ায় ২৯১। ৮ উইকেট হারিয়ে ২২৩ রান তোলে মুম্বই। ৩ উইকেট নেন প্রদীপ্ত প্রামাণিক। মঙ্গলবার কর্ণাটকের বিরুদ্ধে বাংলার গ্রুপ পর্বের শেষ ম্যাচ। ওই ম্যাচে শুধু জিতলেই চলবে না। অনেক বড় ব্যবধানে হারাতে হবে কর্ণাটককে। যে কাজটা বেশ কঠিন সুদীপদের পক্ষে।

 

আরও পড়ুন: Indian Cricket: ‘সাদা বলের ক্রিকেটে আরও বিধ্বংসী হয়ে উঠবেন বিরাট’, আশা গম্ভীরের

Next Article