IND vs AUS: ষষ্ঠ ওভার থেকেই বিশাল টার্ন! আতসকাচে ইন্দোরের পিচ
Border-Gavaskar Trophy: এ ধরনের পিচ টেস্ট ক্রিকেটের জন্য় ভালো বিজ্ঞাপন নয়, এমনটাই মত তাঁর। ইন্দোর পিচ নিয়ে ইতিমধ্য়েই সোশ্য়াল মিডিয়ায় নানা মিম ছড়িয়ে পড়েছে। পিচের পাশাপাশি অবশ্য় প্রশ্ন উঠছে, ভারতীয় দলের অ্যাপ্রোচ নিয়েও। ইনিংসের ষষ্ঠ ওভারেই ভারত অধিনায়ক রোহিত শর্মা উইকেট ছেড়ে মারতে যান। বিশাল টার্ন ব্য়াটে-বলে সংযোগ হয়নি।

ইন্দোর: উপমহাদেশের পিচে টার্ন হবে, এমনটা প্রত্য়াশিত। তবে প্রথম দিন এবং ষষ্ঠ ওভারের মধ্যেই বিশাল টার্ন! স্ক্য়ানারে ইন্দোরের পিচ। বর্ডার-গাভাসকর ট্রফিতে ২-০ এগিয়ে ভারত। ইন্দোরে জিতলে বিশ্ব টেস্ট চ্য়াম্পিয়নশিপ ফাইনাল নিশ্চিত হবে ভারতের। সেই লক্ষ্য়ে গত দু ম্যাচের মতো টার্নিং পিচেরই চাহিদা ছিল ভারতের। এখানে লাল এবং কালো মাটির মিশ্রণে তৈরি হয়েছে পিচ। যদিও ম্য়াচের প্রথম দিনের শুরু থেকেই বিশাল টার্ন প্রশ্ন তুলল। ভারতের ইনিংস স্থায়ী হল মাত্র ৩৩.২ ওভার। আম্পায়ারিং ঠিক হলে কিংবা অস্ট্রেলিয়া রিভিউ নিতে ভুল না করলে সামান্য় কিছুটা পরিবর্তন হতে পারত। প্রথম ঘণ্টাতেই পাঁচ উইকেট হারায় ভারতীয় শিবির। ভারত-অস্ট্রেলিয়া ইন্দোর টেস্টের পিচ কেন স্ক্য়ানারে, বিস্তারিত TV9Bangla-য়।
লাল-কালো মাটির মিশ্রণে পিচ তৈরি হওয়ায় শুরুতেই টার্ন প্রত্য়াশিত ছিল না। অন্তত প্রথম সেশনে তো নয়ই। মনে করা হয়েছিল, প্রথম দিনের শেষ সেশন থেকে কিছুটা টার্ন হতে পারে। সময়ের সঙ্গে টার্ন বাড়বে। প্য়াট কামিন্স না থাকায় ইন্দোর টেস্টে অস্ট্রেলিয়াকে নেতৃত্ব দিচ্ছেন স্টিভ স্মিথ। ইনিংসের ষষ্ঠ ওভারেই বাঁ হাতি স্পিনার ম্য়াট কুহনেম্য়ানকে আক্রমণে আনেন তিনি। প্রথম বল থেকেই টার্ন পান। সবচেয়ে বিরক্তিকর হয়ে দাঁড়ায় অসমান বাউন্স। কিছু ডেলিভারি উইকেটকিপার অ্য়ালেক্স ক্য়ারি বুকের উচ্চতায় ধরছিলেন। আবার অনেক ডেলিভারি গোড়ালির কিছুটা উপরে উঠছিল। বিরাট কোহলি লম্বা স্ট্রাইড নিয়ে ফরোয়ার্ড ডিফেন্স করলেও সেটা ব্য়াটের নীচের দিকে লাগছিল।
অজি একাদশে তিন স্পিনার। বাঁ হাতি স্পিনার ম্যাট কুহনেম্য়ান এবং দুই অফস্পিনার টড মার্ফি ও নাথান লিয়ঁ। স্পিনত্রয়ীই ভারতের ইনিংস শেষ করে। এর মধ্য়ে ম্যাট নেন পাঁচ উইকেট। তিন উইকেট নাথান লিয়ঁর ঝুলিতে। বাকি একটি উইকেট নেন টড মার্ফি। পিচ নিয়ে যারপরনাই ক্ষুব্ধ অস্ট্রেলিয়ার প্রাক্তন ক্রিকেটার ম্য়াথু হেডেন। এ ধরনের পিচ টেস্ট ক্রিকেটের জন্য় ভালো বিজ্ঞাপন নয়, এমনটাই মত তাঁর। ইন্দোর পিচ নিয়ে ইতিমধ্য়েই সোশ্য়াল মিডিয়ায় নানা মিম ছড়িয়ে পড়েছে। পিচের পাশাপাশি অবশ্য় প্রশ্ন উঠছে, ভারতীয় দলের অ্যাপ্রোচ নিয়েও। ইনিংসের ষষ্ঠ ওভারেই ভারত অধিনায়ক রোহিত শর্মা উইকেট ছেড়ে মারতে যান। বিশাল টার্ন ব্য়াটে-বলে সংযোগ হয়নি। উইকেট কিপার অ্য়ালেক্স ক্য়ারি স্টাম্পিংয়ে কোনও ভুল করেননি।
