Bengal Cricket: সিএবি লিগ ফাইনালে ধুন্ধুমার, ঝামেলার আঁচ ড্রেসিংরুমেও!

CAB First Division Championship: ম্যাচের প্রথম দিন থেকেই নানা বিতর্ক চলছে। ইস্টবেঙ্গল বনাম ভবানীপুর ম্যাচ নিষ্ফলা। যুগ্মবিজয়ী ঘোষণা করা হয় ইস্টবেঙ্গল, ভবানীপুর ক্লাবকে। খেলার চেয়ে আলোচনা বেশি নানা বিতর্কের কারণে।

Bengal Cricket: সিএবি লিগ ফাইনালে ধুন্ধুমার, ঝামেলার আঁচ ড্রেসিংরুমেও!
Image Credit source: OWN PHOTOGRAPH

| Edited By: দীপঙ্কর ঘোষাল

Jun 05, 2025 | 11:23 PM

জেন্টলম্যানস গেম। ক্রিকেটের সম্পর্কে এ কথাই বলা হয়। কিন্তু অনেক ক্ষেত্রেই এমন কিছু ঘটনা ঘটে, যা ক্রিকেট মাঠে একেবারেই কাম্য নয়। বাংলায় স্থানীয় লিগ ফাইনালের ম্যাচ ঘিরে এমনই পরিস্থিতি। ম্যাচে নানা ঝামেলা। যা গড়াল ড্রেসিংরুমেও। ম্যাচের প্রথম দিন থেকেই নানা বিতর্ক চলছে। ইস্টবেঙ্গল বনাম ভবানীপুর ম্যাচ নিষ্ফলা। যুগ্মবিজয়ী ঘোষণা করা হয় ইস্টবেঙ্গল, ভবানীপুর ক্লাবকে। খেলার চেয়ে আলোচনা বেশি নানা বিতর্কের কারণে। কলকাতার ইডেন গার্ডেন্সে ম্যাচের শেষ দিন আরও লজ্জার ছবি।

সিএবি লিগ ফাইনালের শেষ দিন ড্রেসিংরুমে হাতাহাতিতে জড়ালেন ইস্টবেঙ্গল-ভবানীপুর, দু দলের ক্রিকেটার এমনকি কর্তারাও। চলে অস্রাব্য গালিগালাজও। ইস্টবেঙ্গলের ক্রিকেটার ঋত্বিক চট্টোপাধ্যায়ের সঙ্গে ভবানীপুরের কিপার-ব্যাটার শাকির হাবিব গান্ধীর বচসা দিয়ে ঝামেলার সূত্রপাত। মাঠেই শুরু হয় কথা কাটাকাটি। এর রেশ ড্রেসিংরুমেও। পরিস্থিতি এমনই দাঁড়ায় যে, ইডেনের ড্রেসিংরুমের পুলিশ পাহারার ব্যবস্থা করতে হয়।

ভবানীপুর ক্লাবের কর্তা সৃঞ্জয় বসু বলেন, ‘সিএবি লিগের নাম বদলে ইস্টবেঙ্গল লিগ করে দেওয়া উচিত।’ ইস্টবেঙ্গলও পাল্টা বলে, তারা লড়াইয়ের ময়দান ছাড়েনি। এই ঘটনায় সিএবি সভাপতি স্নেহাশিস গঙ্গোপাধ্যায় বলেন, ‘আমার চল্লিশ বছরের ক্রিকেট কেরিয়ারের এমন ঘটনা দেখিনি। ব্যাখ্যা করার মতো ভাষা নেই। ক্রিকেটার, অফিসিয়ালরা যেভাবে ঝামেলায় জড়াল। রিপোর্ট দেখার পর মিটিং ডেকে আমরা যা করার করব। ইস্টবেঙ্গল কিংবা ভবানীপুর কে কী বলছে জানি না। দুটো দলই যা করেছে তা বলার মতো ভাষা নেই।’