AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Rajat Patidar: আরসিবি ক্যাপ্টেন রজতের কোন স্বভাবে ধরা দিচ্ছে সাফল্য? ভুবি বললেন…

RCB, IPL 2025: ঘরের মাঠে শুক্র-রাতে আইপিএলের ম্যাচে নামবেন রজত-শ্রেয়সরা। তার আগে আরসিবির অধিনায়ককে নিয়ে মনের কথা তুলে ধরলেন দলের তারকা বোলার ভুবনেশ্বর কুমার।

Rajat Patidar: আরসিবি ক্যাপ্টেন রজতের কোন স্বভাবে ধরা দিচ্ছে সাফল্য? ভুবি বললেন...
আরসিবি অধিনায়ক রজত পাতিদারImage Credit: PTI
| Updated on: Apr 18, 2025 | 6:07 PM
Share

কলকাতা: ঘরের মাঠে শুক্র-রাতে আইপিএলের (IPL) ম্যাচে নামবেন রজত-শ্রেয়সরা। তার আগে আরসিবির অধিনায়ককে নিয়ে মনের কথা তুলে ধরলেন দলের তারকা বোলার ভুবনেশ্বর কুমার (Bhuvneshwar Kumar)। এ বারের আইপিএলে এখনও অবধি ৬টি ম্যাচ খেলেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। তাতে জয় ৪টি, হার ২টি। রজত পাতিদার (Rajat Patidar) এ বারের আইপিএলের আগে আরসিবির নতুন অধিনায়কের দায়িত্ব পান। সেই দায়িত্ব পালন করতে গিয়ে বেশ সফল হয়েছেন, এমনটাই বলছে ক্রিকেট মহল। এই পরিস্থিতিতে টিমের সিনিয়র বোলার ভুবনেশ্বর কুমার ফাঁস করেছেন, রজতের সাফল্য আসছে কীভাবে।

আইপিএলে জনপ্রিয়তার নিরিখে শীর্ষস্থানীয় দলগুলির মধ্যে অন্যতম রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। ট্রফি না জিতলেও দলের জনপ্রিয়তা বিন্দুমাত্র কমেনি। এ মরসুমে বদলেছে দলের ক্যাপ্টেন। এইবারের নতুন ক্যাপ্টেন রজত পতিদার। এখনও অব্দি তাঁর ক্যাপ্টেন্সি রেকর্ড ভালোই। দলের সদস্যরাও তাঁর নেতৃত্বে মুগ্ধ। এ বছর আরসিবি দলের নতুন সদস্য ভুবনেশ্বর কুমার। টিমের ক্যাপ্টেনের ভূয়সী প্রশংসা করেছেন ভুবি।

দায়িত্ব নেওয়ার পর থেকে মধ্যপ্রদেশের ব্যাটার রজত আরসিবির হয়ে ভালো খেলছেন। ৬ ম্যাচে ১৮৬ রান করেছেন। যার মধ্যে দুটি হাফসেঞ্চুরি রয়েছে। গড়ে ৩৭.২ এবং ১৬১.৭৩ স্ট্রাইক-রেটে ব্যাট করছেন। ভুবি মনে করেন যে, আরসিবি অধিনায়ক সবকিছু ভালোভাবে সামলাচ্ছেন এবং তাঁর পরিকল্পনাও অসাধারণ।

রজতকে নিয়ে ভুবি এও বলেন যে, “ও খুব ভালো খেলেছে। সবচেয়ে ভালো দিক হলো ও খুব ঠান্ডা মাথার ছেলে। বিশেষ করে এই ফর্ম্যাটে এটাই দরকার ছিল। কারণ যখন কেউ কোনও একটি ম্যাচ হারে, তখন আতঙ্কিত হওয়াটা স্বাভাবিক। আমরা দুটো ম্যাচ হেরেছি। কিন্তু আমরা জিতি বা হারি, ও একই রকম থাকে । তাই ও সবকিছু খুব ভালোভাবে সামলাচ্ছে। বোলিং পরিবর্তন এবং সবকিছু মেলালেও রজত অনবদ্য।”

পঞ্জাবের বিরুদ্ধে নামার আগে কি বিশেষ কোনও পরিকল্পনা করেছেন ভুবনেশ্বর কুমার? তাতে না-ই বলেছেন তিনি। তাঁর কথায়, ‘অন্য দিনের থেকে আমাদের প্রস্তুতি কিছু আলাদা হয়নি। রোজ যা প্রস্তুতি নিই, সেটাই করেছি। যে দলের বিরুদ্ধে খেলি না কেন, যে টিমের হয়ে খেলি না কেন, যে মাঠে নেমে খেলি না কেন, প্রস্তুতি একই থাকে। চিন্নাস্বামী ব্যাটিং পিচ হিসেবে পরিচিত। তবে যে উইকেট দেখা যাচ্ছে, তা আগেরটার মতো নয়। আমরা প্রথমে ব্যাট করি বা বোলিং শুরুর কয়েকটা ওভার দেখে নিয়ে পরিস্থিতি ও পিচ অনুযায়ী খেলতে হবে, সিদ্ধান্ত নিতে হবে।’