SRH, IPL 2023 : হারের হ্যাটট্রিকে আরও বড় ধাক্কা, চোটে ছিটকে গেলেন ৮.৭৫ কোটির ক্রিকেটার!

IPL 2023: হারের হ্যাটট্রিক করে এমনিতেই চাপে রয়েছে সানরাইজার্স হায়দরাবাদ। এ বার সেই চাপ বাড়ালেন দলের আর এক ক্রিকেটার। অরেঞ্জ আর্মির এক তারকা অলরাউন্ডারকে বাকি মরসুমে পাবে না হায়দরাবাদ। যা নিঃসন্দেহে চাপ বাড়াবে হায়দরাবাদ শিবিরে।

SRH, IPL 2023 : হারের হ্যাটট্রিকে আরও বড় ধাক্কা, চোটে ছিটকে গেলেন ৮.৭৫ কোটির ক্রিকেটার!
হারের হ্যাটট্রিকে আরও বড় ধাক্কা, চোটে ছিটকে গেলেন ৮.৭৫ কোটির ক্রিকেটার!Image Credit source: IPL Website
Follow Us:
| Edited By: | Updated on: Apr 27, 2023 | 3:04 PM

হায়দরাবাদ : হারের হ্যাটট্রিক সামলে এখনও ঘুরে দাঁড়াতে পারেননি এইডেন মার্করামরা। তার মধ্যেই নিজামের শহরের দলে এ বার বিরাট ধাক্কা। ১৬তম আইপিএলে (IPL 2023) এখনও অবধি ৭ ম্যাচে খেলে মাত্র ২টিতে জিতেছে অরেঞ্জ আর্মি, হার ৫ ম্যাচে। দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে সানরাইজার্স হায়দরাবাদের (Sunrisers Hyderabad) শেষ ম্যাচে শেষ বেলায় লড়াই করেছিলেন তারকা অলরাউন্ডার ওয়াশিংটন সুন্দর (Washington Sundar)। তার পরও দলকে জেতাতে পারেননি। ফলে হারের হ্যাটট্রিক হয় হায়দরাবাদের। এ বার চোটের কারণে আইপিএল থেকে ছিটকে গেলেন ওয়াশিংটন সুন্দর। অরেঞ্জ আর্মির গুরুত্বপূর্ণ ক্রিকেটার তিনি। আজ, বৃহস্পতিবার হায়দরাবাদ টিম ম্যানেজমেন্ট চলতি আইপিএলে সুন্দরের ছিটকে যাওয়ার খবর জানানো হয়েছে। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।

সানরাইজার্স হায়দরাবাদের পক্ষ থেকে টুইটারে জানানো হয়েছে, ‘হ্যামস্ট্রিংয়ের চোটের কারণে ২০২৩ এর আইপিএলে আর খেলতে পারবেন না ওয়াশিংটন সুন্দর।’ একইসঙ্গে সানরাইজার্স হায়দরাবাদ দলের পক্ষ থেকে তাঁর দ্রুত আরোগ্য কামনা করা হয়েছে।

চলতি আইপিএলে ২৩ বছর বয়সী তারকা অলরাউন্ডার ওয়াশিংটন সুন্দর সাতটি ম্যাচে খেলেছেন। এই আইপিএলে সুন্দরের পারফরম্যান্স সেই অর্থে নজরকাড়া হয়নি। কারণ, ৭ ম্যাচে তিনি নিয়েছেন ৩টি উইকেট। ব্যাট হাতে করেছেন মোট ৬০ রান। তার মধ্যে সর্বাধিক ২৪*।

প্রসঙ্গত, ২০২২ সালের আইপিএল চলাকালীনও চোট পেয়েছিলেন তামিলনাড়ুর ওয়াশিংটন সুন্দর। ২০২২ সালের নিলামে ৮ কোটি ৭৫ লক্ষ টাকা দিয়ে সানরাইজার্স হায়দরাবাদ কিনেছিল সুন্দরকে। তারপর থেকে তিনি ধীরে ধীরে দলের অন্যতম গুরুত্বপূর্ণ ক্রিকেটার হয়ে উঠেছেন। ২০১৭ সাল থেকে আইপিএলে খেলছেন ওয়াশিংটন সুন্দর। তার মধ্যে ৫৮টি ম্যাচে খেলে তিনি পেয়েছেন মোট ৩৬টি উইকেট এবং তাঁর সংগ্রহ ৩৭৮ রান।