IPL 2025: খেলতে গিয়ে কোচেরই চোট! আইপিএল শুরুর আগে প্রবল সমস্যায় রাজস্থান রয়্যালস

IPL 2025, Rajasthan Royals: টুর্নামেন্টের দ্বিতীয় দিন অর্থাৎ ২৩ মার্চ ডাবল হেডার। দিনের প্রথম ম্যাচে মুখোমুখি রাজস্থান রয়্যালস ও গত বারের রানার্স সানরাইজার্স হায়দরাবাদ। অভিযান শুরুর আগে ব্যাপক সমস্যায় সঞ্জু স্যামসনের নেতৃত্বাধীন রাজস্থান রয়্যালস।

IPL 2025: খেলতে গিয়ে কোচেরই চোট! আইপিএল শুরুর আগে প্রবল সমস্যায় রাজস্থান রয়্যালস
Image Credit source: RR

Mar 12, 2025 | 6:55 PM

প্লেয়ারের চোট হলে না হয় বিকল্প দিয়ে কাজ চালিয়ে নেওয়া যাবে। কিন্তু কোচের চোট হলে! এমনই সমস্যায় রাজস্থান রয়্যালস। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের নতুন মরসুম শুরু ২২ মার্চ। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স। উদ্বোধনী ম্যাচে ইডেনে কেকেআর খেলবে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে। টুর্নামেন্টের দ্বিতীয় দিন অর্থাৎ ২৩ মার্চ ডাবল হেডার। দিনের প্রথম ম্যাচে মুখোমুখি রাজস্থান রয়্যালস ও গত বারের রানার্স সানরাইজার্স হায়দরাবাদ। অভিযান শুরুর আগে ব্যাপক সমস্যায় সঞ্জু স্যামসনের নেতৃত্বাধীন রাজস্থান রয়্যালস।

ভারতীয় দলের কোচ ছিলেন রাহুল দ্রাবিড়। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ, ২০২৩ সালে ওয়ান ডে বিশ্বকাপ ফাইনালেও উঠলেও হতাশা থামছিল না। অবশেষে গত বছর তাঁর শেষ অ্যাসাইনমেন্ট টি-টোয়েন্টি বিশ্বকাপে জয়। প্লেয়ার হিসেবে কোনওদিন ট্রফির স্বাদ পাননি। অবশেষে কোচ হিসেবে সিনিয়র বিশ্বকাপ। উচ্ছ্বাসে মেতেছিলেন দ্রাবিড়। তবে চুক্তি আর বাড়াননি। আইপিএলে রাজস্থান রয়্যালসের কোচ হিসেবে প্রত্যাবর্তন হয়েছে রাহুলের।

কিছুদিন আগেই বেঙ্গালুরুর একটি ঘরোয়া ম্যাচে নেমে পড়েছিলেন রাহুল দ্রাবিড়। ছোট ছেলে অন্বয়ের সঙ্গে একই টিমের হয়ে ম্যাচ খেলেছিলেন। এরপরই চোট লাগে রাহুল দ্রাবিড়ের। তাঁর চোট যে গুরুতর ছবিতেই পরিষ্কার। এমন পরিস্থিতিতে মাঠে দাঁড়িয়ে কোচিং করানো তাঁর পক্ষে কঠিন। তাঁকে আপাতত হয়তো সাইড লাইন থেকেই নির্দেশ দিতে হবে। দ্রুত সেরে উঠছেন দ্রাবিড়, এমনটাই জানানো হয়েছে রাজস্থান রয়্যালসের পক্ষ থেকে।