
ভারতীয় ক্রিকেটে শ্রেয়স আইয়ারের নাম কারও অজানা নয়। কিন্তু তাঁর প্রেমিকা কে, এই নিয়ে অবশ্য ধোঁয়াশা রয়েছে। শোনা যায়, শ্রেয়সের গার্লফ্রেন্ড রয়েছে। যদিও তা প্রকাশ্যে আসেনি। কিন্তু সম্প্রতি এক ম়ডেলের সৎ স্বীকারোক্তি নিয়ে আলোচনা তুঙ্গে। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ শেষ। অল্পের জন্য টানা দ্বিতীয় বার চ্যাম্পিয়নের ট্রফি ছোঁয়া হয়নি শ্রেয়স আইয়ারের। গত বার কলকাতা নাইট রাইডার্সকে চ্যাম্পিয়ন করেছিলেন ক্যাপ্টেন শ্রেয়স আইয়ার। এ বার পঞ্জাব কিংসকে ফাইনালে তুলেছিলেন। ক্যাপ্টেন হিসেবে দুটি ভিন্ন দলের হয়ে ট্রফির খুব সামনে। যদিও ফাইনালে আরসিবির কাছে মাত্র ৬ রানে হার।
আইপিএল শেষে মুম্বই টি-টোয়েন্টি প্রিমিয়ার লিগে নেমে পড়েছেন শ্রেয়স আইয়ার। এর মাঝেই এক মডেল এডিন রোজের সাক্ষাৎকার ভারতীয় ক্রিকেটে ঝড় তুলেছে। তাঁর জন্ম দুবাইয়ে। মডেলিংয়ের পাশাপাশি অভিনয়ও করেন। ভারতের তরাকা ক্রিকেটার শ্রেয়স আইয়ারকে খুবই শ্রদ্ধা করেন। ভালোও বাসেন। সবটাই যদিও একতরফা। সেটাও স্বীকার করে নিয়েছেন। বিগ বস খ্যাত এই মডেল সদ্য একটি ইন্টারভিউতে সেকথাই জানিয়েছেন।
ফিল্মিজ্ঞানে শ্রেয়স আইয়ারকে প্রশংসায় ভরিয়ে এক সাক্ষাৎকারে বলেন, ‘আমার বিশ্বাস, আমি ওর সন্তানের মা। মনে মনে শ্রেয়সকে বিয়ে করেছি। ওকে দেখে প্রত্যেকটা দিন প্রেরণা পাই। ওর ফোকাস, মানবিক দিক, ও নিজেকে যে ভাবে সকলের সামনে তুলে ধরে, সব কিছুকে শ্রদ্ধা করি।’ বেশির ভাগ সেলিব্রিটির ক্ষেত্রেই দেখা যায়, মনে কিছু থাকলেও সহজে তা প্রকাশ করেন না। এডিন রোজ অবশ্য সবটা খোলামেলাই প্রকাশ করেছেন।