মেলবোর্ন: হঠাৎ করেই চলে গেলেন শেন ওয়ার্ন (Shane Warne)। শুক্রবার সন্ধে বেলায় যখন এই খবরটা এসেছিল গোটা ক্রিকেট বিশ্বই হতবাক। যে মানুষটা সকালে রড মার্শের মৃত্যু সংবাদ পেয়ে শোক জ্ঞাপন করলেন মাত্র কয়েক ঘণ্টার মধ্যে তিনি আর নেই। প্রাথমিক ভাবে জানা যায় হার্ট অ্যাটাকই ওয়ার্নের মৃত্যুর কারণ। সেই রিপোর্টেই শিলমোহর দেন ডাক্তাররা। কিন্তু প্রশ্ন যে তাতে একেবারে ওয়ার্নের ঘূর্ণীর মত দিক বদলে ফেলেছিল তেমনটা বলা যাবে না। ধিকি ধিকি হলেও প্রশ্নর আগুনটা জ্বলছিল। ঠিক কি ঘটেছিল থাইল্যান্ডের (Thailand) প্রাইভেট ভিলার ঘরে। অস্ট্রেলিয়ার (Australia) প্রাক্তন তারকার মৃত্যু কি সত্যিই হার্ট অ্যাটাক নাকি অন্য কিছু? রবিবার থাইল্যান্ড প্রশাসন জানিয়ে দেয় অটোপসি ছাড়া ওয়ার্নের মৃতদেহ ছাড়বেন না তাঁরা। সেই মত রবিবারই অটোপসি করা হয় ওয়ার্নের মৃতদেহের। আর এই সবের মাঝেই থাইল্যান্ডের সংবাদ মাধ্যেমের খবর ওয়ার্নের হোটেলের ঘরে রক্তের দাগ পাওয়া গেছে। রক্তের দাগ পাওয়া গেছে টাওয়ালেও।
এই খবর সামনে আসতেই ব্যাকফুটে থাকা প্রশ্ন গুলো আবার ফ্রন্টফুটে। কোনও রহস্য আছে নাকি? স্বাভাবিক মৃত্যু নাকি রহস্য মৃত্যু? থাইল্যান্ড প্রশাসন যদিও প্রশ্ন গুলোকে উড়িয়ে দিয়েছে। কারণ, ওয়ার্নের হার্ট অ্যাটাকের পর সিপিআর পদ্ধতিতে তাঁকে বাঁচানোর চেষ্টা করা হয়েছিল। সেই সময়ই ওয়ার্নের নাক মুখ থেকে রক্ত বেরিয়ে আসার কথা জানানো হয়েছে। ডাক্তারদের মতে এই ঘটনা খুব অস্বাভাবিক নয়। তাই অস্বাভাবিক মৃত্যুর প্রশ্নকে আমল দিতে চাইছেন না তাঁরা। কিন্তু কোনও ঝুঁকি নিয়ে অটোপসি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সোমবার ওয়ার্নের দেহ পৌঁছতে পারে অস্ট্রেলিয়া। মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডের (MCG) বাইরে শেন ওয়ার্নের মূর্তিতে শেষ শ্রোদ্ধা জানানোর পালা চলছে। ক্রিকেটের পাশাপাশি বিয়ার ও সিগারেট ছিল তাঁর প্রিয়। অনুগামীদের অনেকেই তাই লাল ক্রিকেট বলের পাশাপাশি বিয়ারের ক্যান ও সিগারেটের প্যাকেট রেখে আসেন মূর্তির পাশে।অনেকে আবার অপেক্ষা করে আছেন ওয়ার্নের মরদেহ আসার। শেষবার দেখতে চান নিথর ওয়ার্নকে। অপেক্ষায় আছে আছে তাঁর পরিবারও। মেলবোর্ন (Melbourne) তৈরি হচ্ছে। ভিক্টোরিয়া প্রশাসন তৈরি তাঁদের ছেলেকে শেষ শ্রদ্ধা জানাতে। ভিক্টোরিয়ান সরকার জানিয়েছে, মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডের সাদার্ন স্ট্যান্ডের নাম রাখা হবে ওয়ার্নের নামে। এই মাঠেই টেস্ট কেরিয়ারের ৭০০ তম উইকেট নিয়েছেন শেন ওয়ার্ন।
আরও পড়ুন : IPL 2022: আইপিএলের বোধনেই মাহির চেন্নাইয়ের মুখোমুখি শ্রেয়সের কেকেআর, দেখুন টুর্নামেন্টের পুরো সূচি