IPL 2022: আইপিএলের বোধনেই মাহির চেন্নাইয়ের মুখোমুখি শ্রেয়সের কেকেআর, দেখুন টুর্নামেন্টের পুরো সূচি

২৬ মার্চ গত বারের চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings) ও রানার্স আপ কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders) টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে। ৬৫ দিনের মধ্যে মোট ৭০টি লিগের ম্যাচ এবং ৪টি প্লে অফের ম্যাচ খেলা হবে।

IPL 2022: আইপিএলের বোধনেই মাহির চেন্নাইয়ের মুখোমুখি শ্রেয়সের কেকেআর, দেখুন টুর্নামেন্টের পুরো সূচি
IPL 2022: আইপিএলের বোধনেই মাহির চেন্নাইয়ের মুখোমুখি শ্রেয়সের কেকেআর, দেখুন টুর্নামেন্টের পুরো সূচি
Follow Us:
| Edited By: | Updated on: Mar 06, 2022 | 7:00 PM

নয়াদিল্লি: আর ২০ দিন পর শুরু হবে ভারতীয় ক্রিকেটের কোটিপতি লিগ। অবশেষে অপেক্ষার অবসান। বিসিসিআইয়ের (BCCI) তরফে আজ, রবিবার আসন্ন আইপিএলের (IPL) সূচি প্রকাশ করা হল। ২৬ মার্চ গত বারের চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings) ও রানার্স আপ কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders) টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে। ৬৫ দিনের মধ্যে মোট ৭০টি লিগের ম্যাচ এবং ৪টি প্লে অফের ম্যাচ খেলা হবে। আইপিএল-১৫-তে গ্রুপ পর্যায়ে মোট ১৪টি ম্যাচ খেলবে কলকাতা নাইট রাইডার্স। নাইটদের প্রথম ম্যাচ ২৬ মার্চ ওয়াংখেড়েতে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে। ৩০ মার্চ দ্বিতীয় ম্যাচে ডিওয়াই পাটিল স্টেডিয়ামে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে নামবে নাইটরা। এর পর ১ এপ্রিল ওয়াংখেড়েতে পঞ্জাব কিংসের বিরুদ্ধে ম্যাচ রয়েছে ভেঙ্কটেশদের। ৬ এপ্রিল পুণের এমসিএ স্টেডিয়ামে রোহিত শর্মার মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে নামবে শ্রেয়সের কলকাতা। ১০-১৫ এপ্রিল ব্রেবোর্ন স্টেডিয়ামেই নাইটরা খেলবে পরপর ৩টি ম্যাচ। ১০ এপ্রিল পন্থের দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে খেলা রয়েছে কিং খানের দলের। ১৫ এপ্রিল নাইটরা মুখোমুখি হবে সানরাইজার্স হায়দরাবাদের। ১৮ তারিখ রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে খেলা রয়েছে কামিন্সদের।

এর পর ডিওয়াই পাটিল স্টেডিয়ামে ২৩ এপ্রিল গুজরাত টাইটান্সের মুখে নামবে কেকেআর। ২৮ তারিখ ওয়াংখেড়েতে পন্থের দিল্লির বিরুদ্ধে খেলা রয়েছে কলকাতার। এর পর ২ মে-তে মুম্বইয়ের ওয়াংখেড়েতেই সঞ্জুর রাজস্থানের বিরুদ্ধে খেলবে বেগুনি শিবির। এমসিএতে ৭ তারিখ লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে ম্যাচ রয়েছে নারিনদের। ৯ তারিখ আবার ডিওয়াই পাটিলে মুম্বইের বিরুদ্ধে ম্যাচ শ্রেয়সদের। লিগ পর্বে কেকেআর শেষ দুটি ম্যাচে ১৪ মে পুণেতে হায়দরাবাদ ও ১৮ মে ডিওয়াই পাটিলে লখনউয়ের বিরুদ্ধে খেলবে।

মুম্বইতে হবে আইপিএলের ৫৫টি ম্যাচ। এবং পুনেতে হবে ১৫টি ম্যাচ। বিসিসিআইয়ের পক্ষ থেকে আইপিএলের সূচি প্রকাশ করা হলেও এখনও প্লে অফের ৪টি ম্যাচের ভেনু ঘোষণা করা হয়নি। তবে ফাইনাল হওয়ার কথা ২৯ মে। মুম্বইয়ের ওয়াংখেড়েতে হবে আইপিএলের ২০টি ম্যাচ। ডিওয়াই পাটিল স্টেডিয়ামও ২০ টি ম্যাচ আয়োজন করবে। ব্রেবোর্ন স্টেডিয়ামে হবে ১৫টি ম্যাচ।

আরও পড়ুন: ICC Women World Cup 2022: বাইশ গজের মাসি-পিসি

আরও পড়ুন: India vs Sri Lanka: লাকি মোহালিতে জাত চেনালেন অল-রাউন্ডার জাডেজা

আরও পড়ুন: India vs Sri Lanka: মোহালিতে তিন দিনেই শ্রীলঙ্কাকে গুটিয়ে দিল টিম ইন্ডিয়া