IPL 2025: এই ৪ বিদেশিকে পাওয়া যাবে না… মাঠে নামার আগেই বড় ধাক্কা আইপিএলের ৩ টিমের!

অভিষেক সেনগুপ্ত | Edited By: দীপঙ্কর ঘোষাল

Jan 14, 2025 | 3:13 PM

Indian Premier League 2025: এই পরিস্থিতি থেকে কি পরিত্রাণ নেই? হবে, যদি রিজার্ভে থাকা কোনও প্লেয়ার অভাব পুষিয়ে দিতে পারেন। ট্রফির স্বপ্ন যদি থাকে, তাও ঘেঁটে যেতে পারে অনেকটাই। যা এখন থেকেই চিন্তায় ফেলে দিচ্ছে তিনটে টিমকে।

IPL 2025: এই ৪ বিদেশিকে পাওয়া যাবে না... মাঠে নামার আগেই বড় ধাক্কা আইপিএলের ৩ টিমের!
Image Credit source: PTI FILE

Follow Us

কলকাতা: আইপিএল শুরু হতে ২ মাস বাকি। তার আগেই বড়সড় ধাক্কার সামনে আইপিএলের তিন টিম। যার মধ্যে আবার এক টিমের ক্ষতি হবে সবচেয়ে বেশি। অন্য দুটো টিমের বোলিং ক্ষতিগ্রস্থ হতে ভালো রকম। এই পরিস্থিতি থেকে কি পরিত্রাণ নেই? হবে, যদি রিজার্ভে থাকা কোনও প্লেয়ার অভাব পুষিয়ে দিতে পারেন। মোদ্দা কথা, চাপের মুখে পড়তে হবে এই তিন টিমকে। ট্রফির স্বপ্ন যদি থাকে, তাও ঘেঁটে যেতে পারে অনেকটাই। যা এখন থেকেই চিন্তায় ফেলে দিচ্ছে তিনটে টিমকে।

আইপিএলের তিনটে টিম চার বিদেশিকে পাবে না। শুরুতে নয়, প্লে-অফে পৌঁছলে। এই চার বিদেশি আর কেউ নন, অস্ট্রেলিয়ার চার ক্রিকেটার— প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, জশ হ্যাজলউড আর ট্রাভিস হেড। ভারতকে ঘরের মাঠে সিরিজ হারিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল প্রায় নিশ্চিত করে ফেলেছে অজিরা। আইপিএল শেষ হলেই দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ফাইনাল খেলতে হবে।

আইপিএল ফাইনাল খেলে গেলে প্রস্তুতির সময়ই পাওয়া যাবে না। সেই কারণেই প্লে-অফের আগেই অস্ট্রেলিয়ার টেস্ট টিমের চার ক্রিকেটার দেশে ফিরবেন। যা চাপে ফেলে দিতে পারে তাদের টিমকে। এই তিনটে টিম সানরাইজার্স হায়দরাবাদ। যারা গতবার কামিন্সের ক্যাপ্টেন্সিতে ফাইনাল খেলেছিল। কেকেআরের কাছে হেরে যায়। কামিন্স ছাড়াও এই টিমে রয়েছে হেডও। এই দু’জনের পারফরম্যান্সের উপর নির্ভর করবে হায়দরাবাদের সাফল্য। সেই তাঁদেরই যদি প্লে-অফে না পাওয়া যায়, হায়দরাবাদকে ভুগতেই হবে।

এই খবরটিও পড়ুন

অন্য দুটো টিম দিল্লি ক্যাপিটালস ও আরসিবি। কলকাতাকে চ্যাম্পিয়ন করে দিল্লিতে গিয়েছেন স্টার্ক। টিমকে সাফল্য দেওয়ার জন্য তিনি যে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারেন, কেকেআরেই দেখিয়ে দিয়েছেন। দিল্লির হয়েও একই ভূমিকায় দেখা যেতে পারে তাঁকে। দিল্লি কখনওই আইপিএল ট্রফি জেতেনি। স্টার্ক ভালো খেললে টিমের ট্রফির স্বপ্ন স্পষ্ট হতে পারে।

আরসিবির ক্ষেত্রেও একই ব্যাপার। কখনও খেতাব না জেতা আরসিবি এ বার হ্যাজলউডকে বোলিং বিভাগের মুখ হিসেবে ব্যবহার করতে চায়। কিন্তু বিরাট কোহলির টিম প্লে-অফে উঠলে সেরা অস্ত্রকেই হাতছাড়া করতে হবে।

Next Article