WBBL 2023: হরমনপ্রীত কৌরের হাত ধরে মেয়েদের বিগ ব্যাশ লিগে বলিউড গানের তড়কা!

চলতি উইমেন্স বিগ ব্যাশ লিগে এ বার বলিউডের তড়কা। আর নেপথ্যে ভারতের অধিনায়ক হরমনপ্রীত কৌর (Harmanpreet Kaur)। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় হরমনপ্রীত কৌরের সঙ্গে শ্রীলঙ্কার অধিনায়ক চামারি আতাপাত্তুর (Chamari Atapattu) এক কথোপকথনের ভিডিয়ো ভাইরাল হয়েছে। যেখানে তাঁদের বলিউড গান নিয়ে কথা বলতে শোনা গিয়েছে।

WBBL 2023: হরমনপ্রীত কৌরের হাত ধরে মেয়েদের বিগ ব্যাশ লিগে বলিউড গানের তড়কা!
WBBL 2023: হরমনপ্রীত কৌরের হাত ধরে মেয়েদের বিগ ব্যাশ লিগে বলিউড গানের তড়কা! Image Credit source: Melbourne Renegades X
Follow Us:
| Edited By: | Updated on: Nov 01, 2023 | 8:30 AM

সিডনি: ক্রিকেটের ফ্র্যাঞ্চাইজি লিগ মানেই বিভিন্ন ভাষা ও সংস্কৃতির মেলবন্ধন। উইমেন্স বিগ ব্যাশ লিগেও (Women’s Big Bash League) একই ছবি দেখা যাচ্ছে। চলতি উইমেন্স বিগ ব্যাশ লিগে এ বার বলিউডের তড়কা। আর নেপথ্যে ভারতের অধিনায়ক হরমনপ্রীত কৌর (Harmanpreet Kaur)। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় হরমনপ্রীত কৌরের সঙ্গে শ্রীলঙ্কার অধিনায়ক চামারি আতাপাত্তুর (Chamari Atapattu) এক কথোপকথনের ভিডিয়ো ভাইরাল হয়েছে। যেখানে তাঁদের বলিউড গান নিয়ে কথা বলতে শোনা গিয়েছে। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।

উইমেন্স বিগ ব্যাশ লিগে ক্রিকেটারদের মধ্যে ঐক্য বাড়াতে এ বার বিরাট ভূমিকা পালন করছে বলিউডের গান। মেলবোর্ন রেনেগ্রেডসে এই নিয়ে দ্বিতীয় মরসুম খেলছেন হরমনপ্রীত কৌর। তিনি জানিয়েছেন, মেয়েদের বিগ ব্যাশ লিগে তাঁর সতীর্থরা তাঁকে সব সময় হিন্দি গান চালানোর অনুরোধ করেন। লঙ্কান অধিনায়ক চামারি আতাপাত্তুকে এই নিয়ে হরমনপ্রীত কৌর বলেছেন, ‘রেনেগ্রেডস দলের সবাই ভারতীয় গান পছন্দ করে। ওরা আমার প্লে লিস্ট শোনার জন্য সব সময় মুখিয়ে থাকে। আমি নিজেও বলিউডের গানের বিরাট ভক্ত। আমাকে দেখে যে কারমে আমার দলের অনেকে বলিউড গানের প্রেমে পড়ে গিয়েছে।’

হ্যারির এই কথা শুনে চামারি আতাপাত্তু জানান, তিনিও হিন্দি গানের ভক্ত। চামারি বলেন, ‘আমিও হিন্দি গান ভীষণ ভালোবাসি। শ্রীলঙ্কা টিমে আমার সতীর্থরাও নিয়মিত ভারতীয় গান শোনে। মাঠে ও মাঠের বাইরে তাতে আমাদের আত্মিক যোগ বাড়ে।’ হরমনপ্রীত ও চামারি বিগ ব্যাশ লিগে স্থানীয় প্রতিভাদের নিয়েও আশার কথা শুনিয়েছেন। চামারি বলেন, ‘আমার মনে হয় উইমেন্স বিগ ব্যাশ লিগ ও উইমেন্স ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ বিশ্বের সবচেয়ে প্রতিদ্বন্দ্বিতামূলক দুটো প্রতিযোগিতা। উইমেন্স বিগ ব্যাশ লিগের মাধ্যমে স্থানীয় প্রতিভারা উঠে আসে। তাতে টুর্নামেন্টের খেলার মানও অনেক ভালো হয়ে যায়।’ এই প্রসঙ্গে হরমনপ্রীত বলেন, ‘উইমেন্স বিগ ব্যাশ লিগে অনেক ইতিবাচক ব্যাপার রয়েছে। তবে স্থানীয় ক্রিকেটার এবং ফ্র্যাঞ্চাইজির মালিকদের তাঁদের প্রতি মনোভাব সবচেয়ে বেশি আকর্ষণীয়। কঠোর পরিশ্রম করে ওরা সবাই নজর কেড়ে নিচ্ছে।’