IND vs AUS, Rishabh Pant: গাব্বায় ফুটছেন ঋষভ পন্থ! যা বলছেন অজি দুর্গ ভাঙার নায়ক…

Dec 14, 2024 | 8:16 AM

India vs Australia 3rd Test: বিরাট কোহলি প্রথম টেস্ট খেলেই দেশে ফিরেছিলেন। দলে ক্রমশ চোটের সংখ্যাও বাড়তে থাকে। নেট বোলার হিসেবে যাওয়া নটরাজনকেও নামাতে হয়। বলা যায় বি টিম নিয়েই অজি বধ। আর সেই গর্বের এপিসেন্টার হয়ে দাঁড়ায় গাব্বা। কী বলছেন নায়ক ঋষভ পন্থ?

IND vs AUS, Rishabh Pant: গাব্বায় ফুটছেন ঋষভ পন্থ! যা বলছেন অজি দুর্গ ভাঙার নায়ক...
Image Credit source: ScreenGrab

Follow Us

‘টুটা হ্যায় গাবা কা ঘমন্ড…’, বিবেক রাজদানের সেই কমেন্ট্রি এখনও কানে বাজে অনেকেরই। গত অস্ট্রেলিয়া সফর ভারতীয় ক্রিকেটের ইতিহাসে অন্যতম সেরা মুহূর্ত তৈরি করেছে। সিরিজের প্রথম টেস্টে ৩৬ রানে অলআউট হওয়া থেকে সিরিজ জয়। শেষ ম্যাচে ৩০০ প্লাস রান তাড়া করে অবিশ্বাস্য সিরিজ জয়ের ইতিহাস। চূড়ান্ত কঠিন পরিস্থিতিতে ছিল ভারতীয় টিম। বিরাট কোহলি প্রথম টেস্ট খেলেই দেশে ফিরেছিলেন। দলে ক্রমশ চোটের সংখ্যাও বাড়তে থাকে। নেট বোলার হিসেবে যাওয়া নটরাজনকেও নামাতে হয়। বলা যায় বি টিম নিয়েই অজি বধ। আর সেই গর্বের এপিসেন্টার হয়ে দাঁড়ায় গাব্বা। কী বলছেন নায়ক ঋষভ পন্থ?

দীর্ঘ ৩২ বছর ধরে ব্রিসবেনে অপরাজিত ছিল অস্ট্রেলিয়া। যার ফলে অজিরা গর্বিত। এমনকি গত সফরে সিডনি টেস্ট চলাকালীন অজি ক্যাপ্টেন টিম পেইন হুঁশিয়ারিও দিয়েছিলেন, গাব্বায় দেখে নেওয়ার! উল্টে দেখে নিয়েছিল ভারতের তরুণ ব্রিগেড। শুরুর দিকে শুভমন গিলের অনবদ্য ইনিংস। শেষটা করেছিলেন ঋষভ পন্থ। গর্বের গাব্বায় আরও খেলছে ভারত। উত্তেজনায় ফুটছেন ঋষভ পন্থ। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে যেতে এই ম্যাচ থেকে ঘুরে দাঁড়াতে হবেই।

ব্রিসবেনে গত বার চোট নিয়েও খেলেছিলেন পন্থ। গাব্বা জয়ের অভিজ্ঞতা নিয়ে সম্প্রচারকারী চ্যানেলে রবি শাস্ত্রীর সঙ্গে সাক্ষাৎকারে ঋষভ বলেন, ‘দুর্দান্ত অনুভূতি হয়েছিল। মাঠে ঢোকার পর চারিদিকে গর্জন, নিজের মধ্যে একটা পজিটিভ ফিলিং ছিল। আবারও এই মাঠে খেলার সুযোগ। ফিরতে পেরে ভালো লাগছে। সিরিজ এখন সমতায়। এখান থেকে ঘুরে দাঁড়ানো সম্ভব।’

এ বার অবশ্য প্রথম সেশন হতাশায় কাটল। দু-বার বৃষ্টির জন্য খেলা থামাতে হয়। ভারতের ঝুলিতে কোনও উইকেটও আসেনি। প্রাথমিক ভাবে ঠিক হয়েছিল ভারতীয় সময় ৮.২০ তে লাঞ্চ ব্রেক হবে। তবে বৃষ্টিতে খেলা বন্ধ থাকায় তার আগেই ব্রেক। লাঞ্চের পরও কতক্ষণে খেলা শুরু হবে, নিশ্চয়তা নেই। সার্বিক ভাবে প্রথম সেশনে মাত্র ১৩.২ ওভারের খেলা, চূড়ান্ত বিরক্তির।

Next Article