ঘরের মাঠে ওয়ান ডে বিশ্বকাপের পর থেকেই ক্রিকেটের বাইরে মহম্মদ সামি। চোট এতটাই গুরুতর ছিল যে অস্ত্রোপচারও করাতে হয়। সামিকে কবে পাওয়া যাবে, এই নিয়ে বিস্তর জল্পনা চলছিল। জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে রিহ্যাব পর্বের নানা ছবি, ভিডিয়ো পোস্ট করেছিলেন ভারতের অন্যতম সেরা পেসার। সে সময় পরিস্থিতি দেখে মনে হয়েছিল, বাংলাদেশ না হলেও নিউজিল্যান্ড সিরিজে তাঁকে পাওয়া যেতে পারে। যদিও মাঝেই নাম প্রকাশে বোর্ডের এক কর্তা সর্বভারতীয় সংবাদমাধ্যমে জানিয়েছিলেন, রিহ্যাব পর্বে নতুন করে চোট পেয়েছেন সামি। যা তাঁর ফিট হওয়ার পথে অন্তরায় হয়ে দাঁড়িয়েছে।
অস্ট্রেলিয়ায় বর্ডার-গাভাসকর ট্রফিতে মহম্মদ সামিকে পাওয়া যাবে কিনা, এই নিয়ে নতুন করে ধোঁয়াশা তৈরি হয় সামির চোটের খবরে। সংবাদমাধ্যমে এই খবর প্রকাশিত হতেই, বেশ কিছু পেপার কাটিং সহ সামি দাবি করেছিলেন, সব ভুয়ো খবর। মহম্মদ সামির ফিটনেস এবং বর্ডার-গাভাসকর ট্রফিতে তাঁকে পাওয়া নিয়ে এ বার ভারত অধিনায়ক রোহিত শর্মা বড় আপডেট দিলেন। যাতে একটা জিনিস পরিষ্কার, সামির নতুন চোট ‘ভুয়ো’ খবর ছিল না। পাশাপাশি প্রশ্নও উঠছে, বোর্ডের মেডিক্যাল টিমের তরফে সামির কোনও আপডেট কেন দেওয়া হয়নি।
বুধবার শুরু নিউজিল্যান্ড টেস্ট। এ দিন বৃষ্টিতে প্র্যাক্টিস পণ্ড হলেও সাংবাদিক সম্মেলনে ছিলেন অধিনায়ক রোহিত শর্মা। এই সিরিজের পাশাপাশি মহম্মদ সামির প্রসঙ্গেও জানতে চাওয়া হয়। রোহিত বলেন, ‘সামি প্রায় এক বছর খেলেনি। এই মুহূর্তে আমাদের পক্ষেও বলা মুশকিল, অস্ট্রেলিয়া সিরিজে ওকে পাওয়া যাবে কিনা। ওর রিহ্যাবে বড় ধাক্কা খেয়েছে। একশো শতাংশ ফিট হওয়ার পথেই ছিল।’
এরপরই রোহিত যোগ করেন, ‘সামি জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতেই রয়েছে। রিকোভারির মাঝেই ওর নতুন করে সমস্যা দেখা দেয়। হাঁটু ফুলে গিয়েছিল। রিহ্যাব পর্বে যা বড় ধাক্কা। ওকে আবার নতুন করে শুরু করতে হয়েছে। ফিজিও, চিকিৎসকদের সঙ্গে কাজ করছে। আমরাও চাই অস্ট্রেলিয়া সিরিজের আগে ফিট হয়ে উঠুক সামি। তবে আধা ফিট সামিকে নিয়ে যেতে চাই না। সেটা সঠিক সিদ্ধান্ত হবে না। এত দিন পর ফিরলেও অস্ট্রেলিয়ায় গিয়ে সাফল্য পাবে, গ্যারান্টি নেই। ওকে নিয়ে কোনও তাড়াহুড়ো করতে চাই না। সামিকে একশো শতাংশ ফিট হওয়ার পর্যাপ্ত সুযোগ দেওয়া হবে। ঘরোয়া ক্রিকেটেও খেলবে। এরপর দেখা যাক কী পরিস্থিতি থাকে।’