কলকাতা: দুটো সহজ কারণ তুলে ধরছে ক্রিকেট মহল। এক, পারথে লোকেশ রাহুল ও যশস্বী জয়সওয়াল ওপেনার হিসেবে চমৎকার পারফর্ম করেছেন। টিমের জয়ের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলে। দুই, পারথ টেস্টে ওপেনিং জুটি ভেঙে যাঁকে ফেরানোর কথা বলা হচ্ছে, তিনি একেবারেই ফর্মে নেই। এই পরিস্থিতিতে কি ঝুঁকি নেওয়া উচিত? বিশেষজ্ঞ মহল কিন্তু মানছে না। বরং রাহুল-যশস্বীর ওপেনিং জুটি ভাঙার বিপক্ষেই রায় দিচ্ছেন সকলে। রোহিত শর্মা টিমে ফিরছেন অ্যাডিলেড টেস্টে। কত নম্বরে ব্যাট করবেন তিনি? ভারতের এক প্রাক্তন ওপেনার দাওয়াই বাতলে দিচ্ছেন।
টাইমস অফ ইন্ডিয়াকে দেওয়া সাক্ষাৎকারে দেবাং গান্ধী বলেছেন, ‘মিডল অর্ডার ব্যাটারের পক্ষে তার কেরিয়ারের শেষ দিকে ওপেনার হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করা কঠিন কাজ। কিন্তু একজন ওপেনারের মিডল অর্ডারে গিয়ে ব্যাট করা কিন্তু সহজ। বিশেষ করে রোহিতের ক্ষেত্রে। আমার তো মনে হয়, রোহিতের ৬ নম্বরে ব্যাট করা উচিত। কারণ ঋষভ পন্থ কিন্তু ৫ নম্বরে দারুণ পারফর্ম করেছে। রোহিতের সঙ্গে পন্থ খেললে ডানহাতি-বাঁ হাতি কম্বিনেশন তৈরি হবে।’
নিউজিল্যান্ড সিরিজে ওপেনার হিসেবে রোহিত কার্যত কিছুই করতে পারেননি। মাত্র ৯১ রান করেছিলেন। একটাই হাফসেঞ্চুরি এসেছিল তাঁর ব্যাট থেকে। যা নিয়ে উদ্বেগ প্রকাশও করেছিলেন অনেকে। অস্ট্রেলিয়ার মাটিতে এর আগে অবশ্য ৬ নম্বরে ব্যাট করেছেন রোহিত। মেলবোর্ন ও অ্যাডিলেড টেস্টে যথাক্রমে ৩৭, ১, ৬৩ নট আউট ও ৫ করেছেন। এ বার অ্যাডিলেডে পিঙ্কবল টেস্ট। দিন-রাতের ক্রিকেটে পিচ বড় ফ্যাক্টর। রোহিতের ব্যাটিং অর্ডার নিয়ে যে কারণে এত কথা চলছে।