Virat Kohli vs Steve Smith: বিরাট কোহলি বনাম স্টিভ স্মিথ, ভারত-অস্ট্রেলিয়া দ্বৈরথে পরিসংখ্যান যেমন…
Border-Gavaskar Trophy: ফ্যাব ফোরের দুই তারকা বিরাট কোহলি ও স্টিভ স্মিথের দিকেও। বিশ্বের অন্যতম সেরা দুই ব্যাটার কেমন পারফর্ম করবেন, তার উপরও সিরিজের ফল অনেকাংশে নির্ভর করবে। ভারত বনাম অস্ট্রেলিয়া সিরিজে এখনও অবধি এই দু-জনের পরিসংখ্যান কী বলছে?
Image Credit source: Bradley Kanaris/Getty Images/Cricket Australia Instagram
ফ্যাব ফোর। কেন উইলিয়ামসন, বিরাট কোহলি, স্টিভ স্মিথ এবং জো রুট। যদিও গত কয়েক বছরে জো রুট ছাড়া ধারাবাহিক ভাবে শিরোনামে ছিলেন না বাকিরা। সামনেই বর্ডার-গাভাসকর ট্রফি। ২২ নভেম্বর অস্ট্রেলিয়ার মাটিতে শুরু ভারতের পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ। নানা দিক থেকেই এই সিরিজ গুরুত্বপূর্ণ। প্রথমত, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে যেতে এই সিরিজ অন্তত ৪-১ ব্যবধানে জিততেই হবে ভারতকে। পরিস্থিতি কার্যত এক অস্ট্রেলিয়ারও। আর দলীয় লড়াইয়ে নজর থাকবে ফ্যাব ফোরের দুই তারকা বিরাট কোহলি ও স্টিভ স্মিথের দিকেও। বিশ্বের অন্যতম সেরা দুই ব্যাটার কেমন পারফর্ম করবেন, তার উপরও সিরিজের ফল অনেকাংশে নির্ভর করবে। ভারত বনাম অস্ট্রেলিয়া সিরিজে এখনও অবধি এই দু-জনের পরিসংখ্যান কী বলছে?
দেখে নেওয়া যাক…
- বর্ডার-গাভাসকর ট্রফি অর্থাৎ ভারত-অস্ট্রেলিয়া দ্বৈরথে ৩৫ ইনিংসে ১৮৮৭ রান করেছেন স্টিভ স্মিথ। ব্যাটিং গড় ৬৫.০৬। সেখানে বিরাট কোহলি ৪৮.২৬ গড়ে ৪২ ইনিংসে করেছেন ১৯৭৯ রান।
- ভারত-অস্ট্রেলিয়া টেস্টে ৮টি সেঞ্চুরি এবং পাঁচটি হাফসেঞ্চুরি করেছেন স্টিভ স্মিথ। বিরাট কোহলিও এক! অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্টে ৮টি সেঞ্চুরি এবং ৫টি হাফসেঞ্চুরি করেছেন কিং কোহলি।
- ভারতের বিরুদ্ধে টেস্টে এক ইনিংসে স্টিভ স্মিথের সর্বাধিক স্কোর ১৯২। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বিরাট কোহলির সর্বাধিক স্কোর ১৮৬।
- বর্ডার-গাভাসকর ট্রফিতে স্টিভ স্মিথ ২০৪টি বাউন্ডারি এবং ১০টি ছয় মেরেছেন। বিরাট কোহলি ২১৮টি বাউন্ডারি ও পাঁচটি ছয় মেরেছেন।
- বর্ডার-গাভাসকর ট্রফিতে দুটি ডাক (শূন্য) রয়েছে স্টিভ স্মিথের। বিরাট কোহলির রয়েছে তিনটি ডাক!