T20 WC 2024: ফ্লোরিডায় মাঠে মারা গেল কুল-চা জুটির বিশ্বকাপ স্বপ্ন!
ICC MEN’S T20 WC 2024: এ বারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে দুর্দান্ত পারফর্ম করেছেন। একাধিক রেকর্ডও গড়েছেন। বিশ্বকাপের স্কোয়াডে চার স্পিনার রাখা হয়েছে। এখনও অবধি দুই বাঁ হাতি স্পিন বোলিং জুটি রবীন্দ্র জাডেজা এবং অক্ষর প্যাটেলেই ভরসা রেখেছে টিম ম্যানেজমেন্ট। তার অন্যতম কারণ, ব্যাটিং গভীরতা বাড়ানো। অক্ষর কিংবা জাডেজাকে বাদ দেওয়া মানে ব্যাটিং গভীরতা কমবে।
এ বারের বিশ্বকাপে কি আর সুযোগ পাবেন যুজবেন্দ্র চাহাল কিংবা কুলদীপ যাদব? ফ্লোরিডায় কানাডার বিরুদ্ধে ম্যাচ ভেস্তে যাওয়ায় এমন প্রশ্নই উঁকি দিচ্ছে। সেই ২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে ম্যাচ খেলার সুযোগ পেয়েছিলেন ডান হাতি রিস্ট স্পিনার যুজবেন্দ্র চাহাল। ২০২১ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে স্কোয়াডেই জায়গা হয়নি। গত বারের টি-টোয়েন্টি বিশ্বকাপ হয়েছিল অস্ট্রেলিয়ায়। টুর্নামেন্ট শুরুর আগে অনেকেই বলছেন, ভারতের সেরা অস্ত্র হয়ে উঠতে পারেন চাহাল। অস্ট্রেলিয়ার বিগ ব্য়াশ লিগেও দেখা যায় রিস্ট স্পিনারদের দাপট। ভারতীয় টিমও এই স্ট্র্যাটেজি কাজে লাগাবে, এমনটাই মনে করা হচ্ছিল। যদিও অস্ট্রেলিয়ায় যাওয়াই হয়েছিল শুধু, খেলার আর সুযোগ পাননি চাহাল।
এ বারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে দুর্দান্ত পারফর্ম করেছেন। একাধিক রেকর্ডও গড়েছেন। বিশ্বকাপের স্কোয়াডে চার স্পিনার রাখা হয়েছে। এখনও অবধি দুই বাঁ হাতি স্পিন বোলিং জুটি রবীন্দ্র জাডেজা এবং অক্ষর প্যাটেলেই ভরসা রেখেছে টিম ম্যানেজমেন্ট। তার অন্যতম কারণ, ব্যাটিং গভীরতা বাড়ানো। অক্ষর কিংবা জাডেজাকে বাদ দেওয়া মানে ব্যাটিং গভীরতা কমবে। অক্ষর কিছুটা পারফর্ম করলেও জাডেজা সেই অর্থে এখনও ছাপ ফেলতে পারেননি।
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে চোখ ধাঁধানো পারফর্ম করেছেন কুলদীপ যাদবও। আমেরিকা ও ওয়েস্ট ইন্ডিজের পিচ ভারতের মতোই। পরস্থিতিও। সে কারণেই স্পিনার বেশি। যার জেরে মূল স্কোয়াডে জায়গা হয়নি রিঙ্কু সিং, শুভমন গিলদের। তাদের রাখা হয়েছে স্ট্যান্ডবাইতে। এর মধ্যে ওপেনিংয়ে নানা অপশন থাকায় শুভমনকে ছেড়ে দেওয়া হচ্ছে বলেই খবর।
প্রথম তিন ম্যাচ জিতে সুপার এইট নিশ্চিত হওয়ায় মনে করা হয়েছিল, কানাডার বিরুদ্ধে গ্রুপের শেষ ম্যাচে কুলদীপ কিংবা চাহালকে সুযোগ দেওয়া হতে পারে। পরিকল্পনা সঠিক প্রমাণিত হলে, সুপার এইটে সুযোগ মিলতে পারত। আপাতত সেই আশা ধাক্কা খেয়েছে। ফ্লোরিডায় যেন ভেসে গিয়েছে কুলদীপ চাহালের স্বপ্নও। ওয়েস্ট ইন্ডিজে সুপার এইট পর্বের ম্যাচে হয়তো কুলদীপকে দেখা যেতে পারে। চাহালের ক্ষেত্রে সেই সম্ভাবনা ক্ষীণ।