Team India: পরিবারে বিরাট ক্ষতি, তড়িঘড়ি দেশে ফিরলেন ভারতের বোলিং কোচ

ICC Champions Trophy 2025: ভারতের সব ম্যাচই দুবাইতে। এমনকি সেমিফাইনাল এবং ভারত ফাইনালে উঠলে সেই ম্যাচও দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামেই হবে। রোহিত শর্মার নেতৃত্বাধীন ভারতীয় দল দুবাই পৌঁছে প্রস্তুতিও শুরু করেছে। এরই মধ্যে মাথায় বাজ পড়ার মতোই খবর।

Team India: পরিবারে বিরাট ক্ষতি, তড়িঘড়ি দেশে ফিরলেন ভারতের বোলিং কোচ
Image Credit source: PTI FILE

Feb 18, 2025 | 1:26 PM

চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু হচ্ছে কাল। মিনি বিশ্বকাপে ভারত নামছে বৃহস্পতিবার। ভারতের প্রথম প্রতিপক্ষ বাংলাদেশ। চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক পাকিস্তান হলেও টুর্নামেন্ট হবে হাইব্রিড মডেলে। ভারতের সব ম্যাচই দুবাইতে। এমনকি সেমিফাইনাল এবং ভারত ফাইনালে উঠলে সেই ম্যাচও দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামেই হবে। রোহিত শর্মার নেতৃত্বাধীন ভারতীয় দল দুবাই পৌঁছে প্রস্তুতিও শুরু করেছে। এরই মধ্যে মাথায় বাজ পড়ার মতোই খবর।

রবিবার ভারতের প্রথম প্র্যাক্টিস সেশন ছিল। উপস্থিত ছিলেন বোলিং কোচ মর্নি মর্কেলও। গতকাল অর্থাৎ সোমবার সন্ধ্যায় ভারতের অনুশীলন ছিল। চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচগুলি যেহেতু ডে-নাইট সে কারণে দু-দিন ভিন্ন সময়ে প্র্যাক্টিস সেরেছে ভারতীয় দল। তবে সোমবারের প্র্যাক্টিসে ছিলেন না বোলিং কোচ মর্নি মর্কেল। তড়িঘড়ি দেশে ফিরতে হয়েছে দক্ষিণ আফ্রিকার এই প্রাক্তন পেসারকে।

প্রাথমিক ভাবে বলা হয়েছিল, ব্যক্তিগত কারণে তাঁকে দেশে ফিরতে হয়েছে। সর্বভারতীয় সংবাদমাধ্যম দৈনিক জাগরণের খবর অনুযায়ী, মর্নি মর্কেলের বাবার মৃত্যু হয়েছে। সে কারণেই তাঁকে দেশে ফিরতে হয়েছে। মর্কেল কবে দুবাইতে ভারতীয় টিমের সঙ্গে যোগ দেবেন তা এখনও নিশ্চিত নয়। তবে এমন হতাশার খবরে বড় ধাক্কা খেয়েছে ভারতীয় টিমের প্লেয়াররাও। আজ অবশ্য ভারতীয় টিমের প্র্যাক্টিস নেই। পরপর দু-দিন অনুশীলন করায় আজ রিকোভারির জন্য ছুটি দেওয়া হয়েছে। ম্যাচের আগের দিন অর্থাৎ বুধবার ফের প্রস্তুতিতে নামার কথা ভারতীয় দলের।