MS Dhoni: ‘অন্তত আরও বছর দুয়েক…’, ধোনিকে নিয়ে বড় মন্তব্য ব্যাটিং কোচের

May 16, 2024 | 6:00 PM

Michael Hussey on Dhoni: গত মরসুমে ধোনিকে পোস্ট ম্যাচ প্রেজেন্টেশনে সঞ্চালক হর্ষ ভোগলে জিজ্ঞেস করেছিলেন অবসর প্রসঙ্গে। ধোনি ধোঁয়াশা রেখেই জানিয়েছিলেন, তাঁকে চেন্নাই সুপার কিংসে দেখা যাবে। তবে সেটা খেলোয়াড় হিসেবে না অন্য কোনও ভূমিকায়, বলা যাচ্ছে না। এ বার কী বলবেন ধোনি! সেটাও যেন রহস্য। চেন্নাই সুপার কিংস ব্যাটিং কোচ মাইকেল হাসি আশা করছেন ধোনি অন্তত আরও বছর দুয়েক খেলা চালিয়ে যেতে পারেন।

MS Dhoni: অন্তত আরও বছর দুয়েক..., ধোনিকে নিয়ে বড় মন্তব্য ব্যাটিং কোচের
Image Credit source: CSK

Follow Us

মহেন্দ্র সিং ধোনির কি এটাই শেষ আইপিএল? নিশ্চিত করে কিছুই বলা যায় না। গত কয়েক বছর ধরেই এই জল্পনা চলছে। আর সকলের জল্পনা ভুল প্রমাণ করে দক্ষতার সঙ্গে খেলে চলেছেন মহেন্দ্র সিং ধোনি। বয়স যে শুধুই সংখ্যা মাত্র, বার বার প্রমাণ করছেন। ব্যাটিংয়ে হয়তো নামছেন কিছু সময়ের জন্য। তবে তাঁর রানিং বিটউইন দ্য উইকেট, ২০ ওভার কিপিং করা সহজ নয়। তাও আবার হাঁটুর চোট নিয়েই। এ বার মরসুমের শুরুতেই নেতৃত্বের দায়িত্ব ঋতুরাজ গায়কোয়াড়ের হাতে তুলে দেওয়ায় জল্পনার শুরু। তেমনই শুরুর সেই দিনের মতো বড় চুল রেখেছেন। যদিও ধোনির অবসর নিয়ে বড় মন্তব্য় চেন্নাই সুপার কিংস ব্যাটিং কোচ মাইকেল হাসির।

এর আগেও চেন্নাই সুপার কিংসের নেতৃত্ব ছেড়েছিলেন মহেন্দ্র সিং ধোনি। ব্যাটন তুলে দিয়েছিলেন রবীন্দ্র জাডেজাকে। যদিও নেতৃত্বের বাড়তি চাপের প্রভাব পড়ে জাডেজার পারফরম্যান্সে। চোটের কারণে মরসুমের মাঝ পথেই ছিটকে গিয়েছিলেন জাড্ডু। ফের নেতৃত্ব তুলে নেন মহেন্দ্র সিং ধোনি। পরবর্তী ক্যাপ্টেন হিসেবে ধোনি তৈরি করছিলেন ঋতুরাজ গায়কোয়াড়কে। এ বার তাঁকে নেতৃত্ব তুলে দেন। ভরসা দিয়েছেন ঋতুরাজ। সম্ভাবনা বাড়ছে, ধোনির হয়তো এটিই শেষ আইপিএল।

লিগ পর্বের শেষ ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে খেলবে চেন্নাই সুপার কিংস। পাঁচ বারের চ্যাম্পিয়ন চেন্নাই এ বার প্লে-অফে জায়গা করে নিতে পারবেন কিনা, নির্ভর করছে সেই ম্যাচের ফলের উপর। চেন্নাই সুপার কিংস ব্যাটিং কোচ মাইকেল হাসি আশা করছেন ধোনি অন্তত আরও বছর দুয়েক খেলা চালিয়ে যেতে পারেন। মাইক হাসি বলছেন, ‘ধোনি সবটা খোলসা করে না। আমরাও আশা করছি, ধোনি খেলা চালিয়ে যাক।’

শুধু আবেগ নয়, যুক্তি দিয়েও বোঝাচ্ছেন হাসি। চেন্নাই ব্যাটিং কোচের কথায়, ‘ও দুর্দান্ত ব্যাটিং করছে। প্রস্তুতির ক্ষেত্রেও কোনও খামতি নেই। প্র্যাক্টিসে সকলের আগে পৌঁছে যায়। দীর্ঘ সময় ব্যাটিং করে। দুর্দান্ত ছন্দে রয়েছে। আমরা শুধু ওর ওয়ার্কলোড ম্যানেজের চেষ্টা করছি। গত বছরই ওর হাঁটুতে অস্ত্রোপচার হয়েছে। মরসুমের শুরু থেকে সেটাই ম্যানেজ করার দিকে নজর দিচ্ছে। ব্যক্তিগত ভাবে আমার প্রত্যাশা, ও অন্তত আরও বছর দুয়েক খেলা চালিয়ে যাক। তবে ও কী ভাবছে তার উপর সবটা নির্ভর করছে। এই সিদ্ধান্ত পুরোপুরি ওর। গত বছরও একটু রহস্য তৈরি করেছিল। আমার মনে হয় না, এত দ্রুত কোনও সিদ্ধান্তে পৌঁছবে।’

গত মরসুমে ধোনিকে পোস্ট ম্যাচ প্রেজেন্টেশনে সঞ্চালক হর্ষ ভোগলে জিজ্ঞেস করেছিলেন অবসর প্রসঙ্গে। ধোনি ধোঁয়াশা রেখেই জানিয়েছিলেন, তাঁকে চেন্নাই সুপার কিংসে দেখা যাবে। তবে সেটা খেলোয়াড় হিসেবে না অন্য কোনও ভূমিকায়, বলা যাচ্ছে না। এ বার কী বলবেন ধোনি! সেটাও যেন রহস্য।

Next Article