Cheteshwar Pujara: টেস্টে বিরাটের জায়গায় কে? পরিবর্ত খুঁজে দিলেন চেতেশ্বর পূজারা
Cheteshwar Pujara on Virat Kohli Replacement: রোহিত তো অবসর নিয়েইছেন, সঙ্গে এ বার বিরাটও। ভারতের ব্যাটিং অর্ডারে চার নম্বরে কে হতে পারেন বিরাট কোহলির বিকল্প? চেতেশ্বর পূজারা তা নিয়েই পরামর্শ দিলেন।

এক দিন আগেই টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়েছেন বিরাট কোহলি। বর্ডার-গাভাসকর ট্রফিতে সিডনি টেস্টেই যে এই ফরম্যাটে কেরিয়ারের শেষ ম্যাচটি খেলে ফেলেছিলেন, তা অবশ্য বোঝা যায়নি। বরং, তখন থেকে যে কথা বারবার উঠে আসছিল, হয়তো রোহিত অবসর নেবেন টেস্ট থেকে, বিরাট আরও বছর দুয়েক খেলা চালিয়ে যাবেন। রোহিত তো অবসর নিয়েইছেন, সঙ্গে এ বার বিরাটও। ভারতের ব্যাটিং অর্ডারে চার নম্বরে কে হতে পারেন বিরাট কোহলির বিকল্প? চেতেশ্বর পূজারা তা নিয়েই পরামর্শ দিলেন।
বিরাটের বিকল্প খুঁজে পাওয়া যে অসম্ভব, পরিষ্কার করে দিয়েছেন চেতেশ্বর পূজারা। বেশ কয়েকটি সিরিজ খেলার পর হয়তো কাউকে এমন পাওয়া যেতে পারে যিনি বিরাটের অভাব কিছুটা হলেও পূরণ করতে পারেন। সামনেই ইংল্যান্ড সিরিজ। পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলবে ভারত। এর মাধ্যমে শুরু হচ্ছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন পর্বও। প্রথম দুই সংস্করণেই ফাইনালে জায়গা করে নিয়েছিল ভারত। দু-বারই রানার্স। এ বার ফাইনালের হ্যাটট্রিক হয়নি। এরপরই যে সিনিয়রদের উপর কোপ পড়তে পারে, আভাস ছিলই।
ইংল্যান্ড সফরের জন্য দল ঘোষণা দ্রুতই হবে। মনে করা হচ্ছে, নেতৃত্ব দেওয়া হতে পারে শুভমন গিলকে। কিন্তু দুটো প্রশ্ন থাকছেই। রোহিতের জায়গায় ওপেনিংয়ে বিকল্প বেশ কিছু রয়েছে। কিন্তু চার নম্বর? চেতেশ্বর পূজারা মনে করছেন, বর্তমান ক্রিকেটারদের মধ্যে শুভমন গিলকে এই চার নম্বরে দেখা যেতে পারে।
পূজারার কথায়, ‘চার নম্বরে ব্যাটিংয়ের জন্য সেরা বিকল্প কে হতে পারেন, তা খুঁজে পেতে কয়েকটি সিরিজ প্রয়োজন। দলের সেরা ব্যাটারকে চার নম্বরে চাই। টিম ম্যানেজমেন্টের কাছে যা চ্যালেঞ্জের বিষয়। শুভমন গিল একটা বিকল্প হতে পারে। তবে ও তিনে ব্যাট করছে। ও কি চাইবে চারে ব্যাট করতে? এই প্রশ্নটাও থাকছে।’
