India vs England 2021: ফের ব্যর্থ পূজারা, চাপ বাড়ছে বিরাটের
প্রশ্ন হল, ভারতীয় টিম ম্যানেজমেন্ট কি নতুন কাউকে খেলাতে চাইবে? লর্ডসেও বড় রান পাননি তিনি। তা সত্ত্বেও তাঁকে খেলানো হয়েছে তৃতীয় টেস্টে। বিরাট কোহলি ও রবি শাস্ত্রী কি পরের ম্যাচে অন্য কাউকে খেলাবেন?
হেডিংলে: যন্ত্রণার নাম চেতেশ্বর পূজারা (Cheteshwar Pujara) বললে কি খুব ভুল হবে? যে ফর্মে রয়েছেন, তাতে তাঁকে নিয়েই এখন যত প্রশ্ন। হেডিংলেতে তৃতীয় টেস্টের প্রথম ইনিংসে ৯ বল খেলে মাত্র ১ রান করে ফিরে গিয়েছেন। যার পর আবার বিতর্ক শুরু হয়েছে। পূজারার পরিবর্ত হিসেবে নতুন কোনও মুখকে খেলানো উচিত কিনা, তা নিয়েও শুরু হয়ে গিয়েছে কথা।
লিডসে (Leeds) টসে জিতে ব্যাটিং নেওয়ার পর কার্যত বিপর্যয়ের মুখে পড়েছে ভারতীয় টিম (Team India)। পর পর উইকেট খুইয়ে রীতিমতো চাপে। শুরুতেই ওপেনার লোকেশ রাহুল (Kl Rahul) ০ রানে জেমস অ্যান্ডারসনের (James Anderson) বলে ফিরে যাওয়ার পর পূজারার দিকেই তাকিয়ে ছিল টিম। লম্বা একটা ইনিংস খেলতে পারলে হয়তো শুরুর চাপটা কাটানোও যেত। কিন্তু সেটা সম্ভব হয়নি। পূজারাও দ্রুত ফিরে গিয়েছেন জিমির বলে আউট হয়ে।
লিডসে অবশ্য শুধু পূজারা নন, প্রথম সারির আরও তিন ব্যাটসম্যান ব্যর্থ হয়েছেন। রাহুলের মতো দ্রুত ফিরে গিয়েছেন বিরাট কোহলিও। মাত্র ৭ করে। ভারতীয় টিমের ক্যাপ্টেনও দীর্ঘদিন ফর্মে নেই। লিডসে টিম যখন ৪-২, তখন তাঁর কাছে বড় রান আশা করেছিল টিম। তিনিও নিজেকে মেলে ধরতে পারেননি। ফর্মে না থাকা আর এক ব্যাটসম্যান অজিঙ্ক রাহানেও ফিরেছেন ১৮ করে।
গত মার্চ মাস থেকে একেবারেই ছন্দে নেই সৌরাষ্ট্রের ক্রিকেটার। গত মার্চ মাস থেকে একটাও হাফসেঞ্চুরি নেই তাঁর। ১২, ৮, ১৫, ২১, ৩৮, ৪, ১২, ৯, ৪৫ পূজারার শেষ ন’টা ইনিংসের রান। তিনি যে একেবারেই ফর্মে নেই, পারফরম্যান্সেই পরিষ্কার। যে কারণে ফারুখ ইঞ্জিনিয়ারের মতো প্রাক্তন পূজারার বদলির দাবি তুলেছেন।
প্রশ্ন হল, ভারতীয় টিম ম্যানেজমেন্ট কি নতুন কাউকে খেলাতে চাইবে? লর্ডসেও বড় রান পাননি তিনি। তা সত্ত্বেও তাঁকে খেলানো হয়েছে তৃতীয় টেস্টে। বিরাট কোহলি ও রবি শাস্ত্রী কি পরের ম্যাচে অন্য কাউকে খেলাবেন? সূর্যকুমার যাবদের মতো নতুন কাউকে খেলানোর দাবি কিন্তু উঠছে। যদি চাপ কমাতে হয়, তা হলে লিডসের দ্বিতীয় ইনিংসে একটা সেঞ্চুরি না হলেও হাফসেঞ্চুরি অন্তত করতেই হবে পূজারাকে।
আরও পড়ুন: IND vs ENG 3rd Test Day 1 Live: লাঞ্চ বিরতিতে ৪ উইকেট হারিয়ে চাপে ভারত