Mohammed Shami: মহম্মদ সামির ‘অগ্নিপরীক্ষা’ নিতে কল্যাণীতে অজিত আগরকর?

১৬ নভেম্বর, রবিবার কল্যাণীতে রয়েছে বাংলার রঞ্জি ম্যাচ। প্রতিপক্ষ অসম। ক্রিকেট মহলে কান পাতলে শোনা যাচ্ছে, সামিকে দেখার জন্য কল্যাণীতে যেতে পারেন জাতীয় নির্বাচক প্রধান অজিত আগরকর। তা হলে সেখানেই কি হবে মোরাদাবাদ এক্সপ্রেসের অগ্নিপরীক্ষা?

Mohammed Shami: মহম্মদ সামির অগ্নিপরীক্ষা নিতে কল্যাণীতে অজিত আগরকর?
মহম্মদ সামির 'অগ্নিপরীক্ষা' নিতে কল্যাণীতে অজিত আগরকর?Image Credit source: PTI

Nov 13, 2025 | 5:58 PM

কলকাতা: ইডেন গার্ডেন্সে একদিকে যখন শুভমন গিলের নেতৃত্বে ভারতের টেস্ট টিম খেলবে, সেই সময় কল্যাণীর ২২ গজে নেমে পড়বেন মহম্মদ সামিও! আগামিকাল, অর্থাৎ ১৪ নভেম্বর থেকে শুরু হচ্ছে ভারত ও দক্ষিণ আফ্রিকার প্রথম টেস্ট ম্যাচ। আর ১৬ নভেম্বর, রবিবার কল্যাণীতে রয়েছে বাংলার রঞ্জি (Ranji Trophy) ম্যাচ। প্রতিপক্ষ অসম। এই ম্যাচে তারকা পেসার মহম্মদ সামির (Mohammed Shami) খেলার কথা শোনা যাচ্ছে। সেইসঙ্গে ক্রিকেট মহলে কান পাতলে শোনা যাচ্ছে, সামিকে দেখার জন্য কল্যাণীতে যেতে পারেন জাতীয় নির্বাচক প্রধান অজিত আগরকর (Ajit Agarkar)। তা হলে সেখানেই কি হবে মোরাদাবাদ এক্সপ্রেসের অগ্নিপরীক্ষা?

বোর্ড বনাম সামি বিতর্ক!

বাংলার হয়ে এই মরসুমে রঞ্জি ট্রফি খেলতে এসে সামি তোপের পর তোপ দাগেন জাতীয় নির্বাচক প্রধান অজিত আগরকরের বিরুদ্ধে। তিনি দাবি করেছিলেন, ফিট থাকার সত্ত্বেও তাঁকে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজের জন্য নির্বাচন করা হয়নি। এই খবর চাউর হতেই নাম প্রকাশে অনিচ্ছুক বোর্ডের এক কর্তা জানান, সামি এর আগে ভারতের ইংল্যান্ড সফরে যেতে চাননি, তাই বোর্ডের সঙ্গে তাঁর দূরত্ব তৈরি হয়েছে। এ বার কি সেই দূরত্বই ঘোচানোর চেষ্টা করছেন অজিত?

ক্রিকেট মহলে অনেকেই বলাবলি করছেন, অজিত এ বার বোর্ড বনাম সামি বিতর্ক মেটানোর ভাবনাচিন্তা করছেন। তাই হয়তো সব ঠিকঠাক থাকলে আসন্ন বাংলা বনাম অসম রঞ্জি ম্যাচে সামির পারফরম্যান্স দেখতে কল্যাণীতে যেতে পারেন অজিত। যদি সবদিকে উতরে যেতে পারেন সামি, তা হলে হয়তো এরপরের টেস্ট সিরিজ গুলোতে সামিকে নিয়ে ভাবনাচিন্তা করতে পারে বিসিসিআই।

শুধু আগামীর টেস্ট সিরিজই নয়, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে এই টেস্ট সিরিজের পর ভারত প্রোটিয়াদের বিরুদ্ধে ওডিআই সিরিজ খেলবে। আর ওডিআইয়ের ইতিহাসে সবচেয়ে বেশি উইকেট পাওয়া পেস বোলার সামি। ফলে তিনি যদি ভারতের ওডিআই স্কোয়াডে থাকেন, তা হলে এ কথা হলফ করে বলা যায় যে, ভারতের আর এক তারকা পেসার জসপ্রীত বুমরার ওপর খানিক হলেও চাপ কমবে। এবং তিনি বিশ্রামও পাবেন। এ বার দেখার শেষ অবধি কোনদিকে জল গড়ায়।

কল্যাণীতে বাংলার রঞ্জি ম্যাচে সামি খেলবেন

এ বারের রঞ্জি ট্রফিতে এখনও অবধি সামি মোট ৩টি ম্যাচে খেলেছেন। তার মধ্যে দুটি ম্যাচে তিনি নিয়েছেন ১৫টি উইকেট। প্রথমে উত্তরাখণ্ডের বিরুদ্ধে প্রথম ইনিংসে ৩৭ রানের বিনিময়ে ৩টি উইকেট, এরপর দ্বিতীয় ইনিংসে ৩৮ রানের বিনিময়ে ৪টি উইকেট। তারপর গুজরাটের বিরুদ্ধে প্রথম ইনিংসে ৪৪ রান খরচ করে ৩ উইকেট নেন সামি। আর দ্বিতীয় ইনিংসে ৩৮ রান খরচ করার সুবাদে নেন ৫ উইকেট। এরপর ত্রিপুরার বিরুদ্ধে ৭৬ রান খরচ করেছিলেন। কিন্তু কোনও উইকেট পাননি। বাংলা শেষ রেলের বিরুদ্ধে খেলেছে। সেই ম্যাচে রেলওয়েজের বিরুদ্ধে খেলেননি সামি। ওই ম্যাচ বাংলা এক ইনিংসে ও ১২০ রানে জিতেছিল।