AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

হনুমার ব্যাটিং নিয়ে বাবুলের বিতর্কিত টুইট, সরগরম সোশ্যাল মিডিয়া

তাঁর মন্তব্যে ব্যপক ক্ষোভ তৈরি করেছে নেটিজেনদের একাংশে।

হনুমার ব্যাটিং নিয়ে বাবুলের বিতর্কিত টুইট, সরগরম সোশ্যাল মিডিয়া
ছবি সৌজন্যে - বিসিসিআই টুইটার
| Updated on: Jan 11, 2021 | 8:27 PM
Share

দিল্লি: সিডনিতে তৃতীয় টেস্টে হনুমা ও অশ্বিনের ঐতিহাসিক পার্টনারশিপে ম্যাচ ড্র করেছে টিম ইন্ডিয়া। তবে এর পরও রোষের মুখে পড়তে হল সিডনির হিরো হনুমা বিহারিকে। গোটা ক্রিকেট বিশ্ব যেখানে হনুমাকে বাহবা দিচ্ছে, সেখানে কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয় তাঁর টুইটারে লেখেন, ‘হনুমা বিহারি ক্রিকেটের হত্যা করেছেন।’ মাঠে নামার পর প্রথম ১০৯ বল খেলে মাত্র ৭ রান করেন হনুমা বিহারি। ম্যাচ বাঁচানোর লড়াইতে ১৬১ বলে ২৩ রান করেন হনুমা। বাবুলের মতে ভারতের টেস্ট জয়ের কোন বিকল্প পথ খোলা রাখেননি বিহারি। আর এই কারণেই বাবুলের রোশের মুখে পড়তে হয় হনুমাকে।

তাঁর এই মন্তব্যে ব্যপক ক্ষোভ তৈরি করেছে নেটিজেনদের একাংশে। মাটি আঁকড়ে লড়াই করেছে রবি-বিহারি জুটি। যখন হনুমারা স্লো ব্যাটিং করছেন, তখন ম্যাচ জেতার চেষ্টা করার বদলে, ম্যাচ বাঁচানোটাই ছিল বুদ্ধিমানের কাজ। দলের পরিকল্পনা অনুয়াযী সেটাই করেছেন হনুমারা। আর সেটা বুঝতে পারেননি কেন্দ্রীয় মন্ত্রী। মত নেটিজেনদের।

আরও পড়ুন:চোট? যন্ত্রণা? দেশের আগে তো কিছুই নয়!

বাবুল যা বলেছেন সেটা নিয়ে আদৌও দলের কোনও ভ্রুক্ষেপ নেই। দলের ক্যাপ্টেন আজিঙ্কা রাহানের মতে, ‘হনুমার এই ইনিংস একটা সেঞ্চুরির থেকেও দামি। বিদেশের মাটিতে এমন পারফরম্যান্স এক ঐতিহাসিক ঘটনা। একএক জন ক্রিকেটার তাঁর নিজের পরিকল্পনা অনুযায়ী ক্রিজ আঁকড়ে থাকেন। হনুমাও তাই করেছে। চোটের জন্য হনুমা খেলার স্টাইল একটু হলেও আলাদা ছিল। দলের এই জয়ের পিছনে অশ্বিনের পাশাপাশি হনুমা বিহারির অবদানকে কোনভাবেই অস্বীকার করা যায় না। চোট নিয়ে দীর্ঘ ২.৫ ঘন্টা মাটি আঁকড়ে থাকার জন্য সহ্যশক্তি, ধৈর্য্যের প্রয়োজন হয়। সেটাই প্রমাণ করলেন হনুমা।’