Eden Gardens: বাংলাদেশ কি ভারতে আসবে? প্রস্তুতিতে খামতি নেই বঙ্গ ক্রিকেট সংস্থার
T20 World Cup, Bangladesh: টি-২০ বিশ্বকাপ শুরু হতে আর এক মাসও বাকি নেই। পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী, বাংলাদেশের তিনটে ম্যাচ আছে কলকাতার ইডেন গার্ডেন্সে। একটি ম্যাচ মুম্বইয়ে। অনলাইনে আগেই ছাড়া হয়েছে বাংলাদেশের ম্যাচের টিকিট। সাড়াও মিলছে তাতে। ২৬ জানুয়ারি কলকাতায় আসার কথা বাংলাদেশ ক্রিকেট টিমের।

কলকাতা: বিশ্বকাপ খেলতে কি ভারতে আসবে বাংলাদেশ? এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারেনি সে দেশের ক্রিকেট বোর্ড। অভ্যন্তরীণ অশান্তিতে জেরবার বাংলাদেশ ক্রিকেট। ক্রিকেটাররা বিদ্রোহের রাস্তায় হেঁটেছেন। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ডিরেক্টরের পদ থেকে সরানো হয়েছে নাজমুল ইসলামকে। তাতেও ক্ষোভের আগুন যেন প্রশমিত হয়নি। এদিকে আইসিসির দুর্নীতিদমন শাখার প্রধান বাংলাদেশে যাচ্ছেন সে দেশের ক্রিকেটের অবস্থা খতিয়ে দেখতে। ক্রিকেটারদের সঙ্গে সরাসরি সংঘাত লেগেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের। আইসিসির কাছ থেকেও দু’বার ধাক্কা খেয়েছে বিসিবি। নিরাপত্তার দোহাই দিয়ে ভারত থেকে বিশ্বকাপের ম্যাচ সরাতে বললেও সেই আবেদন নাকচ করে দিয়েছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা।
টি-২০ বিশ্বকাপ শুরু হতে আর এক মাসও বাকি নেই। পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী, বাংলাদেশের তিনটে ম্যাচ আছে কলকাতার ইডেন গার্ডেন্সে। একটি ম্যাচ মুম্বইয়ে। অনলাইনে আগেই ছাড়া হয়েছে বাংলাদেশের ম্যাচের টিকিট। সাড়াও মিলছে তাতে। ২৬ জানুয়ারি কলকাতায় আসার কথা বাংলাদেশ ক্রিকেট টিমের। নিজেদের অবস্থান নিয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত জানায়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড। তবে বাংলার ক্রিকেট সংস্থা সিএবি নিজেদের প্রস্তুত রাখছে।
৭ তারিখ বিশ্বকাপের প্রথম ম্যাচ। বাংলাদেশ ক্রিকেট দলের প্রস্তুতির জন্য ইডেন গার্ডেন্স আর যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সল্টলেক ক্যাম্পাসকে তৈরি রেখেছে সিএবি। কয়েকদিন আগে সিএবির সঙ্গে বৈঠকও করে কলকাতা পুলিশ কমিশনার ও উচ্চ পর্যায়ের পুলিশ আধিকারিকরা। নিরাপত্তায় কোনও খামতি রাখতে চাইছে না। সব দিক দিয়েই প্রস্তুত থাকছে সিএবি। এদিকে ইডেনে সুপার এইটের ম্যাচের টিকিট বুধবার সন্ধেয় অনলাইনে ছাড়া হয়েছিল। নিমেষেই তা শেষ হয়ে যায়। ভারত সুপার এইটে কোয়ালিফাই করলে ১ মার্চের সেই ম্যাচটি হবে ইডেনে।
